দয়াল বাবা গণি শাহ্’র ৫৩তম পবিত্র বার্ষিক মহাসম্মেলন
জনাব/জনাবা,
তারিখ ৫, ৬ ও ৭ই মাঘ ১৪২৮ বাংলা মোতাবেক, ১৯, ২০ ও ২১শে জানুয়ারি ২০২২ইং রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। পার্থিব জগতের মায়াজাল ছিন্নকারী সৃষ্টিকর্তার অপার রহস্যের সান্নিধ্য লাভকারী মহামানব হযরত দয়াল বাবা গনিশাহ্ (র) এর ভক্ত ও আশেকানদের মহাসম্মেলনের শুভক্ষণ প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে আসন্ন।
শত বছর আগেই সেই পুরানো বাউলি বিলাপের সুর কোন বিরহী ভক্তের হৃদয় থেকে বের হয়েছিল। ভেজা চোখের পাতা ভারি করে দিয়ে কে বা বলতে পারে সেই মরমী কথার সুর করুণ রাগে আজও মুর্শিদী জগতে ভেসে বেড়ায় যা শুনে ভক্তের হৃদয় বিগলিত হয়; বাষ্প রুদ্র কণ্ঠে-হৃদয় তন্ত্রি ছেড়া ঐ সুরের সঙ্গে কণ্ঠ মেলায়।
৫৩তম পবিত্র মহাসম্মেলনে মুর্শিদ ও ভক্ত আশেকানদের মহামিলনের দিনগুলোতে আপনি/আপনারা স্ববান্ধব আমন্ত্রিত।
সশ্রদ্ধ দরবারী শুভেচ্ছান্তে,
মো: আলমগীর
(ভারপ্রাপ্ত সভাপতি – দরবার পরিষদ)
মো: ইলিয়াছ সরকার
(মহাসচিব – দরবার পরিষদ)
মো: লুৎফর রহমান
(সভাপতি – উন্নয়ন পরিষদ)
মাইনুল হক সিকদার
(মহাসচিব- উন্নয়ন পরিষদ)
প্রয়োজনে:
০১৮১৯২০৯৩৮৩
০১৮১৮১৯৯১৮১
০১৭১১২৬০৫০৫
০১৭৪২৩৯৬০৯১
০১৮২১৮৫৪০৩৫
০১৮১৬২৬৫৩১৮
তারিখ:
৫, ৬ ও ৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
১৯, ২০ ও ২১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
রোজ বুধ, বৃহস্পতি, ও শুক্রবার।
স্থান:
দরবার-এ-এলাহী
“দয়াল নগর”
থোল্লাকান্দি, বড়িকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
৫৩তম ভক্ত ও আশেকান পবিত্র বার্ষিক মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি:
প্রস্তুতি পর্ব
৪ মাঘ/১৮ জানুয়ারি’২২ রোজ সোমবার
- বা’দ ফজর : তিলওয়াতে কোরআন, তাসবীহ-তাহললি ও দরূদ-খানি
- বা’দ যোহর : ২:০০ মি: পবিত্র মাজার শরীফের গোসল দান।
- বা’দ যোহর : ৩:০০ মি: পবিত্র মাজার শরীফের গিলাফ দান।
- বা’দ যোহর : ৩:১০ মি: মহাসম্মেলনের উদ্বোধনী ও পতাকা উত্তোলন।
- বা’দ যোহর : ৪:০০ মি: পবিত্র মাজার শরীফের পুষ্পমাল্য অর্পন।
- বা’দ আছর : জিকির ও মিলাদ মাহফিল।
- বা’দ মাগরিব : তাসবীহ-তাহলীল, দরূদ-খানি, মিলাদ শরীফ ও কুরবানী।
- বা’দ এশা : খতমে কোরআন শবীনা।
৫ মাঘ/১৯ জানুয়ারি’২২ রোজ মঙ্গলবার
- বা’দ ফজর : তিলওয়াতে কোরআন, তাসবীহ-তাহলীল।
- সকাল : ১১টার পর : তাবারক বিতরণ।
- বা’দ যোহর : মিলাদ শরীফ দোয়া।
- বা’দ আছর : তাসবীহ-তাহলীল, বেহেস্তী অজিফা ও দোয়া।
- বা’দ মাগরিব : তরিকতে বয়ান, মিলাদ শরীফ দোয়া।
- বা’দ এশা : ৮:৩০ মি : দরবার পরিষদে সভাপতির ভাষণ ও অতিথিদের ভাষণ।
- বা’দ এশা : ৯:০০ মি : সামা ও (মুর্শিদী/কাওয়ালী) পরিবেশন।
৬ মাঘ/২০ জানুয়ারি’২২ রোজ বুধবার
- বা’দ ফজর : তিলওয়াতে কোরআন, তাসবীহ-তাহলীল ও দোয়া।
- সকাল ১১টার পর : তাবারক বিতরণ।
- বা’দ যোহর : খতমে গাউছিয়া শরীফ ও দোয়া।
- বা’দ আছর : তাসবীহ-তাহলীল, বেহেস্তী অজিফা ও দোয়া।
