শেখ সাদীর বাণী : দুই
২২.
প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
২৩.
প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও।
২৪.
তার আক্ষেপ ঘুঁচল। কেন না সে দেখল এক জনের পা’ই নেই।
২৫.
একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
২৬.
মন্দলোকের সঙ্গে যার উঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না।
২৭.
হিংস্র বাঘের উপর দয়া করা নিরিহ হরিণের উপর জুলুম করার নামান্তর ।
২৮.
যে মিথ্যায় মঙ্গল নিহিত তা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর।
২৯.
তিনজনের কাছে কখনো গোপন কথা বলো না- স্ত্রী লোক, জ্ঞানহীন মূর্খ ও শত্রু।
৩০.
যে ব্যক্তি স্বহস্তে আয় করে, হাতেম তাই-এর দান তাকে খাটো করতে পারে না।
৩১.
তুমি বদ, লোকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো।
৩২.
লৌহদন্ড পাথড়ের গায়ে যেমন বিদ্ধ হয় না, তেমনি কৃষ্ণ অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না।
৩৩.
নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেয়া খোরমা পোলাওয়ের চাইতেও উত্তম।
৩৪.
অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তমপন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হত না।
৩৫.
আমি খোদাকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে খোদাকে মোটেই ভয় পায় না।
৩৬.
দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
৩৭.
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপরই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
৩৮.
এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না।
৩৯.
দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারণ তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
৪০.
মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
৪১.
তুমি যদি অধিকতর সম্মান লাভ করিতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে।
৪২.
হে অনভিজ্ঞ খোদা প্রেমিক! খোদা অন্বেষণকারী যখন খোদার সম্মন্ধে অবগত হয়, তখন তাহার আর কোন খবর পাওয়া যায় না। সে নিজেকে অসীমের মধ্যে হারাইয়া ফেলে।
……………….
আরো পড়ুন-
শেখ সাদীর বাণী : এক
শেখ সাদীর বাণী : দুই
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….