।। বরাড়ী।।
অরুণ-কমল-দলে শেজ বিছায়ব
বৈঠব কিশোর কিশোরী।
স্মের-মধুর মুখ- পঙ্কজ মনোহর
মরকত-শ্যাম হেম-গোরী।।
প্রাণেশ্বরী! কবে মোর হবে শুভ-দিঠি।
আজ্ঞায় লইব কবে চম্পক কুসুম-বর
শুনব বচন আধ মিঠি।। ধ্রু।।
মৃগমদ সিন্দূরে তিলক বনাওব
বিলেপন চন্দন-গন্ধে।
গাঁথিয়া মালতী-ফুল- মালা পহিরাওব
ভুলব মধুকর-বৃন্দে।।
ললিতা আমার করে দেবে বীজন
বীজব মারুত হাম মন্দে।।
শ্রমজল সকল মেটব দুহুঁ-কলেবর
হেরব পরম আনন্দে।।
নরোত্তম-দাস-আশ দুহুঁ-পদ-পঙ্কজ-
সেবন-মাধুরী-রস-পানে।
হোয়ব হইবে দিন না হেরু কিছুই চিন
রাধাকৃষ্ণ নাম হউ মনে।।
……………….
এই পদটি বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) দ্বারা আনুমানিক ১৭০০ সালে সংকলিত ও বিরোচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”, একবিংশ ক্ষণদা – শুক্লা পঞ্চমী, ১৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….