বাবা জাহাঙ্গীরের বাণী: সাত
বাবা জাহাঙ্গীরের বাণী: সাত কর্ম বন্ধন নয়, কামনাই কর্মের বন্ধন: কর্ম বন্ধন নয় বরং কর্ম এবাদত। কর্মের অভ্যন্তরে খান্নাসের দেওয়া…
পবিত্র নফস তথা প্রাণ তথা জীবনের সঙ্গে একত্রে বাস করে নফসটিকে খান্নাস-রূপী শয়তান মােহ-মায়ার জালে আটকিয়ে রাখে। এই মােহমায়ার জালটিকে ছিন্ন করতে পারলেই নফসের নিকট যে-রূহ্ অতীব সূক্ষ্মরূপে অবস্থান করছে উহা তখন পরিপূর্ণরূপ ধারণ করতে থাকে। সাধকরা একটানা ধ্যানসাধনা করার পর আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত হলেই রূহের অতীব সূক্ষ্ম রূপটিকে পরিপূর্ণরূপে দেখতে পেয়ে অবাক বিস্ময়ে হতভম্ব খেয়ে যায়।