ব্রহ্ম ও ব্রহ্মের স্বরূপ
ব্রহ্ম কি
এক মহান শক্তিবলে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে এবং স্থাবর, অবস্থাব, দৃশ্য, অদৃশ্য সবকিছুর মধ্যেই সেই মহান শক্তির প্রকাশ। মানুষ জীবজন্তু, বৃক্ষলতা সকল প্রাণীর মধ্যেও সেই মহান শক্তি কাজ করে চলেছে। এই শক্তি হতেই সবকিছুর সৃষ্টি, এরই মধ্যে সবকিছুর লয় ও পরিসমাপ্তি। এই মহান শক্তিকেই ঋষিরা বলেছেন ‘ব্রহ্ম’। উপাসনাকালে অনেক ভক্ত এই ব্রহ্মকে ঈশ্বর বা ভবান বলেন।
ব্রহ্মের স্বরূপ কি
ঋষিরা ধ্যানে উপলব্ধি করেছেন যে, ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্তস্বরূপ ও আনন্দস্বরূপ (ধ্যান-মন্ত্র দ্রষ্টব্য)।
সত্যস্বরূপ অর্থ পরমেশ্বরই মূল সত্য, তিনি ধ্রুব সত্য, অপরিবর্তনীয়।
জ্ঞানস্বরূপ অর্থ তিনি পূর্ণ জ্ঞানের অধিকারী। তিনি চৈতন্যময় রূপে সর্বত্র বর্তমান থেকে এই বিশ্বসংসার প্রতিপালন করছেন।
অনন্তস্বরূপ অর্থ তিনি অন্তহীন। তিনি জ্ঞানেতে অনন্ত, শান্তিতে অনন্ত, মঙ্গলভাবে অনন্ত। তিনি সর্বব্যাপী, সদা বিরাজমান।
আনন্দস্বরূপ অর্থ সমস্ত সৃষ্টির মধ্যে তিনি আনন্দস্বরূপে প্রকাশিত। অনন্ত নক্ষত্রলোক ও ভূলোকে তিনি আনন্দ অমৃতরূপে প্রকাশিত। তাঁর আনন্দ হতেই সবকিছুর সৃষ্টি। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড তাঁরই নিয়মে চলছে ও এরই মধ্যে তাঁর প্রকাশ। মানুষের তৈরি কোনও বস্তুর মধ্যে তাঁর স্বরূপকে সীমাবদ্ধ করা যায় না। ব্রহ্ম নিরবয়ব, নিরাকার।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
………
আরও পড়ুন-
ব্রাহ্মসমাজ
সাধারণ ব্রাহ্মসমাজের সভ্য হইবার যোগ্যতা
ব্রাহ্ম ধর্মের মূল সত্য
ব্রহ্ম মন্দিরের ট্রাস্টডিড
ব্রাহ্মধর্ম্মের মূল সত্য
আত্মা
মানুষের ভ্রাতৃত্ব
উপাসনা ও প্রার্থনা
শাস্ত্র
গুরু
মধ্যবর্ত্তী ও প্রেরিত
সুখ-দু:খ : দু:খবাদ ও আনন্দবাদ
পাপ ও পুণ্য
পুনর্জ্জন্ম
পরকাল
স্বর্গ ও নরক
ধর্ম্ম রক্ষা
পরিবারে পুরুষ ও নারীর অধিকার-সাম্য
ব্রাহ্মসমাজের প্রতি ব্রাহ্মদিগের কর্ত্তব্য
সমবেত উপাসনা
পূর্ণাঙ্গ উপাসনার আদর্শ
স্তুতি
বিবিধ অবস্থায় প্রার্থনা
নৈমিত্তিক অনুষ্ঠান
সন্তান জন্ম
ব্রাহ্মধর্ম্ম গ্রহণ ও ব্রাহ্মসমাজে প্রবেশ
ধর্ম্মসাধন ব্রতে দীক্ষা
ব্রাহ্মধর্ম্ম গ্রহণ ও ধর্ম্মদীক্ষা
বিবাহ ও তাহার আনুসঙ্গিক অনুষ্ঠান
বিবাহের বাগদান
বিবাহ
মৃত্যু ও অন্ত্যেষ্টি ক্রিয়া
শ্রাদ্ধ
গৃহ প্রবেশ
ব্রহ্ম ও ব্রহ্মের স্বরূপ
ব্রহ্ম ধ্যান
ব্রাহ্মধর্ম
সকলেই কি ব্রাহ্ম?
ব্রাহ্মোপসনা প্রচলন ও পদ্ধতি
আদি ব্রাহ্ম সমাজ ও “নব হিন্দু সম্প্রদায়”
পূর্ণাঙ্গ উপাসনার আদর্শ