সংসারের সাধ মেটে না কো বিষয়ের গুণে
সংসারের সাধ মেটে না কো বিষয়ের গুণে।
যেমন জ্বলে পুড়ে মরে তবু পতঙ্গ ধায় আগুনে।।
কাঁটা ভরা তৃণ ঘাসে উটের আকর্ষণ
মুখের দুধার দিয়ে রক্ত ঝরে তবু করে তাই চর্বন;
সে মানে না আর কোনো কারণ
শাসনের বাণী শুনে।।
মরীচিকায় হরিণ মরে না পেয়ে তার মূল
মরণ মুখে ছুটে চলে তবু ভাঙ্গে না তার ভুল;
আশাবৈতরণী নদীর নাই কূল
কি করবে আর দাঁড়-গুণে।।
জীর্ণ-জরা যতো পড়ে বৃদ্ধ অবস্থায়
তবু লোক থাকতে চায় তার যৌবনের রাস্তায়;
যেন কালবৈশাখী ঝরা পাতায়
ফিরিতে চায় ফাগুনে।।
পাগল বিজয় বলে, ত্যাগ বৈরাগ্য মুক্তি সম্পাদ্য
তবু কল্পনায় রচনা করি সোনালী সৌধ;
কেবল নিজেকে রাখলাম আবদ্ধ
মায়া মোহের জাল বুনে।।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)