ভবঘুরেকথা
ফর্সা হাজী স্মরণে

সুধি,
আসছে ৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ/২২ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বিশিষ্ট সাধক হযরত ফর্সা হাজী (র:) এর ৫২তম মৃত্যু বার্ষিকীতে লালন সাঁইজির গানের আয়োজন করা হয়েছে। সারারাতব্যাপী সাঁইজির গান পরিবেশন করবেন দেশের স্বনামধন্য লালন গানের শিল্পীরা।

গুরুবাদী সকল ভক্ত-আশেকান-অনুরাগী-অনুসারীদের নিমন্ত্রণ।

করোনা অতিমারির কারণে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। সকলকে মাস্ক পড়ে আসবার বিশেষ অনুরোধ করা হলো।

জয় হোক
জয়গুরু।।

নিবেদক-
বাবু দুলাল চন্দ্র
সাধারণ সম্পাদক
মাজার পরিচালনা কমিটি

স্থান:
হযরত ফর্সা হাজী (র:)-এর মাজার
শ্রীরামপুর (উপজেলা আওয়ামীলীগ সভাপতি,
জনাব আফজাল হোসাইন সাহেবের বাড়ির পিছনে)
রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।

তারিখ:
বাদ এশা
৮ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ।
২২ জানুয়ারি ২০২১ খিস্টাব্দ।

অনুষ্ঠানসুচি:
দেশের স্বনামধন্য শিল্পীদের রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন।

আমন্ত্রিত অতিথি:
সভাপতি

বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন
সভাপতি, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ

প্রধান অতিথি
জনাব জি এম তালেব হোসেন
সভাপতি (ভারপ্রাপ্ত), নরসিংদী জেলা আওয়ামীলীগ

বিশেষ অতিথি
সৈয়দ ফজলুর রহমান
সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ
যুব ও ক্রিড়া বিষয়ক উপকমিটি

আমন্ত্রিত শিল্পী-
সুমন ক্বারী
নরসিংদী, বাংলাদেশ।

সুমন দাস বাউল
খুলনা, বাংলাদেশ।

সুধাম সাধু
কুষ্টিয়া, বাংলাদেশ।

: যাতায়াত :
-ঢাকা থেকে-

বাস সার্ভিস:
ঢাকার গুলিস্তান/সায়দাবাদ/যাত্রাবাড়ি থেকে বাস দিয়ে সরাসরি নরসিংদী। নরসিংদী বাসস্ট্যান্ডে নেমে অটো বা সিএনজিতে করে শ্রীরামপুর রেলগেট। ১২কিলোমিটার রাস্তা। সেখানে নেমে যে কাউকে আফজাল হোসাইন সাহেবের বাসার কথা বললেই দেখিয়ে দিবে।

এছাড়া, সিলেট রোডে বারৈচা বাস স্ট্যান্ড নেমে সিএনজি করে শ্রীরামপুর রেলগেট। অথবা নরসিংদী ভেলানগর নেমে রিক্সায় আড়শিনগর গিয়ে সিএনজি/অটোতে শ্রীরামপুর রেলগেট।

গুলিস্তান থেকে তিশা পরিবহনে উঠলে সরাসরি নামা যাবে নরসিংদী ভেলানগর বাসস্ট্যান্ড। ভাড়া ১৫০টাকা।

ট্রেন সার্ভিস:
দুপুর ১টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে চট্টলা এক্সপ্রেস। চাইলে আপনি ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশন থেকেও ১:২০ মিনিটে উঠতে পারেন। নামতে হবে মেথিকান্দা স্টেশনে।

বিকাল ৫টায় তিতাস কমিউটার ট্রেন সরাসরি মেথিকান্দা যায় । কর্ণফুলি ট্রেনও মেথিকান্দা রেলস্টেশনে থামে। সন্ধ্যা ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনও মেথিকান্দা থামে।

এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেসও থামে মেথিকান্দা স্টেশনে। ঢাকার কমলাপুর থেকে ছাড়ে সকাল ১০:৪০মিনিটে। তবে কিশোরগঞ্জ এক্সপ্রেস শুক্রবার বন্ধ থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!