জুলাই মাসের দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
২০২২ খ্রিস্টাব্দ
জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা আষাঢ়-শ্রাবণ মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই “সাধু পঞ্জিকার” আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু।।
জুলাই মাসের তিথিসমূহ-
- জুলাই মাসের পূর্ণিমা:
- আষাঢ়ী পূর্ণিমা।
- গুরু পূর্ণিমা।
- ১২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।
- ২৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ।
- মঙ্গলবার।
- ১২ জুলাই/২৮ আষাঢ় রাত্রি ৩:২৯ মিনিট থেকে শুরু হয়ে
পরদিন ১২ জুলাই/২৯ আষাঢ় রাত্রি ১:০০ মিনিট পর্যন্ত। - (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)
- আষাঢ়ী পূর্ণিমা।
- জুলাই মাসের অমাবস্যা:
- শ্রাবণ অমাবস্যা।
- চিতালগী অমাবস্যা।
- ২৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।
- ১২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।
- বুধবার।
- ২৭ জুলাই/১২ শ্রাবণ রাত্রি ৯:০৫ মিনিট থেকে শুরু হয়ে
পরদিন ২৮ জুলাই/১৩ শ্রাবণ রাত্রি ১১:০১ মিনিট পর্যন্ত। - (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)
- শ্রাবণ অমাবস্যা।
- জুলাই মাসের একাদশী:
- শয়ন একাদশী।
- ১০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।
- ২৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ।
- রবিবার।
- ভোর ৫:১৯ মিনিট থেকে সকাল ৯:৪৯ মিনিট।
- কামিকা একাদশী।
- ২৪ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।
- ৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।
- রবিবার।
- ভোর ৫:২৫ মিনিট থেকে সকাল ৯:৩০ মিনিট।
- শয়ন একাদশী।
- জুলাই মাসের উপবাস:
- ১০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/রবিবার
- একাদশীর উপবাস (শ্রীশ্রীহরিশয়নী বা শয়নৈকাদশী)।
- গোস্বামীমতে ও নিম্বার্কমতে একাদশীর উপবাস।
- ১২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/মঙ্গলবার
- শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মাসিক শুক্লা ত্রয়োদশী উপবাস।
- ২৪ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/রবিবার
- একাদশীর উপবাস (কামিকা)।
- গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
- ১০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/রবিবার
জুলাই মাসের পরবসমূহ-
- ১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/১ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শুক্রবার
- তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
- শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা।
- স্বামীবাগ লোকনাথ মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ভোগরাগ।
- ধামরাইসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব।
- রতদ্বিতীয়া।
- দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের ওরশ।
- বদরপুরের আ‘লা হযরত পীর ছাহেব কেবলা, আওলাদে রাসূল (দ), শাহানশাহে তরীকত, কুতুবুল আলম, বিশ্ববিখ্যাত তাসাউফবীদ, ইমামে আহলে সুন্নাগ, মুফতীয়ে আযম,শাইখুল মাশাইখ, হযরত শাহ সাঈয়্যেদ আব্দুর রব চিশতী,কাদেরী, নকশাবন্দী, মুজাদ্দেদী, হানাফী,ব দরপুরী রহ, এর মাজার শরীফ।
- ঐত্যিবাহী দা‘ওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা।
- বদরপুর দরবার শরীফ।
- (ঢাকা-কুয়াকাটা বিশ্বরোড সংলগ্ন) বদরপুর, পটুয়াখালী, বাংলাদেশ।
- হযরত শাহ্ সুফি শেখ সৈয়দ আমানত (রহ) প্রকাশ শাহ্ আমানত-এর বার্ষিক ওরশ।
- প্রতিবছর ১ জেলহজ্জ মহাসমারোহে তার ওরশ পালিত হয়।
- হযরত শাহ্ সুফি শেখ সৈয়দ আমানত (রহ)’র মাজার।
- জেল রোড, লালদিঘি, চট্টগ্রাম নগরী, বাংলাদেশ।
- কুতুব-উল-আকতাব হযরত বাবা বাহার শাহ্’র বার্ষিক ওরশ।
- প্রতিবছর জিলহজ্জ মাসের ১-৩ তারিখে ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
- বাহার শাহ্ বাবার মাজার।
