ভবঘুরেকথা
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী

১.
ঈশ্বরই একমাত্র সদগুরু। -লোকনাথ ব্রহ্মচারী

২.
উচ্ছৃঙ্খলতা দারিদ্র্যের বাহন। -লোকনাথ ব্রহ্মচারী

৩.
আমার চরণ ধরিস না, আচরণ ধর। -লোকনাথ ব্রহ্মচারী

৪.
যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত। -লোকনাথ ব্রহ্মচারী

৫.
সে গুরুর প্রতি নির্ভরশীল ও শ্রদ্ধাশীল হও। -লোকনাথ ব্রহ্মচারী

৬.
যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। -লোকনাথ ব্রহ্মচারী

৭.
ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভালো নয়। -লোকনাথ ব্রহ্মচারী

৮.
যতক্ষণ তোর অসন্তোষ, ততক্ষণই তোর দারিদ্র। -লোকনাথ ব্রহ্মচারী

৯.
যোগযুক্ত হও, শ্বাস ও প্রশ্বাসে জপই হলো যোগ। -লোকনাথ ব্রহ্মচারী

১০.
অন্ধ সমাজ। চোখ থাকতেও অন্ধের মতো চলতে। -লোকনাথ ব্রহ্মচারী

১১.
আমার জন্ম নেওয়াটা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন জানবি। -লোকনাথ ব্রহ্মচারী

১২.
তোদের মধ্যে সত্যরূপে আমি আছি, চিরকাল থাকবো। -লোকনাথ ব্রহ্মচারী

১৩.
যে কর্ম করলে তাপ লাগে তাই পাপ। অর্থাৎ বাসনাই পাপ। -লোকনাথ ব্রহ্মচারী

১৪.
শোন! মন যা চায় -তাই করবি; কিন্তু বিচার করে নিবি আগে। -লোকনাথ ব্রহ্মচারী

১৫.
আমার দান ছড়ানো পড়ে আছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। -লোকনাথ ব্রহ্মচারী

১৬.
গরজ করবি, আহাম্মক হবি না। ক্রোধ করবি, ক্রোধান্ধ হবি না। -লোকনাথ ব্রহ্মচারী

১৭.
মানসিক দু:খ, সন্তোষের অভাব, মনের ক্ষোভই অসন্তোষের ফল। -লোকনাথ ব্রহ্মচারী

১৮.
সর্বদায় আনন্দে থাক। আনন্দে থাকাই শ্রীভগবানকে নিয়ে থাকা। -লোকনাথ ব্রহ্মচারী

১৯.
দু:খ দরিদ্রতায় ভরা সমাজের দু:খ করার জন্য সর্বদা চেষ্টা করবি। -লোকনাথ ব্রহ্মচারী

২০.
শাসন করতেও পারি, আবার ধূলো ঝেড়ে বুকে তুলে নিতেও আমি। -লোকনাথ ব্রহ্মচারী

২১.
যে কারণে মোহ আসে, তা যদি জানা থাকে, আসতে না দিলেই হয়। -লোকনাথ ব্রহ্মচারী

২২.
গুরু কে? গুরু স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ছাড়া কেউ গুরু হতে পারে না। -লোকনাথ ব্রহ্মচারী

২৩.
ওরে তোরা কি ভাবিস আমি চাই তোরা দু:খ পাস, রোগ যন্ত্রণা ভোগ করিস? -লোকনাথ ব্রহ্মচারী

২৪.
যে যখন আপদে-বিপদে আমার স্মরণ নেবে, সে ক্ষণেই আমার কৃপালাভ করবে। -লোকনাথ ব্রহ্মচারী

২৫.
যে তার মন-প্রাণ আমাকে দিতে পেরেছে, আমি তারই হয়ে গেছি, তার কাছে ঋণী। -লোকনাথ ব্রহ্মচারী

২৬.
বিষয়, ভোগ-বাসনাই দুঃখের বা তাপের কারণ। বাসনা নাই যার, তাপও নাই তার। -লোকনাথ ব্রহ্মচারী

২৭.
আমার উপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে, ততই তোদের সর্ব অভীষ্ট সফল হবে। -লোকনাথ ব্রহ্মচারী

২৮.
তোরা আমার ছাড়া নস, এই ভাবটি ভুলিস না। আমি তোদের মধ্যেই আছি থাকবো। -লোকনাথ ব্রহ্মচারী

২৯.
ওরে, কোথায় যাব বল। পূর্ণ থেকে পূর্ণ গেলে যে পূর্ণই অবশিষ্ট থাকে। তিনি যে পূর্ণ। -লোকনাথ ব্রহ্মচারী

৩০.
রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পরবে আমাকে স্মরণ করো আমিই রক্ষা করব। -লোকনাথ ব্রহ্মচারী

লোকনাথ ব্রহ্মচারীর বাণী: দুই>>

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

…………………………..
আরো পড়ুন:
লোকনাথ ব্রহ্মচারীর বাণী: এক
লোকনাথ ব্রহ্মচারীর বাণী: দুই
লোকনাথ ব্রহ্মচারীর বাণী: তিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!