ভবঘুরেকথা
বিজয় সরকার

যে নামে যার বিশ্বাসরে ভাই সেই তার আসল নাম,
হলে নামে নিষ্ঠা ইষ্টসেবা
তাতেই জীবের পরিণাম।।

নাম রূপে স্বরূপের পরকাশ
করো আগে তাই বিশ্বাস
বিশ্বাসে মিলায় বস্তু এ-বিশ্বের আশ্বাস
নইলে দীর্ঘ পথে দীর্ঘ নি:শ্বাস
মিলবে না কো শান্তিধামে।।

নিজ মুখে বলেছে নিরঞ্জন
ভক্ত তার পিতা মাতার মতন
যে ভক্তে যে নাম রেখেছে সেই নামকরণ;
কভু নাম বিনা স্বরূপের বর্ণন
মিলবে নাকো বিশ্বধাম।।

পরিচয়ে পিরিতের উদয়
তাই মানুষ মানে পরিচয়
পরিচয় বিহীন সম্বন্ধ কভু সম্ভব নয়;
তাই কেউ পিতা কেউ পুত্র কয়
শুনলে তার হয় পূর্ণকাম।।

পাগল বিজয়ের অন্তরের মাঝে গোল
জানে নাই ইতিহাস ভূগোল
ভাব না পেয়ে লাভ দিযে সে সাজতে চায় পাগল;
ভবে পাগল হলে ঘুচে যায় গোল
মুছে যায় সংসার-সংগ্রাম।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!