- বাবুবাজার ব্রিজের নিচে, বাবুবাজার, ঢাকা, বাংলাদেশ।
- ২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/২ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শনিবার
- চতুর্থীর সপিগুন।
- শ্রীশ্রীবিপত্তারিণীব্রত।
- কবি রজনীকান্ত সেনের জন্মদিবস।
- কুতুব-উল-আকতাব হযরত বাবা বাহার শাহ্ (র) এর বার্ষিক ওরশ।
- প্রতিবছর ১-৩ জেলহজ্জ মাসে ওরশ অনুষ্ঠিত হয়।
- ১-৩ জেলহজ্জ মাস মোতাবেক এই বছর অনুষ্ঠিত হবে ২-৪ জুলাই।
- কুতুব-উল-আকতাব হযরত বাবা বাহার শাহ্ (র) এর মাজার।
- ১৮/২ বাবুবাজার, বাবুবাজার ব্রিজের নিচে, ঢাকা, বাংলাদেশ।
- ৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৩ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/রবিবার
- চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- হাবিব উল্লাহ দরবেশের মাজারে বার্ষিক ওরশ।
- হাফেজ মহিউদ্দিন একলাশপুরী (র) এর খলিফা হাবিব উল্লাহ দরবেশ সাহেব।
- প্রতিবছর ১৯-২১ আষাঢ় তিন দিনব্যাপী ওরশ শরীফ পালিত হয়।
- হাবিব উল্লাহ দরবেশ সাহেবের মাজার।
- দত্তের হাট, মাইজদীকোর্ট, সদর, নোয়াখালী, বাংলাদেশী।
- ৪ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৪ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/সোমবার
- পঞ্চমীর একোদ্দিষ্ট ও ষষ্ঠীর সপিগুন।
- ষটপঞ্চমীব্রত।
- স্মার্তমতে হোরাপঞ্চমী।
- শ্রীশ্রী লক্ষ্মীবিজয়।
- স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস।
- তিনি ৪ জুলাই ১৯০২ সালে দেহত্যাগ করেন।
- ৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৫ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
- ষষ্ঠীর একোদ্দিষ্ট।
- কর্দমষষ্ঠী।
- উৎকলমতে প্রচলিত হোরাপঞ্চমী।
- শ্রীশ্রীবিপত্তারিণীব্রত।
- সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (র আ) এর বার্ষিক ওরশ।
- মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণ।
- ২১-২৩ দিনব্যাপী মহা সমারোহে ওরশ পালিত হবে।
- মিরপুর-১, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
- ৬ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৬ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বুধবার
- সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- শ্রীশ্রীসূর্যপূজা।
- ৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৭ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
- অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং নবমীর সপিগুন।
- হাজী গাজী শাহ্ সুফি হযরত সৈয়দ মাওলানা আব্দুল কাদির ইরাকী (রহ) সাহেবের বার্ষিক ওরশ।
- প্রতিবছর ৭-৯ জুলাই ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
- আব্দুল কাদির ইরাকীর মাজার প্রাঙ্গণ।
- মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহ, বাংলাদেশ।
- ৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৮ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শুক্রবার
- নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং দশমীর সপিগুন।
- আষাঢ়নবমী পূজা।
- বুদ্ধদেবের আবির্ভাব।
- ৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/৯ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শনিবার
- দশমীর একোদ্দিষ্ট এবং একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- স্মার্ত উৎকলমতে শ্রীশ্রীজগন্নাথদেবের পুনর্যাত্রা (উল্টোরথ)।
- বহুধা যাত্রা (উৎকল)।
- ১০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/১০ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/রবিবার
- দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- একাদশীর উপবাস (শ্রীশ্রীহরিশয়নী বা শয়নৈকাদশী)।
- গোস্বামীমতে ও নিম্বার্কমতে একাদশীর উপবাস।
- স্মার্ত ও গোস্বামীমতে সায়ংসন্ধ্যায় শ্রীশ্রীহরির শয়ন।
- গোস্বামীমতে একদশ্যারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রতারম্ভ।
- ঈদুল আজহা [চাঁদ দেখার উপর]।
