যে কথায় নাই কৃষ্ণ কথা সে কথা শুনবো না সইরে।
আমার প্রাণ কাঁদে তার ফাঁদে পরে
সাধে কি তার কথা কই রে।।
আমার জ্ঞান ইন্দ্রিয়ের বিষয়মাঝে
শ্যাম সুন্দরের নুপুর বাজে
কেমনে তাকে ভুলে রইবে;
আমার ফিরিবার আর সাধ্য নাহি
আমি আমার বাধ্য নই রে।।
কেহ যদি মিছে করে
বন্ধুর কথা বলে মোরে
সহজ মনে মেনে লই রে;
সখি ভালো কথার মিছেও ভালো
বোঝে না কেউ ব্যথিত বই রে।।
মনের গহন গোপন দ্বারে
বসে রই যে বারে বারে
তারে দেখিবার সই রে
আমার মরম জানা দরদিয়া
সে বিনে আর বান্ধব কই রে।।
অনুদিন অনুরাগী
অন্তর কাঁদে কানু লাগি
ব্যথা-বেদন কতো সই রে
পাগল বিজয় প্রার্থনা এবার
আমি যার যেন তার হই রে।।