।। বিহাগড়া।।
প্রথম জননী কোলে, স্তনপান কুতূহলে,
অজ্ঞান আছিনু মতিহীন।
তবে বালক সঙ্গে, খেলাইতাঙ নানা রঙ্গে,
এমতি গোঙাইলাঙ কতদিন।।
দ্বিতীয় সময় কাল, প্রকাশিত বিকার,
পাপ পূণ্য কিছুই না ভায়।
ভোগ বিলাস নারী, এ সব কৌতুক করি,
তাহা দেখি হাসে যমরায়।।
তৃতীয় সময় কালে, বন্ধন হাতে গলে,
পুত্র কলত্র গৃহ বাস।
আশা বাঢ়ে দিনে দিনে, যোগ নাহি লয় মনে,
তুয়া পদে না করিনু আশ।।
চারি কাল হৈল যদি, হরিল আখের জ্যোতি,
শ্রবণে না শুনি অতিশয়।
নরোত্তম দাস কয়, এইবার রাখ রাঙ্গা পায়,
ভক্তি দান দেহ মহাশয়।।
…………….
এই পদটি ১৯০২ সালে রমণীমোহন মল্লিক সম্পাদিত “নরোত্তম দাস” সংকলনের ১১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….