ভবঘুরেকথা

রবীন্দ্রনাথ ঠাকুর

তোরা শুনিস নি

তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি, ওই যে আসে, আসে, আসে। যুগে যুগে পলে পলে দিনরজনী সে…

যদি এ আমার হৃদয়দুয়ার

যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥ যদি…

তোমার সুর শুনায়ে

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়- জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার…

সুরের আগুন লাগিয়ে দিলে

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সব খানে॥ যত সব মরা গাছের ডালে ডালে…

ঘোরা রজনী

ঘোরা রজনী, এ মোহঘনঘটা– কোথা গৃহ হায়। পথে ব’সে।। সারাদিন করি’ খেলা, খেলা যে ফুরাইল– গৃহ চাহিয়া প্রাণ কাঁদে।। ……………………..…

তাঁহার আনন্দধারা

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে, এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে।। সে আনন্দে উপবন বিকশিত অনুক্ষণ, সে আনন্দে ধায় নদী…

আমরা যে শিশু অতি

আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন– পদে পদে হয়, পিতা, চরণস্খলন।। রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে। কেন হেরি মাঝে…

এ জন্মের লাগি

এ জন্মের লাগি তোর পাপমূল্যে কেনা মহাপাপভাগী এ জীবন করিলি ধিক্‌কৃত। কলঙ্কিনী ধিক্‌ নিশ্বাস মোর তোর কাছে ঋণী। তোমার কাছে…

কাঁদিতে হবে রে

কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা, জীবনে পাবি না শান্তি। ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র-আঘাতে। …………………. রাগ: শঙ্করা তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ):…

কী করিয়া সাধিলে

কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত কহো বিবরিয়া। জানি যদি প্রিয়ে, শোধ দিব এ জীবন দিয়ে এই মোর পণ॥ তোমা লাগি…
error: Content is protected !!