ভবঘুরেকথা
ফকির কাশেম আলী চিশতী

২০১
ডুব দিলে, বা’জান! আর ঢেউ থাকে না।

২০২
এজিদ-যার যার ভিতরের জিদ-ই, তার এজিদ।
এজিদারে বধ কর।

২০৩
নিজেরে নিজে মাফ কইরা দাও।
তইলে আর মাফ চাওন লাগবো না।
ক্ষ্যামা আদি, ক্ষ্যামা কূল; ক্ষ্যামা রাখে জাতিকূল।

২০৩
আউযু বিল্লাহি মিনাশ্ শাইত্বানির রাজীম।
শয়তানরে রাজী কইরা, বশ কইরা রাখতে অয়।

বিসমিল্লাহির রহমানির রাহীম।
বিসমিল্লা’য় বিশ্বের খবর।

২০৪
এক পাগল জগতের সাঁই।
-সে বিনে আর পাগল নাই।

বাবারে, পাগলেও যদি জ্ঞানের কথা কয়;
-লইয়া লইও।

পাগলের ভঙ্গী’র অভাব নাই।

২০৫
বাবারে!
হেইডা কিন্তু এই দেশ না।
হেই দেশে কোন ধার-কর্জ চলে না।
হেই দেশে গেলে কেউ, ফিরা আইয়ে না।
আইলেও, কইতে পারে না।

২০৬
চিন দেশে যাইতে অইলে,
চিনা লোকের সঙ্গ কর।

২০৭
বাবারে, আমরা একটা মদ খাই।
এই মদের নাম নিজামত-নিজের মত।
নিজের মত, নিজে খাইয়া ফেলো।
নিজামত খায়্যা মাতাল হোগায়া তো,
ও বাত সহি হোগা।
আভি ঘাবড়াও মাত।
ইয়াদ রাখো। ঠিকছে পাকড়ো।
আভি খোদা মিল যায়েগা।

২০৮
মন্দ থেইক্যা মইরা যাও। এরেই কয় জ্যান্তে মরা।

আছে না, আছে না। সবার ভেতর মন্দ, আছে না!
মন্দরে আশ্রয় দিয়া রাখতে অয়। মন্দরে একটু
জাগাইয়া এইডার power অনুযায়ী এইডারে দমন
কইরা রাখতে অয়।

২০৮
রাজত্ব কর, রাজ্য ভাব ছাইড়া।

২০৯
খাইতে জানলে, মরে না।
বইতে জানলে, লড়ে না।

২১০
লেখা থাকলে, দেখা হয়।

২১১
হুকুম হইয়্যা গ্যাছে, বাস্তবায়ন হইতে সময় লাগে।

২১২
ভিতরে আছে দেইখ্যাই,
বাইরে দেখি।

২১৩
অসীম ভাবলে, অসীম হবি।
সসীমে কাল কাটাবি।

২১৪
হিযরত না করলে, হযরত হওয়া যায় না।

২১৫
আশেকান-আশায় থাকে,
জাকেরান-জাগ্রত থাকে;
ফিকিরান-ফিকির করে;
মুরীদান-মন্দ থাইক্যা মইরা গেছে যে।

আশেকের দরজা বড়।

২১৬
খাইলে নেয়ামত,
মরলে কেয়ামত;
সবার লাইগ্যা না-
তবে, আমার লাইগ্যা।

২১৭
গান গায়-ফেদু,
শোনে-চোদু;
বুঝ করে-সাধু।

২১৮
নাসুত, লাহুত; মালকুত; জবরুত;
চার মোকামে খেলছে মা’বুদ।
লা’ মোকামে আছে মাবুদ,
মুর্শিদ ধইরা জানতে হবে।

২১৯
শরীয়ত, তরীক্বত, হাকীক্বত, মারেফত-সবার আগে খাছলত।

২২০
পরিচ্ছন্নতা -দেহগত।
পবিত্রতা -অন্তরগত।

হৃদয় মাঝে ফিদা হয়,
নিত্যানন্দ উদয় হয়।

২২১
এক রাগে(অনুরাগ) বাদশাহ।
আরেক রাগে(ক্রোধ) ব্যবসা(বেশ্যা)।

বাদশাহ’র পোলা’ই বাদশাহ অয়।

২২২
ইমাম-ই ঈমান।
ইমাম হইল মূল্যমান।

২২৩
মা’র পোলা অইলে, আইও।
বান্দী’র পোলা অইলে, ভাইগ্যা যাও।
বাপের পোলা অইলে, মিল্যা থাক।

২২৪
তুমি-আমি দু’য়ের মাঝে,
কে স্বাধীন? কে পরাধীন?!

২২৫
দেহ তরী, বাইলে তরি; নইলে মরি।
ঝড়ি-তুফান আইলে, নাও’ডা খাড়িতে রাখ।
তুফান শ্যাষে জোয়ারের তালে উজান বাইয়া যাও।
দেহ তরী, বাইলে তরি; নইলে মরি।

<<ফকির কাশেম আলী চিশতীর বাণী : তিন ।। ফকির কাশেম আলী চিশতীর বাণী : অন্যান্য>>

………………………
আরো পড়ুন-
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : এক
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : দুই
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : তিন
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : চার
ফকির কাশেম আলী চিশতী কাদ্দসাল্লাহ সের্রুহু’র বাণী : অন্যান্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!