ভবঘুরেকথা
ফকির লালন

ফকির লালনের বাণী : সিদ্ধিদেশ

৪০১.
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয়
রাগের তালা খুলে সে রূপা দেখতে পায়।

৪০২.
অনুরাগীর করণ, বিধি বিস্মরণ
লীলা নিত্যপুরে রাগের ধারা।

৪০৩.
আছে রূপের দরজায়, শ্রীরূপ মহাশয়
রাগের তালাচাবি তাঁর হাতে সদাই।

৪০৪.
শ্রীরূপ অনুগত যে হবে, তালা চাবি পাবে
লালন বলে অধর ধরেছে তারা।

৪০৫.
স্বরপের ঘরে অটলরূপ বিহারে
চেয়ে দেখ না তোরা,
ফনি মণি জিনি রূপের বাখানি
আছে দুইরূপে একরূপ হল করা।

৪০৬.
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই
সেই রূপের নিত্যলীলা নাই।

৪০৭.
যে জন পঞ্চতত্ত্ব যজে লীলারূপে মজে
সেই জানে রসিক রাগের ধারা।

৪০৮.
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয়
রাগের তালা খুলে সে রূপা দেখতে পায়।

৪০৯.
অনুরাগীর করণ, বিধি বিস্মরণ
লীলা নিত্যপুরে রাগের ধারা।

৪১০.
আছে রূপের দরজায়, শ্রীরূপ মহাশয়
রাগের তালাচাবি তাঁর হাতে সদাই।

৪১১.
শ্রীরূপ অনুগত যে হবে, তালা চাবি পাবে
লালন বলে অধর ধরেছে তারা।

৪১২.
এ কিরে সাঁইয়ের আজব লীলে
আমার বলতে ভয় হয়রে দেলে।

৪১৩.
আপনি নিরঞ্জনস মণি
আপনি কুদরতের ধনী।

৪১৪.
কেবা তাঁর দোসর, পায় সে খবর
খোদার অঙ্গ কে খণ্ড করিলে।

৪১৫.
নূর টলে হলো নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কী প্রকার।

৪১৬.
দেখলো কি স্বপ্ন, হলো সে মগ্ন
কোনরূপ দেখে নিরঞ্জন ভোলে।

৪১৭.
দেখে সেই আজব সুরত
আপনি খুশি হলেন পাকজাত।

৪১৮.
ভেবে কয় লালন, সে হয় কোনজন
কারে দেখলেন সাঁই নয়ন খুলে।

৪১৯.
তোরা দেখ নারে মন দিব্য নজরে।
চারি চাঁদে দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে।

৪২০.
হলে সে চাঁদের সাধন
অধর চাঁদ হয় দরশন হয়রে।

৪২১.
সে চাঁদেতে চাঁদের আসন
রেছেছে ঘিরে।

৪২২.
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়া দেওয়া।

৪২৩.
জমিনেতে ফলছে মেওয়া
ঐ চাঁদের সুধা ঝরে।

৪২৪.
নয়ন চাঁদ প্রসন্ন যাঁর
সকল চাদ দৃষ্ট হয় তার হয়রে।

৪২৫.
অধীন লালন বলে বিপদ আমার
গুরুচাঁদকে ভুলে।

৪২৬.
মরিবে এক বেহাত বেটা
হাওয়ায় ফাঁদ পেতেছে।

৪২৭.
দেখলেরে চমৎকার প্রাণ বাঁচা ভার
সেই ফাঁদে যে পরেছে।

৪২৮.
কী বলবো সেই ফাঁদের কথা
কাক মারিতে কামান পাতা
আরম্ভ করেছে।

৪২৯.
ব্রহ্মা, বিষ্ণু, নর নারায়ণ
সেই ফাঁদে বেধেছে।

৪৩০.
পাতিয়ে সে ফাঁদের চোয়া
বেহাত বেটা দিচ্ছে খেয়া
লোভের চার খাটায়ে।

৪৩১.
কতো কামী লোভী পরেছে ধরা
চার খাইবার আশে।

৪৩২.
সিরাজ সাঁইর হক্কের বচন
জন্মমৃত্যুর ফাঁদরে লালন
এড়াবি তুই কিসে।

৪৩৩.
যে জন জ্যান্তে মরে খেলতে পারে
সেই যাবে বেঁচে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!