ভবঘুরেকথা
মহর্ষি মনোমোহন দত্ত

সাধক কবি মহর্ষি মনোমোহনের জন্মবার্ষিকী উৎসব

সুধি,
আসছে আগামী ৯ ও ১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/২৪ ও ২৫ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ শুক্র ও শনিবার সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪২তম জন্মবার্ষিকী উৎসব উদযাপিত হবে।

উৎসব উপলক্ষ্যে দেশ ও দেশের বাহির(ভারতের ত্রিপুরা, কলকাতা, আসাম) থেকে আসা অগণিত ভক্ত আশেকানের উপস্থিতিতে আনন্দ আশ্রম অসাম্প্রদায়িক মিলনমেলায় পূর্ণ হয়ে উঠবে বরাবরের মতো। উক্ত অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।

নিবেদক,
এলাকাবাসী
সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া
আনন্দ আশ্রম, সাতমোড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

তারিখ:
৯ ও ১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ
২৪ ও ২৫ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ
রোজ শুক্র ও শনিবার।

স্থান:
আনন্দ আশ্রম
সাতমোড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

অনুষ্ঠান:
ভোর ৫:৩০ মিনিটে ব্রহ্ম সংগীতের মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষে থাকবে যজ্ঞ, উপাসনা, প্রসাদ বিতরণ।

রাতে আলোচনা সভায় অংশ নিবেন দেশ বরেণ্য কবি সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ। পরে সারারাত্রী ব্যাপী মলয়া সংগীত পরিবেশন করবেন পাগল রফিক সরকার ও সাগর দেওয়ান।

ব্যবস্থাপনায়:
স্বামী বিল্বভূষণ দত্ত

যোগাযোগ:
মো: শাহ্-নূর আলম
০১৭৬০ ৮৯৯ ৩৭১

:যাতায়াত (ঢাকা থেকে):

বাস সার্ভিস
ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে তিশা, তিশা ভিআইপি, এশিয়ান, সৌদিয়া বাসে করে কোম্পানীগঞ্জ। কোম্পানীগঞ্জ থেকে সিএনজি দিয়ে সরাসরি সাতমোড়া আনন্দ আশ্রম।

অথবা গুলিস্তান থেকে বিআরটিসি বাসে করে আড়াইহাজার বিশনন্দী ফেরী ঘাট। ফেরী পাড় হয়ে সিএনজি করে সল্পা, সল্পা থেকে আবারও সিএনজি দিয়ে সাতমোড়া আনন্দ আশ্রম।

লঞ্চ সার্ভিস
সদরঘাট থেকে- এম ভি মিশু রাত ১১ টায় ছাড়ে। সেটাতে করে যেয়ে নামতে হবে রামচন্দ্রপুর বাজার। রামচন্দ্রপুর বাজার থেকে সিএনজি করে সাতমোড়া আনন্দ আশ্রম। মনে রাখতে হবে, লঞ্চ শুক্রবার বন্ধ। শুক্রবার চলাচল করে না।

……………………………………………
মহর্ষি মনোমোহন দত্তের গান

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Rockyb Sikder , বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ @ ১২:৫০ পূর্বাহ্ণ

    ভাই ৯/১০ মাঘ যথাক্রমে ২৩/২৪ তারিখ হয়, বৃহস্পতি ও শুক্রুবার।
    ২৪/২৫ তারিখ ১০/১১ মাঘ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!