ভবঘুরেকথা
চাণক্য

চাণক্য বাণী : দুই

২২.
যার স্ত্রী অসতী, বন্ধু প্রতারক ও ভৃত্য অবাধ্য, গৃহে তার সাপের বাস, অতএব মৃত্যু তার অনিবার্য।

২৩.
সন্তানহীন গৃহ শূণ্য, ঘনিষ্ঠ আত্মীয়বর্গ ছাড়া ব্যক্তির দশদিক শূণ্য, মূর্খ ব্যক্তির হৃদয় শূণ্য আর এসব শূণ্যতার সম্মিলিত রূপই হলো দারিদ্রতা।

২৪.
জ্ঞান ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে কোনো তুলনা চলে না। রাজা শুধু তার নিজ রাজ্যে সম্মানিত, কিন্তু জ্ঞানী ব্যক্তি সর্বত্র সম্মানিত।

২৫.
দূর থেকে কোনো সুন্দর দীর্ঘ পোশাক পরা মূর্খ ব্যক্তিকেও ততক্ষণই ভালো দেখায়, যতক্ষণ সে কথা না বলে।

২৬.
একটি উৎকৃষ্ট বৃক্ষের পুষ্প যেমন এর সুবাস দিয়ে সমগ্র বনকে সুবাসিত করে, তেমনি একজন সুপুত্রও সমস্ত পরিবারের মহিমা বৃদ্ধি করে।

২৭.
শুধু ইচ্ছা করার মাধ্যমে কার্যসিদ্ধ হয় না, হয় প্রচেষ্টার মাধ্যমে। আহার হিসেবে কোনো ঘুমন্ত সিংহের মুখে বনের প্রাণীরা আপনা-আপনিই প্রবেশ করে না।

২৮.
যদি পারমার্থিক উন্নতি চান, তবে ভাবা উচিৎ, মৃত্যু নিকটে কিন্তু যদি জড়-জাগতিকভাবে সুখি হতে চান, তবে ভাবা উচিত, আপনি কখনই মৃত্যুবরণ করবেন না।

২৯.
মহৎ ব্যক্তিদের আচরণ কী বিস্ময়কর। ধন-সম্পদকে তারা তেমন গ্রাহ্যই করেন না, কিন্তু একে তারা দায়ভার হিসেবে গ্রহণ করে।

৩০.
ব্যক্তির জড় দেহ ও সদগুণের মধ্যে পার্থক্য বিস্তর, জড় দেহটি চোখের পলকেই ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু খ্যাতি বা সুনাম চিরকাল থাকে।

৩১.
যে স্থানে মহাজন, জ্ঞানী ব্রাহ্মণ, রাজা, নদী ও চিকিৎসক নেই, সে স্থানে একদিনও অবস্থান করতে নেই।

৩২.
অনেক ভালো গুণ থাকলেও দারিদ্র্যতা সমস্ত গুণই নষ্ট করে দেয়।

৩৩.
পিতার (গুরুর) সম্পত্তির উপর পুত্র ও শিষ্য উভয়েরই সমান অধিকার রয়েছে।

৩৪.
শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিৎ না। তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন।

৩৫.
তপস্বীর তপস্যার শক্তি নিহিত তার ক্ষমা করার সামর্থ্যের মধ্যে।

৩৬.
কারো অধিকারে যা আছে তার সবই বরং সৎ উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা উচিৎ, কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে না।

৩৭.
দয়ার জবাব দয়ায়, আক্রমণের জবাব প্রতি আক্রমণের দ্বারা দিলে তাতে কোনো দোষ থাকে না। প্রতারকের সাথে ব্যবহারে প্রতারণার আশ্রয় অবশ্যই নিতে হবে।

৩৮.
যিনি গৃহত্যাগ করেন না এবং অঋণী, তিনিই সুখি।

৩৯.
গর্ভধারিণী মা, গুরুপত্নী, ব্রহ্মণপত্নী (রাণী), গাভী, সেবিকা এবং পৃথিবী-এ সাতজন মাতা বলে অভিহিত।

৪০.
একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ছাই-এ পরিণত হতে পারে; তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে।

৪১.
রূপ-যৌবনসম্পন্ন উচ্চকুলোদ্ভূত ব্যক্তিও যদি জ্ঞানহীন হয়, তাকে উৎকৃষ্ট বলে মনে করা হয় না, ঠিক যেমন গন্ধহীন হওয়ায় কিংসুকা বৃক্ষের সুন্দর ফুলকে উৎকৃষ্ট বলে মনে করা হয় না।

৪২.
দুধ পান করার ফলে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়। তেমনই মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়। মানসিক প্রশান্তি তারা লাভ করতে পারে না।

চাণক্য সংস্কৃত বাণী : এক>>

……………………
আরও পড়ুন-
চাণক্য বাণী : এক
চাণক্য বাণী : দুই
চাণক্য সংস্কৃত বাণী : এক
চাণক্য সংস্কৃত বাণী : দুই

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: এক
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: দুই
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: তিন
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: চার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!