মহান সাধক ভবাপাগলা প্রতিষ্ঠিত
মা আনন্দময়ী কালী মন্দিরের বাৎসরিক
১০৪তম মহাপূজা ও ৪দিনব্যাপী বিশাল মেলা
শনিবার-মঙ্গলবার, ২৬-২৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ
শনিবার-মঙ্গলবার, ১১-১৩মে ২০১৯ খ্রিস্টাব্দ
সুধি,
প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখ মাসের শেষ শনিবার অর্থাৎ আগামি ১১ ই মে ইং এবং ২৬শে বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ হইতে মোট ৪দিন ব্যাপি মহাসাধক ভবা পাগলার জন্মস্থান ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীবৃন্দ তত্ব ও ভাব সংগীত পরিবেশন করে থাকেন। আপানারা সকলে আমন্ত্রিত।
অনুষ্ঠানসূচি:
২০ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ শনিবার – মহাবিষ্ণুরূপে মা ভবানীর মহাপ্রকাশ ও সপ্তাহব্যাপী শুভাস্থান এবং গ্রহরাজ পূজা
২১ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ রবিবার – সকাল ৭ ঘটিকায় কালনা শহরব্যাপী ভবা পাগলার বর্ণাঢ্য শোভাযাত্রা
২২ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ সোমবার – বিকালে সঙ্গীময় ভাববতী কথা
২৩ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার –বিকালে সঙ্গীময় ভাববতী কথা
২৪ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ বুধবার – বিকালে সঙ্গীময় ভাববতী কথা
২৫ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ বহস্বাপতিবার – প্রভাতে সপ্তসতী মহাযজ্ঞ আর সন্ধ্যায় লীলাকীর্তণ ও হরিণাম সংকীর্ত্তণ অধিবাস
২৬ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ শুক্রবার – সকাল ৫ ঘটিকায় ভবানি মন্দিরে নিশান উত্তোলন; উদয়াস্তু ভুবন মঙ্গল তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও হরিনাম সংকীর্ত্তণ সন্ধ্যায় শ্রী শ্রী চরিতামৃত পাঠ ও ঢাকবরণ অনুষ্ঠান।
২৭ বৈশাখ ১৪২৬ খ্রিস্টাব্দ শনিবার – সকাল ৪-৮ঘটিকা ব্রহ্মমুহূর্তে মহাচন্ডীপাঠ সহযোগে ভবার গান (পরিবেশনায় ভবার অশোক ভাই)।
সকাল ৮-১০ ঘটিকায় প্রাত:কালীন পূজা, বাল্যভোগ নিবেদন ও ভগবৎ পাঠ (পরিবেশনায় সঞ্জয় পন্ডিত)
সকাল ১০ ঘটিকায় ভবার কথা : আচার্য্য গোপাল ক্ষেত্রী
অতপর ভবা পাগলার সাধনা সঙ্গীত ও বাউল গান
-যাতায়াত-
বাস সার্ভিস: ঢাকা থেকে গাবতলি থেকে এস বি লিংক-এ করে মানিকগঞ্জের সাটুরিয়া নামতে হবে। সেখানে থেকে অটোতে করে আমতা গ্রামে ভবা পাগলের আশ্রমে পৌঁছাতে হবে। সাটুরিয়া থেকে আমতা গ্রামে যাবার কথা যে কাউকে বললেই অটো দেখিয়ে দিবে।