“ও সে অমৃত সাগরের সূধা,
সূধা খাইলে জিবের ক্ষুধা তৃষ্ণা রয় না।”
-ফকির লালন
“শুনেছি সাধুর করুনা
সাধুর চরণ পরশিলে হয় গো সোনা ।।”
-ফকির লালন
“যে করে কালার চরণের আশা
জানো নারে মন তার কী দুর্দশা”
-ফকির লালন
“শুদ্ধ প্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
মুখে কথা কোক বা না কোক
নয়ন দেখলে চেনা যায়”
-ফকির লালন
“লালন ফকির বলে রে মন
হলো না মোর ভজন সাধন।
ভুলে সিরাজ সাঁইজীর চরণ
মানব জনম বৃথা গেল”
-ফকির লালন
“ভুলো না রে মনরসনা
সমঝে কর বেচাকেনা
লালন বলে কূল পাবা না
এবার ঠকে গেলে।।”
-ফকির লালন
4 Comments