- ১১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/১১ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/সোমবার
- ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- শয়নৈকাদশীর পরাণ।
- শ্রীকৃষ্ণ দ্বাদশী।
- দ্বাদশ্যারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রতারম্ভ।
- গোস্বামীমতে উদীচ্যাঙ্গ পূজা ও পারণান্তে তপ্তমুদ্রাধারণ।
- ১২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/১২ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
- চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- শ্রীশ্রীবিশুদ্ধানন্দ পরমহংসদেবের ৮৫তম তিরোভাব দিবস।
- বাংলা ২৬ আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ।
- শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মাসিক শুক্লা ত্রয়োদশী উপবাস।
- আষাঢ়ী পূর্ণিমা (বৌদ্ধ পর্ব)।
- শেরে মস্তান কালেন্দরী (র) এর বার্ষিক ওরশ।
- পীর কেবলা হযরত শাহ্ সূফি সৈয়দ হামজাদ নূরুল হুদা (র) ওরফে মুসাফির মৌলায়ে শেরে মস্তান কালেন্দরী (র)।
- শেরে মস্তান ৩০ আষাঢ় ১৩৮৮ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
- প্রতিবছর ২৮-৩০ আষাঢ় ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
- প্রধান দিবস: ৩০ আষাঢ়।
- বিশ্ব মানবধর্ম কেন্দ্র।
- পূর্ব মিলপাড়া, ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
- শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (ক)’র চন্দ্রবার্ষিকি ওরশ।
- গাউছুল আযম হযরত কেবলা মাওলানা সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক) প্রথম ও প্রধান খলিফা জিল্লে গাউছুল আযম, সিদ্দিকে গাউছুল আযম হযরত শাহসূফি মাওলানা শেখ অছিয়র রহমান ফাকুকী চরণদ্বীপি (ক)।
- প্রতিবছর ১২ জেলহজ্জ মহাসমারোহে ওরশ পালিত হয়।
- চরণদ্বীপ দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল।
- বোয়ালখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
- ১৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/১৩ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বুধবার
- পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
- পূর্ণিমার ব্রতোপবাস ও নিশিপালন।
- আষাঢ়ী পূর্ণিমা ও গুরুপূর্ণিমা।
- শ্রীশ্রীসত্যনারায়ণব্রত।
- শ্রীশ্রীব্যাস পূজা।
- পৌর্ণমাস্যারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রতারম্ভ।
- গৌরচান্দ্র শ্রাবণ কৃষ্ণপক্ষ আরম্ভ।
- শ্রীশ্রীগুরুপূর্ণিমা।
- প্রতিবছর গুরুপূর্ণিমা তিথিতে শ্রীরামকৃষ্ণদেবের পূজা, ধর্মগ্রন্থ পাঠ, ভজন, জপ-ধ্যান, গুরুপূর্ণিমা তাৎপর্য বিষয়ে আলোচনা, ভোগারতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করা হয়।
রামকৃষ্ণ মঠ। - রামকৃষ্ণ মিশন লেন, গোপাবাগী, ঢাকা, বাংলাদেশ।
- প্রতিবছর গুরুপূর্ণিমা তিথিতে শ্রীরামকৃষ্ণদেবের পূজা, ধর্মগ্রন্থ পাঠ, ভজন, জপ-ধ্যান, গুরুপূর্ণিমা তাৎপর্য বিষয়ে আলোচনা, ভোগারতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করা হয়।
- শুভ গুরুপূর্ণিমা উৎসব ১৪২৯ বঙ্গাব্দ।
- প্রতিবছর গুরুপূর্ণিমা রাতে অনুষ্ঠিত হয়।
- পরম পূণ্যধাম কেন্দ্রীয় অবধূত আশ্রম।
- গুঠিয়া, বরিশাল, বাংলাদেশ।
- শাহসূফী ফসীহ পাগলের ওরস শরীফ।
- এই দিনে অগনিত আশেক ভক্তকে অশ্রু জলে ভাসিয়ে পাড়ি জমান শেষ গন্তব্যে।
- পোড়াবাড়ি, সালনা, গাজীপুর, বাংলাদেশ।
- হযরত আফাজ উদ্দিন শাহ (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
- শাহরাদ, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
- বালিয়ালা দরবেশ সাহেবের বার্ষিক ওরশ।
- শাহসূফী আবদুর রহমান প্রকাশ বালিয়ালা দরবেশ সাহেব।
- প্রতিবছর ২২ চৈত্র ও ২৯ আষাঢ় ওরশ পালিত হয়।
- বালিয়ালা দরবেশ সাহেবের মাজার শরীফ।
- বুরপিট, নিলাম বাড়ী, সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।
- সপ্তম জ্ঞান পূর্ণিমা উৎযাপন।
