বারুণী মেলা হরিনাম সংকীর্তন ও মহোৎসব
সুধি,
শ্রী হরি সহায়
বিশ্ব হরিনাম দিবসে পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর উদয় উপলক্ষ্যে আগামী ১লা বৈশাখ বরিশালের ভাতশালায় হরিচাঁদ প্রেম বারুণী মেলা হরিনাম সংকীর্তন ও মহোৎসব আয়োজন করা হয়েছে।
উক্ত মহোৎসবে আপনাকে/আপনাদেরকে উপস্থিত থেকে এই মহোৎসবকে সর্বঙ্গীন সুন্দর ও সাফল্য মণ্ডিত করতে বিনম্র আহবান জানাচ্ছি। উক্ত মহতী অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
ভক্তপদ রজ:প্রার্থী
শ্রীশ্রী হরিগুরুচাঁদ ব্রজমোহন ঠাকুর মন্দির
ভাতশালা, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।
শুভানুষ্ঠিনিকা:
১লা বৈশাখ (মঙ্গলবার):
পরমব্রহ্ম হরিনাম সংকীর্তন।
২রা বৈশাখ (বুধবার):
শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ।
শ্রী হরি নাম সংকীর্তন।
শ্রী হরি সংগীত ও আলোচনা সভা।
উৎসব অঙ্গন:
শ্রীশ্রী শান্তি হরিচাঁদ ব্রজমোহন ঠাকুর মন্দির
গুরুধাম ভাতশালা, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।
আয়োজনে:
পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিঠাকুর সেবা মহাসংঘ, বাংলাদেশ।
প্রচারে:
শ্রী ব্রজমোহন ঠাকুরের সকল শিষ্য ও ভক্তবৃন্দ।
প্রয়োজনে:
০১৭৪৩৮৬০৯৭১
০১৭৫৫৮১১৮৪০
: যাতায়াত :
-ঢাকা থেকে-
লঞ্চ সার্ভিস:
ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী যে কোনো লঞ্চে করে বরিশাল লঞ্চঘাট নামতে হবে। সেখান থেকে আবার লঞ্চ যোগে যেতে হবে কালিশুরি। কালিশুরি থেকে পায়ে হেঁটে আশ্রমে।
আবার লঞ্চঘাটের চড় কাউয়া থেকে গাড়ি যোগেও যাওয়া যায় কালিশুরি, কালিশুরি থেকে পায়ে হেঁটে আশ্রমে।
বাস সার্ভিস:
ঢাকার গাবতলী, কল্যানপুর, সায়দাবাদ, ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল, ভিক্টোরিয়া পার্ক, মালিবাগ, আসাদগেট, টিটি পাড়া, কলাবাগান, সাভার, নবীনগর থেকে সাকুরা, সুরভী, ঈগল, হানিফ ইত্যাদি পরিবহনে করে সরাসরি যাওয়া যায় বরিশাল। সেখান থেকে আবার বাস যোগে ভাতশালা। সেখান থেকে আশ্রমে।
এছাড়াও ঢাকার যে কোনো জায়গা বিশেষ করে গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে বাসে করে মাওয়া ঘাট। ফেরী/লঞ্চ বা স্প্রীডবোর্ডে করে পদ্মা পাড়ি দিয়ে সেখান থেকে বাসে করে যাওয়া যায় বরিশাল। পদ্মা পাড়ি দিলেই সেখানে বরিশালের বাস পাওয়া যায়। এছাড়া এই রুটে মাইক্রোবাসও চলাচল করে। তবে ভাড়া একটু বেশি। সেখান থেকে আবারো বাস যোগে ভাতশালা। সেখান থেকে আশ্রমে।
…………………………………………
আরো পড়ুন:
মহান ধর্মগুরু হরিচাঁদ নিয়ে প্রাথমিক পাঠ
মতুয়া সংগীত