ভবঘুরেকথা
হায়দার বাবা

মজ্জুবে ছালেক কুতুবুুল আকতাব হযরত ইমাম গাজন্ফর হোসাইন মোহাম্মদ জুলফিকার হায়দার শাহ্ (রহ) এর ৭ম বার্ষিক ওরশ শরীফ।

মাহতারাম,
আগামী ২৬-২৭ ডিসেম্বর ২০২০ ইং, ১০ ও ১১ জমাদিউল আউয়াল রোজ শনি ও রবিবার মজ্জুবে ছালেক কুতুবুুল আকতাব হযরত ইমাম গাজন্ফর হোসাইন মোহাম্মদ জুলফিকার হায়দার শাহ্ (রহ)-এর ৭ম বার্ষিকী উপলক্ষ্যে ওরশ শরীফ আয়োজিত হবে।

তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে এই অতিমারির কালে সরকারী সাস্থবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করা হবে ওরশ শরীফ। উক্ত ওয়াজ, মিলাদ ও সামা মাহফিলে জাত ধর্ম নির্বিশেষে আপনারা সকলে আমন্ত্রিত।

২০১৪ইং সালের ১৩ই মার্চ (আরবি ১১ই জমাদিউল আউয়াল) প্রিয় হায়দার বাবা বাহ্যিক ভাবে আমাদের থেকে বিদায় নেন। সেই দিনের ভক্ত, আশেকানদের উদ্দাম সিক্ত ভালোবাসা, পুরো মাঠ কানায় কানায় পূর্ণতা, যে মাঠ কালের সাক্ষী হয়ে আছে, থাকবে।

শত সহস্র ভক্ত, আশেকানদের ভালোবাসা, উচ্ছ্বাস, চোখের জল সেদিন যেমন রোধ করা যায়নি, ঠিক তেমনি আজও, তিনি লোকান্তরিত হয়েও প্রতিটি ওরশ মোবারকের ভক্ত, আশেকানদের মিলন মেলায় যেন তারই উপস্থিতি।

আরজ গুজার
আশেকানে হায়দার শাহ্

বিশেষ সতর্কতা:
মাস্ক ব্যবহার করি, অপরজন, পরিজনকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করি।

সময়:
শনি ও রবিবার
২৬ ও ২৭ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।
১১ ও ১২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ।
১০ ও ১১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরী।

স্থান:
দরগাহ্ এ হায়দার শাহ্
ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর
৩১নং ওয়ার্ড, ঢাকা, বাংলাদেশ।

আয়োজনে:
আশেকানে হায়দার শাহ্
দরগাহ্ এ হায়দার শাহ্
মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ।

অনুষ্ঠান সূচি:
২৬ ডিসেম্বর (শনিবার)
রাত ১১:৫৫ মিনিটে রওজা মোবারক গোসল শরীফ ও বিশেষ দোয়া।

২৭ ডিসেম্বর (রবিবার)
বিশ্ব শান্তি কামনায় ও করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও শেষে তবারক বিতরণ।

যোগাযোগ :
তাজমহল রোড, ঈদগাহ্ সংলগ্ন মাঠ,
মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ।
০১৬৮২ ৪৯৬৩০৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!