- প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমায় সাধুসঙ্গ আয়োজিত হয়ে আসছে।
- চব্বিশ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে।
- আলমিন গীতি পরিবেশিত হবে।
- সকলের সবান্ধব উপস্থিতি কাম্য।
- এই বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ ২৯-৩০ আষাঢ় চব্বিশ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ আয়োজিত হবে।
- আদি-কৃষি শিক্ষা সংস্কৃতি ও লালন ধীর আশ্রম।
- লালন শাহ্ রোড, ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
- হযরত শাহ সূফি মাওলানা ফয়জুদ্দিন আহম্মেদ ফচি পাগল চাঁন্দের ৪০তম ওফাত দিবস উপলক্ষে বার্ষিক ওরশ।
- প্রতিবছর ২৯ আষাঢ় ওরশ অনুষ্ঠিত হয়।
- বরকতীয়া দরবার শরীফ।
- পোড়াবাড়ী, গাজীপুর মহানগড়, গাজীপুর, বাংলাদেশ।
- হযরত শাহ্ মিসকিন শাহ্ অলি আউলিয়া জয়নাল আবেদীনের বার্ষিক ওরশ।
- হযরত শাহজালাল ইয়ামেনি (রহ) সহচর ছিলেন মিসকিন শাহ।
- হযরত শাহজালাল কর্তৃক মিসকিন শাহ গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে ধর্ম প্রচার করার জন্য নিযুক্ত হন।
- এখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
- প্রতিবছর আষাঢ় মাসের শেষ বুধ-শুক্রবার ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয় ও মেলা বসে।
- হযরত শাহ্ মিসকিন শাহ্ অলি আউলিয়া জয়নাল আবেদীন (রহ) মাজার।
- মুখী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
- ১৪ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৩০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
- প্রতিপাদের একোদ্দিষ্ট ও সপিগুন।
- রঞ্জনা ফকিরাণী বুড়ি মার প্রয়াণ বার্ষিকী সাধুসঙ্গ।
- ১৪ জুলাই অধিবাস দিয়ে অষ্টপ্রহরের সাধুসঙ্গ আরম্ভ হবে।
- আনন্দ ধাম।
- পাককোলা, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
- ১৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৩১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৫ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শুক্রবার
- দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
- অশূন্যশয়নাদ্বিতীয়া ব্রত।
- শ্রী তারাচরণ পরমহংসদেবের তিরোভাব তিথি।
- স্বামী বিবেকানন্দের জননী ভুবনেশ্বরী দেবীর প্রয়াণ দিবস।
- তিনি ১৫ জুলাই ১৯১১ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন।
- ১৬ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/১৬ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শনিবার
- তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
- ১৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/১৭ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/রবিবার
- চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- দক্ষিণায়ন সংক্রান্তি।
- শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত।
- কর্কট সংক্রামণারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রতারম্ভ ও অনধ্যায়।
- শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগ পূজা।
- ফকির মসলেম সাঁইজির ওফাত দিবসে সাধুসঙ্গ।
- লালন ঘরের সাধুসঙ্গ।
- প্রতিবছর ১৭ জুলাই ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
- ভাদু গোঁসাইকে ফোন করে জানতে হবে।
- শ্রীশ্রী বিপদনাশিনী/বিপত্তারিণীব্রত ও বাৎসরিক পূজা।
- লোকনাথ বাবার মন্দির।
- স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
- মমতাজ আহমদ প্রকাশ মন্তাজ ব্যাপারীর বার্ষিক ওরশ।
- শাহ সূফী ফকির মাওলানা বশির আহমদ (রহ) এর একনিষ্ঠ আশেক মমতাজ আহমদ প্রকাশ মন্তাজ ব্যাপারী।
- মন্তাজ ব্যাপারীর বাড়িতে বাবা আলকিনূরী (রহ) এর দরগাহের দায়রা ঘর।
- বহুবছর বাবা আলকিনূরীর আশেকরা দায়রা ঘরে ত্বরীকতের রীতি অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন।
- প্রতিবছর ১৭ জ্বেলহজ্ব দায়রার দ্বিতীয় শাহ্ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক) এর ওফাত দিবসে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
