কাহলিল জিবরানের বাণী
তোমাদের ধনসম্পত্তি থেকে
যখন তোমরা কিছু দান করো
তখন সামান্যই দাও।
যখন তোমরা
তোমাদের নিজেদেরকে দাও
তখনই সত্যিকার কিছু দাও।
-কাহলিল জিবরান
তোমার যা কিছু আছে সবইতো একদিন দিতে হবে।
অতএব, এখনই দাও, দেওয়ার কাল তাহলে তোমারই হবে,
তোমার উত্তরসূরীদের না তোমরা প্রায়ই বলো,
আমি দেবো, কিন্তু কেবলমাত্র যোগ্য ব্যক্তিকে দেবো।
-কাহলিল জিবরান
প্রথমে দ্যাখো তোমরা দাতা হবার যোগ্যতা অর্জন করেছো কি-না,
দান করার একটা হাতিয়ার হয়ে উঠছো কি-না।
কারণ, যথার্থই, জীবন দান করে জীবন,
আর তোমরা যারা নিজেদেরকে দাতা মনে করো তোমরা আসলে শুধু সাক্ষী।
-কাহলিল জিবরান
………………………
আরো পড়ুন-
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : এক
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : দুই
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : তিন
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : চার
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : অন্যান্য
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….