মতুয়াধর্মে জন্মগত গুণ নয়, কর্মগুণই মহত্বপূর্ণ
-জগদীশচন্দ্র রায় মানুষ সবার শ্রেষ্ঠ ভেদাভেদ ইষ্টানিষ্ঠকর্মগুণে মান পায় জন্মগুণে নয়।।(গুরুচাঁদ চরিত, পৃ-৭৩) আমরা ‘শ্রীশ্রীহরিলীলামৃত’-এ তিনটি মুখ্য বাণী দেখতে পাই-…
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর যে মতবাদ প্রচার করে গেছেন তাই পরিচিত মতুয়া মত নামে। প্রেমময় এক শুদ্ধ সাধনের নাম মতুয়া মত। যে মতে তথাকথিত সামাজিক বিভাজনকে ভেঙে দিয়েছে মানুষের অধিকার। শ্রেণী প্রথার ভিত্তিতে যাদের নিম্নজাতি বলে অবহেলা করা হয়েছে ইতিহাসে। তিনি তাদের দিয়েছেন মানুষ হয়ে বেঁচে থাকবার মর্যাদা।