দিব্যধাম আখড়ায় ৩৩তম গুরুবার্ষিকী সাধুসঙ্গ
সাধুগুরু বৈষ্ণব সর্বচরণে পাপীর মস্তকদন্ডবৎ
সুধি,
মহাত্মা ফকির লালন সাঁইজির নাম আশ্রয়ই জীবের ভরসা। তারই গীতজ্ঞান সুধায় শিক্ত হওয়ার আশায় ‘দিব্যধাম’ আখড়ায় ‘লালন স্মরণোৎসব’ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে আসছে ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ মোতাবেক ৬ ও ৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ রোজ শনি ও রবিবার দিব্যধাম আশ্রমের ৩৩তম গুরু বার্ষিকীর শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে।
সাধুসঙ্গে দেশবরেণ্য সাধুগুরুগণ ও বাউল শিল্পীরা উপস্থিতি থাকবেন। সাধুসঙ্গে আপনি/আপনারা স্ববান্ধব আমন্ত্রিত।
বিনয়াবনত-
রওশন শাহ ফকির
মা বেলো ফকিরানী
ঘোড়ামারা, কুষ্টিয়া, বাংলাদেশ।
সময়:
অনুষ্ঠান শুরু হবে-
শনিবার দুপুর ৩:০০টা।
১৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
স্থান:
দিব্যধাম আশ্রম
ঘোড়ামারা, দৌলতপুর
কুষ্টিয়া, বাংলাদেশ।
আয়োজন ও আমন্ত্রণে:
রওশন শাহ ফকির
ও মা বেলো ফকিরানী
প্রয়োজনে:
০১৭৭২৪২৭৭১৫
অনুষ্ঠান সূচি:
১৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ : ৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
রোজ শনিবার
দুপুর ৩:০০-৪:০০ সাধুগুরু বৈষ্ণব আগমন।
দুপুর ৪:০০-৪:৩০ আসন গ্রহণ ও অধিবাস ও ডুগির মহড়া।
বিকেল ৫:০০-৫:৩০ দীন ডাকা।
সন্ধ্যা ৫:৩০-৭:০০ গুরু কর্ম।
সন্ধ্যা ৭:০০-৮:০০ সমবেত কণ্ঠে ভক্তের মিনতি ( বাদ্যযন্ত্রহীন)
সন্ধ্যা ৮:০০-৮:৩০ পঞ্চপ্রদীপ প্রজ্বলন, দীন ডাকা ও চা মুড়ি সেবা।
রাত ৮:৩০-৯:৩০ সাধুগুরুগণের দৈন্য গান পরিবেশন।
রাত ৯:৩০-১১:৩০ সাঁইজির কালাম পরিবেশন।
রাত ১১:৩০-১:৩০ অন্যান্য সাধক ও শিল্পী ভক্তদের সঙ্গীত পরিবেশন।
রাত ২:০০ টা অধিবাস সেবা।
২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ : ৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
রোজ রবিবার
ভোর ৫:০০ গোষ্ঠলীলা।
সকাল ৭:০০-৭:৩০ গুরু কর্ম।
সকাল ৭:৩০-৯:৩০ বাল্যসেবা।
সকাল ৯:৩০-১২:০০ সাঁইজির কালাম ও গুরু শিষ্য মিলন তত্ত্ব গান।
দুপুর ১২:০০- ১২:৩০ বিরতি।
দুপুর ৩:০০ পুণ্যসেবা।
দুপুর ৪:০০ সাধু বৈষ্ণব বিদায়।
সংগীত পরিবেশন করবেন:
কুষ্টিয়া-মেহেরপুরেসহ দেশের
প্রবীণ সাধুগুরু ও বিশিষ্ট শিল্পীবৃন্দ
যাতায়াত :
ঢাকা থেকে (বাস যোগে)
সরাসরি বাসে (যমুনা সেতু দিয়ে)
গাবতলী, কল্যাণপুর ও সায়দাবাদ থেকে বাসে করে কুষ্টিয়ার বাসে উঠতে হবে। নামতে হবে ভেড়ামারা বাসস্ট্যান্ডে। সেখান থেকে অটোতে করে ঘোড়ামারায় এসে যে কাউকে রওশন ফকিরের দিব্যধাম আশ্রমের কথা বললেই দেখিয়ে দিবে।
বাস (পদ্মা পারাপার)
গাবতলী থেকে পাটুরিয়া ঘাট। সেখান থেকে লঞ্চ, স্প্রীডবোর্ড বা ফেরীতে করে পদ্মা পাড়ি দিয়ে ঐপার থেকে বাসে করে কুষ্টিয়া মজমপুর গেট। ঢাকা একশত পঞ্চাশ টাকা। সেখান থেকে ভেড়ামারাগামী বাসে করে ভেড়ামারা বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে অটোতে করে রওশন ফকিরের দিব্যধাম আশ্রম।
ট্রেন সার্ভিস
পাটুরিয়া দিয়ে পদ্মা পাড়ি দিয়ে দুপুর দুইটার সময় ধরতে পারেন রাজশাহী গামী ট্রেন মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেসে করে নামতে হবে ভেড়ামারা স্টেশনে। সেখান থেকে ভ্যান বা অটোতে করে রওশন ফকিরের দিব্যধাম আশ্রম।
এছাড়া ঢাকা থেকে যেকোনো কুষ্টিয়াগামী ট্রেনে করে আসলে নামা যাবে ভেড়ামারা স্টেশনে।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)>>
…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)