ভবঘুরেকথা
স্বামী বিবেকানন্দ

-সত্যানন্দ মহারাজ

আমরা সংসারি কিন্তু কিভাবে সংসার করবো? কারণ- ‘মনুষ্য জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ।’ এ কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন।

এ কথা শুধু ঠাকুরের নয়-আমাদের সকল ভারতীয় মুনি-ঋষিদেরও কথা।

পরম আরাধ্য স্বামী দেবানন্দ মহারাজ বললেন- ‘চুটিয়ে সংসার করো, কিন্তু বিলাশে ফেঁসে যেও না।’

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন- ‘হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে তাহলে হাতে আঁঠা লাগবে না, আগে ঈশ্বরে ভক্তি রূপ তেল মেখে নিয়ে সংসার করলে- আর বিষয় আসক্তি রূপ আঁঠা লাগবে না।’

তাই তিনি বললেন- ‘যারা সংসার করে ফেলেছো- তাঁরা বছরে অন্তত: তিনটে দিন নির্জনে বাস করবে এবং ভগবানকে পাওয়ার জন আকুল হয়ে কাঁদবে।’

আরও বললেন- সংসারে থাকতে হয় পাঁকাল মাছের মত। পাঁকে থাকবে- অথচ গায়ে পাঁক লাগবে না। মোহ-মায়াই ভব-রোগ, সাধু-মহাত্মারা হলেন বদ্যি।

তাই প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করবে। তাহলে তুমি নিজেকে খুঁজে পাবে।

এই সংসারটাই ভব-সাগর। এখানে সাধু-মহাত্মাগণ মাঝি হয়ে বসে আছেন। তাঁদের শরণ নিলে তবেই তাঁরা কাণ্ডারী হয়ে তোমায় ভব-সাগর পার করে দেবেন। তাই চাই-ঈশ্বর বা গুরুভক্তি।

প্রতিটি ঋষি-মুনি-মহাত্মাগণ এমন কি শাস্ত্রও বলেছে- সাধুসঙ্গ করার জন্য। সাধুসঙ্গের ওপর প্রত্যেকেই ভীষণ গুরুত্ব আরোপ করেছেন।

মাঝে মাঝে সাধুসঙ্গ বা সদগুরু সঙ্গ করলে, তাঁদের কথা মেনে চললে- তুমি সংসার করবে অথচ সংসারে যাতে না লেগে যাও- সেই পথ-নির্দেশ বা উপদেশ তাঁরা দিয়ে দেবেন।

তাই কোন সাংসারিক চাহিদা নিয়ে তাঁদের কাছে গেলে তাঁরা তা পছন্দ করেন না; তার জন্য আলাদা লোক আছে।

এই সংসারটাই ভব-সাগর। এখানে সাধু-মহাত্মাগণ মাঝি হয়ে বসে আছেন। তাঁদের শরণ নিলে তবেই তাঁরা কাণ্ডারী হয়ে তোমায় ভব-সাগর পার করে দেবেন। তাই চাই-ঈশ্বর বা গুরুভক্তি।

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………………………………
আরো পড়ুন:
গুরুজ্ঞান
গুরু শিষ্য ধারণা
ত্রিতাপ জ্বালা

সদগুরু সঙ্গ
এটা মহাপুরুষের দেশ
জীবাত্মা ও পরমাত্মা
ভগবান কোথায় থাকেন?

সংসার ধর্ম
কি ভাবে সংসার করবো?

ভগবানের সর্বব্যাপীত
ভগবানকে কেন ডাকি?
পরশ পাথর
খারাপ দিন
রথ ও রথের মেলা
জীবনধারা
আমরা সাধারণ মানুষ
সব থেকে বড় হৃদয়
আমার জীবন জুড়িয়ে দাও

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!