লালন ফকিরের নববিধান: তিন
লালন ফকিরের নববিধান: তিন -মূর্শেদূল কাইয়ুম মেরাজ ফকির লালন সাঁইজি সকলের জন্যই বিধান দিয়ে গেছেন। যেমন যার জ্ঞান, তার তেমন…
লালন মতাদর্শ বোঝা সহজ কাজ নয়। যদিও ফকিরকুলের শিরোমণি ফকির লালন সাঁইজি তাঁর সমস্ত কথাই তার পদে বলে গেছেন। যা যুগে যুগে মানুষ ধারণ করে চলেছে। শব্দে-সুরে। তার ভেতরেই লুকায়িত আছে ব্রহ্মাণ্ডের সত্য বাণী। সাধুগুরুরা বলেন তা গুরুর কাছে দীক্ষা নিয়ে তবেই বুঝে নিতে হয়।