কাশেম বাবার ১৫তম ওরশ ও ১৩তম ওফাত বার্ষিকী
সুধি,
মহাত্মা ফকির কাশেম আলী চিশতী কাদ্দাসাল্লাহ সের্রূহু কর্তৃক প্রতিষ্ঠিত তৌহীদের পাঠশালার ১৫তম ওরশ মাহফিল এবং হযরতের ১৩তম ওফাত বার্ষিকী আগামী ১১-১৩ রজব ১৪৪১ হিজরি, যথাক্রমে ৭-৯ মার্চ ২০২০ ইংরেজি থেকে তৌহিদের পাঠশালা প্রাঙ্গণে ভক্তবৃন্দের নিবেদনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাশেম সাইজীর প্রেমের ফল্গুধারা ও রুহানী ফায়জ বরকতে সিক্ত হতে আত্মার এ মিলনমেলায় সকল গুরুভক্ত আত্মার প্রতি ভক্তবৃন্দের পক্ষ হতে সাদর আমন্ত্রণ রইল।
বিনয়াবনত-
আলী আরিফ আকবর
তৌহিদের পাঠশালা
কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
সময়:
শনিবার-সোমবার
১১-১৩ রজব ১৪৪১ হিজরি
৭-৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।
স্থান:
তৌহিদের পাঠশালা প্রাঙ্গণ
নতুনচর, খাড়াকান্দি,
কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
আয়োজনে:
কাশেম বাবার ভক্তবৃন্দ
তৌহিদের পাঠশালা
কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
: অনুষ্ঠান সূচি :
[মূল অনুষ্ঠান]
১১ রজব ১৪৪১ হিজরি/৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
শনিবার
বাদ যোহর: ১৫তম ওরশ মাহফিলের শিন্নি বিতরণ।
১৩ রজব ১৪৪১ হিজরি/৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
সোমবার
সকাল ১১:০০টায়: ১৩তম ওফাত বার্ষিকীর শিন্নি বিতরণ।
[অন্যান্য অনুষ্ঠান]
৬ মার্চ রাত ২০২০ খ্রিস্টাব্দ
শুক্রবার: ভক্তগদের ভক্তিগীতি পরিবেশনা।
৭ মার্চ রাত ২০২০ খ্রিস্টাব্দ
শনিবার: রাতে স্থানীয় বাউল ও বয়াতীদের গান পরিবেশনা।
৮ মার্চ রাত ২০২০ খ্রিস্টাব্দ
শনিবার: সন্ধ্যায় কাওয়ালী, রাতে মুরশীদি গান পরিবেশনা।
৯ মার্চ রাত ২০২০ খ্রিস্টাব্দ
রবিবার: রাতে ‘গুরু-শিষ্য’ পালাগান পরিবেশনা।
: যাতায়াত :
-ঢাকা থেকে-
বাস সার্ভিস
ঢাকার যে কোনো স্থান থেকে কেরাণীগঞ্জগামী বাসে চেপে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে কদমতলী মোড়ে নামতে হবে। পল্টন, গুলিস্তান, নয়াবাজার থেকেও কেরাণীগঞ্জগামী বাসে উঠা যায়। কদমতলী নেমে সেখানে থেকে রাস্তা পার হয়ে সিএনজিতে করে রামেরকান্দি যেতে হবে। রামেরকান্দির বোর্ড নামক মোড়ে নেমে আবার রাস্তার পার হয়ে অটো বা সিএনজিতে করে যেতে হবে খাড়াকান্দি বাজার। খাড়াকান্দি বাজারে নেমে রিক্সা করে তৌহিদের পাঠশালা।
এছাড়া মোহাম্মদপুর বেড়ীবাঁধ থেকে ট্যাক্সিযোগে কলাতিয়া আসতে পারেন। কলাতিয়া থেকে ট্যাক্সিতে খাড়াকান্দি মাদ্রাসা বাজার। বাজার হতে রিক্সায় নতুনচর তৌহীদের পাঠশালা।
ম্যাক্সি সার্ভিস
ঢাকার গুলিস্তানের সুন্দরবন মার্কেট অর্থাৎ ফুলবাড়িয়া মোড়ের বিপরীত পাশ থেকে নীল রঙের ম্যাক্সি সার্ভিস আছে। সেগুলোতে উঠলে আপনি সোজা নামতে পারবেন রামেরকান্দি। যদিও একটু চাপাচাপি করে বসে যেতে হবে। যাত্রী ভরে গেলেই ছেড়ে যায়।
রাত আটটা পর্যন্ত এই সার্ভিস পাবেন। রামেরকান্দি পর্যন্ত ভাড়া ৩৫টাকা। তবে রাত আটটার পরেও গাড়ি পাওয়া যায় কিন্তু তখন ভাড়া বেড়ে যায়।
আর রামেরকান্দি বোর্ড নামক মোড়ে নেমে আবার রাস্তার পার হয়ে অটো বা সিএনজিতে করে যেতে হবে খাড়াকান্দি বাজার। খাড়াকান্দির ভাড়া ২০টাকা। চাইলে আপনি এই পথটুকু ইঞ্জিনচালিত রিক্সাতেও যেতে পারেন। সেক্ষেত্রে সিএনজি বা অটোর যাত্রা ভরা পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
খাড়াকান্দি বাজারে নেমে রিক্সা করে তৌহিদের পাঠশালা। যে কোনো রিকসাকে বললেই হবে তৌহিদের পাঠশালা যাবো। ভাড়া ২০/৩০টাকা। আর কিছু সময় অপেক্ষা করল অটো পেতে পারেন। অটোর ভাড়া ১০টাকা।
……………………………………………
কাশম বাবা সম্পর্কে জানতে আরোপড়ুন :
কাশেম বাবার বাণী :এক
কাশেম বাবার বাণী :দুই
কাশেম বাবার বাণী : তিন
কাশেম বাবার বাণী :চার
কাশেম বাবার বাণী :অন্যান্য