মাওলানা রুমির বাণী: প্রেম
১.
প্রেম হলো খোদার অনন্ত মহাসাগর।
২.
সমস্তটা হলো প্রেম, আমরা হলাম তার ভগ্নাংশ।
৩.
যা দিয়ে সকল দরজা খোলা যায় তার নাম প্রেম।
৪.
সৃষ্টির কারণ পরম সুন্দরের প্রকাশ, বাসনা বা প্রেম।
৫.
সকল ধর্মেই প্রেম আছে কিন্তু প্রেমের কোন ধর্ম নেই।
৬.
প্রেম হচ্ছে সেই জিনিস যখন স্রষ্টা বলেন, আমি সবকিছুই তোমার জন্য বানিয়েছি।
আর উত্তরে তুমি বল, আমি সবকিছুই তোমার জন্য ত্যাগ করেছি।
৭.
হৃদয় হলো অসংখ্য তারের বীন, তা কেবল প্রেম দিয়ে বাজানো যায়।
৮.
যে হৃদয় ভরপুর প্রেমের আগুনে তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে।
৯.
প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।
১০.
স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।
১১.
সৃষ্টিকর্তার প্রেমে আপন আত্মা খুইয়ে দাও, বিশ্বাস কর; এ ব্যতীত কোন পথ নেই।
১২.
তুমি স্রষ্টার প্রেমে পাগল হয়ে যাও, সমস্ত সৃষ্টি তোমার সেবা করার জন্য পাগল হয়ে যাবে।
১৩.
তুমি স্রষ্টার প্রেমে পাগল হয়ে যাও, সমস্ত সৃষ্টি তোমার সেবা করার জন্য পাগল হয়ে যাবে।
১৪.
বিরহ ব্যথায় যাদের হৃদয় বিদীর্ণ, আমার প্রেম ব্যথা প্রকাশের জন্য এমন চূর্ণ বিচূর্ণ হৃদয়ই প্রয়োজন।
১৫.
প্রেম কোন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না, প্রেম অসীম সাগরের মত, যার কোন প্রারম্ভ বা সমাপ্তি নেই।
১৬.
সুফিগণ প্রেমিক, ধৈর্যই তাঁদের পোষাক। তাঁরা জানেন যে, পূর্ণিমার আলো দিতে চাঁদকে পূর্ণ হতে সময় লাগে।
১৭.
যেদিন তোমার প্রেম আমায় স্পর্শ করব সেদিন আমি এতোটাই উম্মত্ত হবো যে, সকল উম্মাদ ও আমা হতে পালাবে।
১৮.
খোদার বন্ধুর প্রতি প্রেম যে অন্তরে নাই, লক্ষবার মুমিন হও তুমি কিন্তু সত্যিকারের ইমানই অর্জন করতে পারনি।
১৯.
এমনকি বসন্তে অস্তিত্ব লাভ করা বস্তুও শরতের শেষে এসে ক্ষয়ে যায়; কিন্তু, প্রেম! সে তো কোন নির্দিষ্ট মৌসুমের নয়।
২০.
যদি তুমি চাঁদের প্রত্যাশা কর, তবে রাত থেকে লুকিয়ো না। যদি তুমি একটি গোলাপ আশা কর, তবে তার কাঁটা থেকে পালিয়ো না, যদি তুমি প্রেমের প্রত্যাশা করো, তবে আপন সত্ত্বা থেকে হারিও না।
২১.
কোনো ব্যক্তিকেই পরিপূর্ণ জ্ঞানী ভেবো না। যদিও সে বহু সম্মানিত বলে বিবেচিত হয়। ইবিলিস শয়তানের ঘটনা থেকে শিক্ষা অর্জন কর। ইবলিশের অগাধ জ্ঞান ছিল, কিন্তু তার প্রেম খাঁটি ছিল না। সে নবী আদমকে মাটির টুকরো ছাড়া আর কিছুই ভাবতে পারেনি।
………………………
আরো পড়ুন:
মাওলানা রুমির বাণী: এক
মাওলানা রুমির বাণী: দুই
মাওলানা রুমির বাণী: তিন
মাওলানা রুমির বাণী: চার
মাওলানা রুমির বাণী: প্রসঙ্গ প্রেম
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….