ভবঘুরেকথা

অনুকুল ঠাকুরের বাণী: এক

১.
যতই পরের দোষ দিবি
তুই নিজের যা দোষ এড়াতে,
পেয়ে বসবে সে দোষ তোমায়
দেবে না পা বাড়াতে।।

২.
মাটির শরীর মাটিই হবে
মাটি ছাড়া নয় বিধান,
মাটিরে তুই কররে খাঁটি
অমৃতেরই এনে নিদান।।

৩.
তোদের লক্ষ্য ভগবান।

৪.
সাধু সেজো না, সাধু হও।

৫.
যা পার ভগবানের জন্য কর।

৬.
কৃষ্ণ ভিন্ন উপাই নাই আর সংসারে।

৭.
সংকীর্তন কর, সংকীর্তন প্রচার কর।

৮.
উদাত্ত কণ্ঠে বল- বন্দে পুরুষোত্তম।

৯.
দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না।

১০.
বাসুদেবই (কৃষ্ণ) সব হলে একগ্রতা সহজ হয়।

১১.
ভগবানকে জানা মানেই সমস্তটাকে বুঝা বা জানা।

১২.
কেবল দিবি, বলবি কৃষ্ণ নাম করতে, সব দূর হবে।

১৩.
ভক্তি যদি থাকে, সে ভগবানকে আপন করে ফেলে।

১৪.
ভগবানকে পেতে গেলে সদগুরুর শরণাপন্ন হতে হয়।

১৫.
যেখান থেকে নেও (দীক্ষা), সদগুরুর কাছে থেকে নিও।

১৬.
কপট হয়ো না, নিজে ঠক না, আর অপরকেও ঠকিও না।

১৭.
ভগবান ব্যতিরেকে উপাস্য নাই। ঋষিগণ তাহারই বার্ত্তিক।

১৮.
কৃষ্ণ নামে বিপদ থাকে না। বিপদ আপদ আসতে পারে না।

১৯.
যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ কর।

২০.
ভগবানের চাকর যে হয়, সে যে কার চাকর না, তা ভাবাই কঠিন।

২১.
কেবল কীর্তন! ভাবা চিন্তার সময় নাইরে। কীর্তন করবি আর সব করবি।

২২.
কীর্তনটা প্রত্যেক দিন করতে হয়। যদি লোক না থাকে তবে একলা করবি।

২৩.
গীতা সবাইকে পড়াবি। বুঝুক, না বুঝুক, শুনুক, পড়ুক, একদিন বুঝতে পারবে।

২৪.
মন ওখান থেকেই ঠিক হবে।ও তোর আধার ঘরে জ্বলবে আলো, হরেকৃষ্ণ বল।

২৫.
অমৃতময় বারি কপটের নিকট তিক্ত লবণ-ময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না।

২৬.
সেই বিবেকের আকুল আহ্বান শুনে হরেকৃষ্ণ হরেকৃষ্ণ বলে ডাকায় তার সব দুঃখ ঘুচে যায়।

২৭.
কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভোরে।

২৮.
বসুদেবের ছেলে শ্রীকৃষ্ণ, রক্ত মাংস সঙ্কুল এই প্রতীকই যা কিছু সব, এই বোধই চরম বোধ।

২৯.
তোরা কতকগুলি গীতার শ্লোক ঠিক করে ফেলবি। গীতা ওঠস্থ হওয়া চাই। গীতাতে সব পাবি।

৩০.
মাটির শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান, মাটিরে তুই কররে খাঁটি অমৃতেরই এনে নিদান।

অনুকুল ঠাকুরের বাণী: দুই>>

………………………….
আরো পড়ুন:
অনুকুল ঠাকুরের বাণী: এক
অনুকুল ঠাকুরের বাণী: দুই
অনুকুল ঠাকুরের বাণী: তিন
অনুকুল ঠাকুরের বাণী: চার

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: এক
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: দুই
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: তিন
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: চার

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!