১.
যে পিতা সেই তো পতি
গঠলেন সাঁই আদম ছবি
কে বোঝে তার কুদরতি
কেশের আরে পাহাড় লুকায়।।
২.
ধরাতে সাঁই সৃষ্টি করে
ছিলেন সাঁই নিগুম ঘরে
লালন বলে সেহি দ্বারে
জানা যায় সাঁইয়ের নিগূঢ় পরিচয়।।
৩.
অজান খবর না জানিলে কিসের ফকিরি।
৪.
যে নূরে নূর নবি আমার
তাহে আরশ বাড়ি।।
৫.
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর,
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঝলক দিচ্ছে তারি।।
৬.
আকার বলিতে খোদা
শরায় নিষেধ আছে সদা
আকার বিনে নূর চুয়ায়
প্রমাণ কী গো তার।।
৭.
জাত ইলাহি ছিল জুতে
কীরূপ সে এল ছিফাতে
লালন বলে নূর চিনিলে
ঘোচে ঘোর আঁধার।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। লেখাতে ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক একটি ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র খুজে পাওয়া যায় না।