১.
হায়াতুল মুরসালিন বলে
কোরানেতে লেখা দেখি
দীনের রাসুল মারা গেলে
কেমন করে দুনিয়ায় থাকি।।
২.
দরবেশ সিরাজ সাই কয় অবোধ লালন
রাসুল চিনলে আখের পাবি।।
৩.
জন্ম যাহার এই মানবে
ছায়া তার পড়ে না ভূমে
দেখ দেখি তায় বর্তমানে
কে এলো এই মদিনায়।।
৪.
আহাম্মদ নাম লিখিতে
মিম হরফ হয় নফি করতে
সিরাজ সাই কয় লালন তাতে
কিছু নজির দেখায়।।
৫.
রাসুলকে তা চিনতে নারে
রাসুল পয়দা হলেন আল্লার নূরে।।
৬.
নয়নে না দেখলাম যারেরে, কি মতে ভজিব তারে,
নীচের বালু না গনিয়ে আকাশে ধরছ অন্ধকারে।।
৭.
ভেবে দেখরে আমার, রাসুল যার কান্ডারী এই ভবে
ভন নদীর তুফানে তার কি নৌকা ডোবে।।
৮.
ভুলনা মন কারো ধোকায়, চড় এই তরিকার নৌকায়,
ভবনদীর তুফানের দ্বায়, বাঁচবি তবে।।
৯.
মুখে পড় রে সদায় লা ইলাহা ইল্লাল্লা
আইন ভেজিলেন রাসূলউল্লা॥
১০.
লা ইলাহা নফি সে হয়
ইল্লাল্লা সেই দীন দয়াময়,
নফি এজবাত যাহারে কয়
সেহি তো এবাদত উল্লা॥
১১.
দিবানিশি থেকো সবরে বা-হুসিয়ারী
রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। লেখাতে ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক একটি ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র খুজে পাওয়া যায় না।