- সোনাদিয়া, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
- সেকু মার্কেট থেকে সামান্য দক্ষিণ-পশ্চিমে।
- মীর্জাখীল দরবার দায়েরা শরীফের বার্ষিক ওরশ।
- এছাড়া প্রত্যেক বছর রবিউল আউয়াল চাঁদের ২৪ তারিখে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
- ১৭ জ্বেলহজ্ব ২য় শাহ্ জাহাঁগীর ছৈয়দুনা ফখরুল আরেফীন (ক) এর ওরশ অনুষ্ঠিত হয়।
- ১২ জ্বিলকদ ১ম শাহ্ জাহাঁগীর ছৈয়দুনা শেখুল আরেফীন (ক) এর ওরশ অনুষ্ঠিত হয়।
- ২৪ জমাদিউসসানী ৩য় শাহ্ জাহাঁগীর ছৈয়দুনা সামছুল আরেফীন (ক) এর ওরশ অনুষ্ঠিত হয়।
- চন্দ্রমাসের ২৪ তারিখ উক্ত দায়েরাে মাসিক ফাতেহা অনুষ্ঠিত হয়।
- এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা), পবিত্র ফাতেহা ইয়াযদাহুম, খাজা বাবা আজমেরী (রহ) এর ওরশ, শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র আশুরা পাকসহ
- ইসলাম ধর্মীয় সকল ফাতেহা ও দায়রা অনুষ্ঠিত হয়।
- উল্লেখ্য সৌদি আরবের সাথে মিল রেখে চন্দ্র মাসের হিসাব করা হয়।
- মীর্জাখীল দরবার দায়েরা শরীফ।
- ৩নং ওয়ার্ড, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
- ওছখালীস্থ এমপির পুলের পশ্চিমে।
- হযরত মাওলা আলী (আ) বেলায়েত দিবস উদযাপন উপলক্ষ্যে ওরশ।
- প্রতিবছর ১৭ জেলহজ্জ ওরশ অনুষ্ঠিত হয়।
- দরবেশ সাঈদ শাঁই চিশতীয়া খানকা শরীফ।
- মদিনা বাদ, খাজা মঈনউদ্দিন চিশতী বাইলেন, লবণচরা, খুলনা, বাংলাদেশ।
- মজ্জুবী সাধক নিকবার শাহ্ ফকিরের ২য় ওফাৎ দিবস উপলক্ষে সাধুসঙ্গ।
- প্রতিবছর ২ শ্রাবণ দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
- নিকবার ফকিরের নিজ বাসভূমি।
- মহিষাডাঙ্গা, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ।
- ১৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/১৮ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/সোমবার
- পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং ষষ্ঠীর সপিগুন।
- নাগপঞ্চমী।
- শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগপূজা।
- মাওলা আলী (আ) এর অভিষেক দিবস স্মরণ অনুষ্ঠান।
- প্রতিবছর ১৮ জেলহজ্জ অনুষ্ঠান পালিত হয়।
- মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতী (আ) গণপাঠাগার/সামাঘর।
- উত্তর জয়কামতা, লালমাই, কুমিল্লা, বাংলাদেশ।
- ১৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/১৯ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
- ষষ্ঠীর একোদ্দিষ্ট এবং সপ্তমীর সপিগুন।
- হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (র) এর ৭০০তম ওরশ।
- ১৯-২০ জেলহজ্জ দুই ২ দিনব্যাপী ওরশ পালিত হবে।
- সকলে সাদরে আমন্ত্রিত।
- হযরত শাহজালাল মজররদ ইয়ামনীর মাজার।
- সিলেট সদর, সিলেট, বাংলাদেশ।
- ২০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২০ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বুধবার
- সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং অষ্টমীর সপিগুন।
- শ্রীশ্রী সারদামণিদেবীর তিরোধান দিবস।
- পরমহংস শ্রীমৎ স্বামী ভবানন্দ গিরি মহারাজের তিরোভাব দিবস।
- ২১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২১ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
- অষ্টমীর একোদ্দিষ্ট এবং নবমীর সপিগুন।
- শ্রীশ্রীবামাক্ষ্যাপার তিরোধাবোৎসব ও পূজা।
- হযরত মোহন বাদশাহ্ ওরফে কালু দাদা (রহ) ওফাত দিবসে ওরশ।
- প্রতিবছর ২১ জুলাই ওরশ অনুষ্ঠিত হয়।
- হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার।
- জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।
- হযরত মোহন বাদশাহ্ ওরফে কালু দাদা (রহ)-এর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
- কালু দাদা ২০১৯ সালে দেহত্যাগ করেন।
- ওফাত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ২১ জুলাই ওরশ পালিত হয়।
- রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
