শ্রীভগবান্ উবাচ
সব ব্যাপারের কলকাঠি তাঁর হাতে। সেইজন্যই তাঁকে জানার একটা ব্যাপার আছে। তাই বলছে, ‘নো দাইসেল্ফ’। তাঁকে জানো। ‘অহং ব্রহ্মাস্মি।’ প্রথমে…
ভাবের কথার মাঝে যে অন্তর্নিহিত কথা অব্যক্ত থেকে যায়। ভাবের ভুবনে প্রবেশ করতে গেলে যে জ্ঞানগুলো নূন্যতম হলেও প্রয়োজন। সেই কথাগুলো সহজভাবে উপস্থাপনের প্রয়াস নিগূঢ়কথা ভাগটি। এই ভাগের কথাকে সুবিন্যস্ত করার জন্য বেশ কিছু উপভাগ করা হয়ে হয়েছে।
