মধ্যবর্ত্তী ও প্রেরিত
ব্রাহ্মধর্ম্মে মধ্যবর্ত্তী নাই। কোন নির্দ্দিষ্ট লোকের বা কোন নির্দ্দিষ্ট বস্তুর মধ্য দিয়া না হইলে ঈশ্বরকে লাভ করিতেই পারা যায় না- এরূপ মত এ ধর্ম্ম স্বীকার করেন না। ঈশ্বরের সঙ্গে মানবের সাক্ষাৎ সম্বন্ধ। উপদেষ্টাগণ যদি মানবকে ঈশ্বরের সহিত এই সাক্ষাৎ সম্বন্ধের পথে অগ্রসর করিয়া দিতে পারেন, তবেই তাঁহারা বন্ধু ; নতুবা নহেব।
কোন বিশেষ ব্যক্তি মানবগণের উদ্ধারের জন্য ঈশ্বর কর্ত্তৃক প্রেরিত হইয়া থাকেন এবং ঈশ্বরের অভিপ্রায় এই যে অন্য সকলে সেই বিশেষ ব্যক্তির অনুসরণ করিবে-এরূপ মত ব্রাহ্মধর্ম্মানুমোদিত নহে। সকলেই ঈশ্বর-প্রেরিত ; সকলেই ঈশ্বরের অনুসরণ করিবে। অবিচারে অন্ধ ভাবে কোনও মানুষের অনুসরণে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ যোগ স্থাপিত হইবার পক্ষে বিঘ্ন ঘটে।
আদেশ
পরমেশ্বরের আদেশই ব্রাহ্মের নিয়ামক শাস্ত্র। ঈশ্বর কি জন্য তাঁহার কোনও বিশেষ সন্তানকে পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং কোন্ অবস্থায় সে কি করিবে, তদ্বিষয়ে বুদ্ধির, প্রজ্ঞার ও বিবেকের পথ দিয়া স্বাভাবিক প্রণালীতে ঈশ্বর নিয়ত তাহার অন্তরে আদেশ করিতেছেন। যে-মানুষ সর্ব্বদা ঈশ্বরের অভিপ্রায় অনুসরণ করিয়া কাজ করেন, তিনি ধন্য।
ঈশ্বর প্রত্যেক মানবের অন্তরে নিয়ত বাস করেন ; তিনি প্রত্যেক মানবের অন্তরেই তাহার কর্ত্তব্য সম্বন্ধে প্রয়োজনীয় আদেশ প্রেরণ করেন। জ্ঞানে অথবা ধর্ম্মজীবনে অধিক অগ্রসর মানুষেরা জ্ঞান লাভ বিষয়ে সহায়তা করিতে পারেন বটে ;
কিন্তু “আমার সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা কি” তাহার অনুভূতি বিষয়ে অপর কেহই সহায়তা করিতে পারেন না। একান্ত হৃদয়ে ঈশ্বরের নিকটে আত্মসমর্পণ করিয়া স্বীয় অন্তরেই সে-অনুভূতি লাভ করিতে পারা যায়। তাহার জন্য গুরুর বা সাধুর নিকটে গমন করা নিষ্ফল।
…………………………
ব্রাহ্মধর্ম্ম ও ব্রাহ্মসমাজ
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
………
আরও পড়ুন-
ব্রাহ্মসমাজ
সাধারণ ব্রাহ্মসমাজের সভ্য হইবার যোগ্যতা
ব্রাহ্ম ধর্মের মূল সত্য
ব্রহ্ম মন্দিরের ট্রাস্টডিড
ব্রাহ্মধর্ম্মের মূল সত্য
আত্মা
মানুষের ভ্রাতৃত্ব
উপাসনা ও প্রার্থনা
শাস্ত্র
গুরু
মধ্যবর্ত্তী ও প্রেরিত
সুখ-দু:খ : দু:খবাদ ও আনন্দবাদ
পাপ ও পুণ্য
পুনর্জ্জন্ম
পরকাল
স্বর্গ ও নরক
ধর্ম্ম রক্ষা
পরিবারে পুরুষ ও নারীর অধিকার-সাম্য
ব্রাহ্মসমাজের প্রতি ব্রাহ্মদিগের কর্ত্তব্য
সমবেত উপাসনা
পূর্ণাঙ্গ উপাসনার আদর্শ
স্তুতি
বিবিধ অবস্থায় প্রার্থনা
নৈমিত্তিক অনুষ্ঠান
সন্তান জন্ম
ব্রাহ্মধর্ম্ম গ্রহণ ও ব্রাহ্মসমাজে প্রবেশ
ধর্ম্মসাধন ব্রতে দীক্ষা
ব্রাহ্মধর্ম্ম গ্রহণ ও ধর্ম্মদীক্ষা
বিবাহ ও তাহার আনুসঙ্গিক অনুষ্ঠান
বিবাহের বাগদান
বিবাহ
মৃত্যু ও অন্ত্যেষ্টি ক্রিয়া
শ্রাদ্ধ
গৃহ প্রবেশ
ব্রহ্ম ও ব্রহ্মের স্বরূপ
ব্রহ্ম ধ্যান
ব্রাহ্মধর্ম
সকলেই কি ব্রাহ্ম?
ব্রাহ্মোপসনা প্রচলন ও পদ্ধতি
আদি ব্রাহ্ম সমাজ ও “নব হিন্দু সম্প্রদায়”
পূর্ণাঙ্গ উপাসনার আদর্শ