ভবঘুরেকথা

মহানবীর বাণী: দুই

৫১.
তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। (তিরমিযী)

৫২.
শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। (আদাবুল মুফরাদ)

৫৩.
রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। (সহীহ বুখারী)

৫৪.
ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও। (সহীহ বুখারী)

৫৫.
যখন তুমি লজ্জা করবে না, তখন যা ইচ্ছা তাই কর। (বোখারী)

৫৬.
যে নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেয় সে ব্যক্তি অভিশপ্ত।

৫৭.
আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। (সহীহ মুসলিম)

৫৮.
তোমরা উপর তোমার শরীরের অধিকার রয়েছে। (সহীহ বুকারী)

৫৯.
তোমরা হবে যেমন, তোমাদের শাসকও হবে তেমন। (মিশকাত)

৬০.
যে আল্লাহকে ভয় করে, তার ধনী হওয়াতে দোষ নেই। (মিশকাত)

৬১.
সাবধান! তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। (আবু দাউদ)

৬২.
যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। (তিরমিযী)

৬৩.
উত্তম লোক সে, যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর। (তিরমিযী)

৬৪.
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। (বোখারী)

৬৫.
ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। (তারগীব)

৬৬.
যে কাউকেও প্রতারণা করলো সে আমার লোক নয়। (সহীহ মুসলিম)

৬৭.
মুহাজির সে, যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে। (সহীহ বুখারী)

৬৮.
প্রত্যেক জিনিসেরই জাকাত রয়েছে, আর শরীরের জাকাত হল রোজা।

৬৯.
যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। (তিরমিযী)

৭০.
মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন। (মুআত্তায়ে মালিক)

৭১.
যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। (আবু দাউদ)

৭২.
কুরআনকে আঁকড়ে ধরো, তাহলে কখনো বিপথগামী হবে না। (মিশকাত)

৭৩.
সে ব্যক্তি দোযখে প্রবেশ করবে না, যে আল্লাহর ভয়ে কাঁদে। (তিরমিযী)

৭৪.
শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনা পরিশোধ কর।

৭৫.
যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। (সহীহ বুখারী)

৭৬.
যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। (সহীহ বুখারী)

৭৭.
অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকরী জান্নাতে প্রবেশ করবে না। (আহমদ)

৭৮.
যার কর্ম তাকে ডুবায়, তার বংশ তাকে উঠাতে পারে না। (সহীহ মুসলিম)

৭৯.
দুনিয়া মুমিনের জন্যে কারাগার আর কাফিরের বেহেশত। (সহীহ মুসলিম)

৮০.
হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হিফাযত করবেন। (তিরমিযী)

৮১.
যখন রমযান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। (সহীহ বুখারী)

৮২.
বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকী তার মাথার উপর ঝরতে থাকে।

৮৩.
বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গী হবে।

৮৪.
যে পূত পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন। (সহীহ বুখারী)

৮৫.
দাতা ব্যক্তি আল্লাহ, বেহেশতের ও মানুষের নিকটে অথচ দোজখ হতে দূরে।

৮৬.
প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে।

৮৭.
তোমাদের কেউ যখন উত্তেজিত হবে, সে যেন অযু করে আসে। (আবু দাউদ)

৮৮.
জান্নাত এতই আকর্ষণীয় যে, তার আকাংখীর চোখে ঘুম আসে না। (তিবরানী)

৮৯.
যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। (সহীহ বুখারী)

৯০.
যে ব্যক্তি লোক দেখানোর জন্যে নামাজ পড়লো, সে শিরক করলো। (আহমদ)

৯১.
সবচেয়ে কৃপণ লোক সে, যে সালাম আদান প্রদানে কৃপণতা করে। (তিবরানী)

৯২.
যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। (মিশকাত)

৯৩.
আল্লাহ যার ভালো চান, তাকে দীনের সঠিক জ্ঞান দান করেন। (সহীহ বুখারী)

৯৪.
প্রতিটি বান্দা কিয়ামতে তাই নিয়ে উঠবে, যা নিয়ে সে মরেছে। (সহীহ মুসলিম)

৯৫.
আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য। (তিরমিযী)

৯৬.
শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। (সহীহ মুসলিম)

৯৭.
প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে। (মিশকাত)

৯৮.
ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা, যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম। (মিশকাত)

৯৯.
যে ব্যক্তি নম্র আচরণ হতে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ হতে বঞ্চিত। (মুসলিম)

১০০.
কৃপণ ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে, বেহেস্ত হতেও দূরত্বে, অথচ দোজখের নিকটে।

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই

…………………….

আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!