শেখ সাদীর বাণী : এক
১.
না শিখে ওস্তাদি করো না।
২.
মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক।
৩.
বানরকে আদর করিলে মাথায় উঠে।
৪.
পরীক্ষা ভিন্ন কিছু বিশ্বাস করো না।
৫.
বিড়ালকে আদর করলে কোলে উঠে।
৬.
পথের সম্বল অন্যের হাতে রেখো না।
৭.
বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বারে।
৮.
লোক সেই, যে সত্যের উপাসক।
৯.
বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকারী।
১০.
সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করো।
১১.
অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
১২.
কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়।
১৩.
কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করো না।
১৪.
যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।
১৫.
যার জুতো নেই। তার তা নিয়েই তার আক্ষেপ।
১৬.
যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।
১৭.
বাঘ না খেয়ে মরলেও কুকুরের উচ্ছিষ্ট মুখে তুলে না।
১৮.
যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না।
১৯.
অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা।
২০.
ইহ-পরকালে যাহা আবশ্যক তা যৌবনে সংগ্রহ করো ।
২১.
আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া।
……………….
আরো পড়ুন-
শেখ সাদীর বাণী : এক
শেখ সাদীর বাণী : দুই
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….