গুরু নানকের বাণী: এক
১.
ঈশ্বর এক।
২.
উদার হও।
৩.
ভ্রমণ করো।
৪.
স্বাবলম্বী হও।
৫.
সারল্যই সৌন্দর্য।
৬.
নারী-পুরুষ সমান সমান।
৭.
গরিবদের কখনও ভুলবে না।
৮.
সর্বদা ঈশ্বরের উপাসনা করো।
৯.
স্ত্রী জাতিকে সমাদর করা উচিত।
১০.
চিন্তামুক্ত থেকে কর্ম করা উচিত।
১১.
দুই গুণ দিলে চার গুণ পাওয়া যায়।
১২.
কখনই কারো অধিকার কেড়ে নেওয়া উচিত নয়।
১৩.
ধনকে পকেটেই স্থান দেওয়া দরকার, নিজের হৃদয়ে নয়।
১৪.
যে সব মানুষকে একই মনে করে, সে-ই প্রকৃত ঈশ্বরবিশ্বাসী।
১৫.
জীবনের ৫ শত্রু- অভিমান, রাগ, লোভ, সংযুক্তি ও আকাঙ্খা।
১৬.
শুধুমাত্র সেটাই বলুন, যেই শব্দগুলি আপনাকে সম্মানিত করে।
১৭.
আমার জন্মই হয়নি, তাহলে আমার জন্ম কিংবা মৃত্যু কিভাবে হবে।
১৮.
যার নিজের উপর বিশ্বাস নেই, সে কখনই ইশ্বরের উপর বিশ্বাস করবে না।
১৯.
শান্তিতে নিজের ঘরে নিজের বিচার করুন, তাহলে মৃত্যুর দূতও ছুঁতে পারবে না।
২০.
আপনাকে যদি কেউ সত্যি ভালবাসে, জানবেন আপনি ঈশ্বরের সন্ধান পেয়ে গিয়েছেন।
২১.
সংসারকে জয় করার আগে, নিজের বিচারগুলির উপর বিজয়প্রাপ্ত হওয়া অত্যন্ত জরুরি।
২২.
যদি মৃত্যুর প্রকৃত অর্থ সত্যিই কেউ জানতে পারে, তা হলে সে আর মৃত্যুকে ভয় পাবে না।
২৩.
তোমার কথা শুনে অন্যরা যেন তোমাকে সম্মান করতে পারে, এমন কথাই সব সময় বোলো।
২৪.
ঈশ্বরের জন্য খুশির গান গাও, প্রভুর নামের সেবা করো এবং তাঁর সেবকের সেবক হয়ে যাও।
২৫.
পৃথিবী আসলে একটি নাট্যমঞ্চ আর আমরা সকলে স্বপ্নের মধ্যে এখানে অভিনয় করে চলেছি।
……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার
গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….