পঞ্চতত্ত্ব সম্পর্কিত জ্ঞান না থাকলে ব্রহ্মাণ্ডকে অনুধাবন করা যাবে না বলে অনেক সাধক স্পষ্ট করেই বলেন। বলা হয়ে থাকে, সৃষ্টিতেই স্রষ্টার ভাব নির্হিত। তাই সৃষ্টিকে বুঝতে পারলেই স্রষ্টারকে যৎকিঞ্চিৎ অনুধাবণ করা গেলেও যেতে পারে। এই পঞ্চতত্ত্ব নিয়েই এই ক্ষুদ্র আলোচনা সংগ্রহ-