- বা’দ মাগরিব : তরিকতে বয়ান, মিলাদ শরীফ দোয়া।
- বা’দ এশা : ৯টা : সামা ও (মুর্শিদী/কাওয়ালী) পরিবেশন।
৭ মাঘ/২১ জানুয়ারি’২২ রোজ বৃহস্পতিবার
- বা’দ ফজর : তিলওয়াতে কোরআন, তাসবীহ-তাহলীল ও দরূদ-মিলাদ।
- সকাল ১১টার পর : তাবারক বিতরণ।
- বা’দ আছর : বাৎসরিক প্রতিবেদন পেশ ও সম্মেলন সংক্রান্ত আলোচনা-পর্যালোচনা।
- বা’দ আছর : তাসবীহ্-তাহলীল, মিলাদ শরীফ দোয়া।
- বা’দ মাগরিব : তরিকতে বয়ান, মিলাদ শরীফ দোয়া।
- বা’দ এশা : ৯টা : সামা ও (মুর্শিদী/কাওয়ালী) পরিবেশন।
৮ মাঘ/২২ জানুয়ারি’২২ রোজ বুধবার
- মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত
ব্যবস্থাপনায়:
ভক্ত-আশেকানদের পক্ষে দরবার পরিষদ
যাতায়াত:
নরসিংদী, ভৈরব, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়িকান্দি লঞ্চঘাট সন্নিকটে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে বাসে বা ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া এসে লঞ্চে বড়িকান্দি লঞ্চঘাট থেকে দরবার শরীফ।
ঢাকা থেকে বাসে বা ট্রেনে নরসিংদী লঞ্চঘাট থেকে বড়িকান্দি লঞ্চঘাট হয়ে দরবার শরীফ।
ভৈরব থেকে বড়িকান্দি লঞ্চঘাট থেকে দরবার শরীফ।
দয়াল বাবার দরবারে যাওয়াটাকে যদি উপভোগ্য করে তুলতে চান। তাহলে একটু ঘুর পথে যেতে পারেন। যাওয়াটা হবে আনন্দদায়ক। যদিও বেশ কয়েকবার ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে। তবে এতে রেল, নৌ ও সড়ক সকল পথেই ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।
এভাবে যেতে চাইলে ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে নরসিংদী স্টেশনে নামতে হবে। সেখান থেকে নরসিংদী নদীবন্দরে যেতে হবে অটোতে করে। সেখান থেকে ধরতে হবে লঞ্চ। সন্ধ্যা পর্যন্ত প্রতি ঘণ্টাতেই লঞ্চ পাওয়া যায়। লঞ্চে করে যেতে হবে সলিমগঞ্জ বন্দরে। সেখান থেকে অটোতে করে বড়িকান্দি বাবার দরবারে।
ঢাকা থেকে ট্রেন ধরতে-
দুপুর ১টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে চট্টলা এক্সপ্রেস। চাইলে আপনি ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশন থেকেও ১:২০ মিনিটে উঠতে পারেন। নামতে হবে নরসিংদী স্টেশনে।
বিকাল ৫টায় তিতাস কমিউটার ট্রেন সরাসরি মেথিকান্দা যায় । সন্ধ্যা ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেন।
এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেসও নরসিংদী স্টেশনে থাকে। ঢাকার কমলাপুর থেকে ছাড়ে সকাল ১০:৪০মিনিটে। তবে কিশোরগঞ্জ এক্সপ্রেস শুক্রবার বন্ধ থাকে।
……………………
২০২২ সালে অনুষ্ঠিত সাধু-গুরু-পাগল-ভক্ত-আশেকানদের ঘিরে আয়োজিত অনুষ্ঠান-উৎসবের বার্তা জানতে ভবঘুরেকথা.কম-এর সাধু পঞ্জিকার দিনপঞ্জি দেখুন এই লিংক-এ- সাধু পঞ্জিকার দিনপঞ্জি
………………………..
আরো পড়ুন-
খাদেম জাফর কাকার জবানে গণি শাহ্ বাবা: কিস্তি এক
খাদেম জাফর কাকার জবানে গণি শাহ্ বাবা: কিস্তি দুই
খাদেম জাফর কাকার জবানে গণি শাহ্ বাবা: কিস্তি তিন
খাদেম জাফর কাকার জবানে গণি শাহ্ বাবা: কিস্তি চার
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….