ভবঘুরেকথা
ফকির লালন শাহ্

ফকির লালনের বাণী : প্রবর্তদেশ

৪৫১.
সিরাজ সাঁই কয় অর্থ বাণী
দেখরে লালন মুর্শিদের ঠাঁই।

৪৫২.
আছে আল্লা আলে রসুলকলে
তলের উল হল না।

৪৫৩.
অজান এক মানুষের করণ
তলে করে আনাগোনা।

৪৫৪.
ও সে আল্লা আহাদিনী
দুইরূপে লীলে করেন যিনি।

৪৫৫.
দুইরূপ মাঝার, রূপ মনোহর
সেরূপ কেউ বলে না।

৪৫৬.
নারীপুরুষ নপুংসক নয়
তাঁর তুলনা তাঁহারি হয়।

৪৫৭.
সেরূপ অন্বেষণ, জানে সেহি জন
শক্তি উপাসনা।

৪৫৮.
শক্তিহারা ভাবুক যেরে
কপট ভাবের উদাসিনীরে।

৪৫৯.
লালন বলে তার, জ্ঞানচক্ষু আঁধার
রাগের পথ চাইলে না।

৫৬০.
তরিকতে দাখিল না হলে
শরিয়ত হবে না আদায়
যেয়ে পড়বি গোলেমালে।

৫৬১.
শরার নামাজের বীজ
আরকান আহ্কাম তের চিজ।

৫৬২.
তরিকতের আরকান আহ্কাম
কয় চিজে বলে।

৫৬৩.
সালেকী মজ্জবী হয়
হকিকতে হয় পরিচয়।

৫৬৪.
মারফত সেই সিদ্ধের মোকাম
নয়ন দেখ নারে খুলে।

৫৬৫.
আত্মতত্ত্ব জানে যে
সব খবরের জবর সে।

৫৬৬.
লালন ফকির ফ্যারে প’ল
নিগূঢ় পথ ভুলে।

৫৬৭.
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়
কেনরে মন কলির ঘোরে ঘোর ডানে বাঁয়।

৫৬৮.
আউয়ালে বিসমিল্লা ব্যক্ত
মূল বটে তার তিনটি অর্থ।

৫৬৯.
আগমে বলেছে সত্য
ডুবে জানতে হয়।

৫৭০.
নবী আদম খোদ বে খোদা
এ তিন কভু নহে জুদা।

৫৭১.
আদমকে করিলে সেজদা
আলেক জনে পায়।

৫৭২.
যথা আলেক মোকাম বাড়ি
সফিউল্লাহ তাহার সিঁড়ি।

৫৭৩.
লালন বলে মনের বেড়ি
লাগাও গুরুর পায়।

৫৭৪.
কোন্ কোন্ হরফে ফকিরি
কিসে আসল হয় সে হরফ-
জানতে হয় তার ফিকিরি।

৫৭৫.
কয়টি হরফ লাগে বর্জোখ
কী কী নাম বলি তারি।

৫৭৬.
না জেনে তার, নিরিখ নেহার
পড়ে শুনে কি করি।

৫৭৭.
এক হরফে নিজ নাম আছে
শুনি তায় বরাবরি,
কোন্ হরফে সে, কর না দিশে
দিন হল আখেরী।

৫৭৮.
ত্রিশ হরফের চার হরফে
কালুল্লা গণ্য করি,
লালন বলে আর, কয় হরফ তার
কালেকটারী করে জারি।

৫৭৯.
যার নয়নে নয়ন চিনেছে
তার প্রভেদ কি বা রয়েছে,
বললে পাপী হবে বা কি
এবার বুঝি ভুল হয়েছে।

৫৮০.
শব্দ শুনি তুমি আমি
আসল কাজে কে আসামি,
জগত কর্তা হলে তুমি
বলো দেখি কার কাছে।

৫৮১.
মূল আসামি তুমি হলে
আমায় ফেলো গোলমালে,
এখন তুমি ভক্ত বলে
দেখ আপন নিজ কাছে।

৫৮২.
তোমার লীলা তোমার বোল
তোমার ভিয়ান তোমার মহল,
লালন বলে ওহে দয়াল
এখন বুঝি প্যাঁচ পড়েছে।

৫৮৩.
কারে শুধাব সে কথা কে বলবে আমায়।
পশুবধ করিলে কি খোদা খুশী হয়।

৫৮৪.
ইব্রাহিম নবিকে শুনি
আদেশ করেন আল্লা গনি,
প্রিয় বস্তু দাও কোরবানি
দুম্বা বলির আদেশ কোথায়।

৫৮৫.
মরণের আগে মরা
আপন প্রাণ কোরবানি করা।

৫৮৬.
প্রাণ অপেক্ষা সেই পেয়ারা
সে ভেদ কী বুঝায় শরায়।

৫৮৭.
সারিয়া আপনার জান
আবেগেতে দাও বলিদান।

৫৮৮.
নবিজীর হাদিস ফরমান
মুতু কাবলা আন্তা মউত তাই।

৫৮৯.
কেমনে হবে কোরবানি
সে ভেদ প্রকাশ নাহি জানি।

৫৯০.
লালন বলে কোথা জানি
সাঁইয়ের কোরবানি এক্তেদায়।

৫৯১.
কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ্জ কিসে হয় রে।

৫৯২.
দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাইতে বারাম,
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে।

৫৯৩.
এক দেল যার জিয়ারত হয়
হাজার হজ্জ তার তুল্য নয়,
কেতাবেতে সাফ লেখা যার
তাইতে বলি রে।

৫৯৪.
মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন,
লালন কয় আদি মক্কা কেমন
চিনবি কবে রে।

৫৯৫.
আইন সত্য মানুষবর্ত
করো এইবেলা,
ক্রমে ক্রমে হৃৎকমলে
খেলবে নুরের খেলা।

৫৯৬.
যে নাম ধরে চলছো ভবে
সেই নামেতে যেতে হবে,
একে শূন্য দশ হইবে
নয় দশে নব্বই মিলা।

৫৯৭.
নয়ে চার শূন্য দিলে
নব্বই হাজার কয় দলিলে,
সব শূন্য মুছে ফেলিলে
শুধুই যে নয় খেলা।

৫৯৮.
নয় হতে আট বাদ দিল
এক থাকে তার শেষ কালে,
লালন বলে বুঝ সকলে
সেইটি স্বরূপ রূপের ভেলা।

৫৯৯.
নাম সাধন বিফল বর্জোখ বিনে।
এখানে সেখানে বর্জোখ মূল ঠিকানা
তাই দেখ মনে মনে।

৬০০.
বর্জোখ ঠিক না হয় যদি
ভুলায় তারে শয়তান গৃধি,
ধরিয়ে রূপ নানান বিধি
তারে চিনবি কিরূপ প্রমাণে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!