- সকলে আমন্ত্রিত।
- হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার শরীফ চত্ত্বর।
- জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।
- ২২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২২ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শুক্রবার
- নবমীর একোদ্দিষ্ট এবং দশমীর সপিগুন।
- ২৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৩ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শনিবার
- দশমীর একোদ্দিষ্ট এবং একাদশীর সপিগুন।
- লোকমান্য বালগঙ্গাধর তিলকের জন্মদিবস।
- হযরত খাজা শাহ্ ইউনুছ আলী (রহ) এর স্মরণে ওরশ।
- মাজার শরীফ, স্বল্প মারিয়া, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
- ২৪ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৪ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/রবিবার
- একাদশীর একোদ্দিষ্ট এবং দ্বাদশীর সপিগুন।
- একাদশীর উপবাস (কামিকা)।
- গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
- ২৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৫ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/সোমবার
- দ্বাদশীর একোদ্দিষ্ট।
- একাদশীর পরাণ।
- ২৬ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৬ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
- ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- দরবেশ লালমিয়া সাঁই-এর তিরোধান উপলক্ষে সাধুসঙ্গ ও স্মরণ উৎসব।
- প্রতিবছর ১১ শ্রাবণ ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
- মুক্তিধাম আখড়াবাড়ি ও দরবার শরিফ।
- দৌলতপুর কলেজপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
- শাহেনশাহ আবদুল গণি শাহ আমানতপুরী (রহ) কেবলা কাবার বার্ষিক ওরশ।
- নোয়াখালী পুরাতন শহর কুতুব শাহেনশাহ আবদুল গণি শাহ আমানতপুরী (রহ) কেবলা কাবা।
- প্রতিবছর ১১ শ্রাবণ বার্ষিক ওরশ পালিত হয়।
- আমানতপুর শাহী দরবার শরীফ।
- জমিদার ছলিম মিয়ার দরজা, আমনতপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।
- চৌমুহনী চৌরাস্তা থেকে ১কিমি পশ্চিমে লক্ষ্মীপুর সড়ক জমিদার ছলিম মিয়ার দরজা আমানতপুর মাজার শরীফ।
- ২৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৭ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বুধবার
- চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
- অমাবস্যার নিশিপালন।
- শ্রীশ্রীকৈবল্যধামের ৯২তম প্রতিষ্ঠা দিবস।
- শ্রীশ্রীকৈবল্যধাম, পাহাড়তলী, চট্টগ্রাম, বাংলাদেশ।
- ২৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৮ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
- অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
- অমাবস্যার ব্রতোপবাস।
- চিতালগী অমাবস্যা (উৎকল)।
- মুখ্যাচান্দ্র শ্রাবণ শুক্লপক্ষ আরম্ভ।
- ২৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৯ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শুক্রবার
- প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
- প্রতিপদাদিকল্পে শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রারম্ভ।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস।
- সৎসঙ্গ মিশন সেবায়তন, ঝাড়গ্রাম আশ্রমের আচার্য্য স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজের আবির্ভাব দিবস।
- ৩০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/৩০ জেলহজ্জ ১৪৪৩ হিজরী/শনিবার
- দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
- স্বামী প্রেমানন্দের তিরোধান দিবস।
- বায়তুস সাইফ দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা সাইফুল ইসলাম ছিদ্দিকী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
- প্রতিবছর ৩০ জুলাই তাঁর দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
- এছাড়া প্রতিবছর ২৭-২৯ জানুয়ারি দরবারে সুন্নী এস্তেমা অনুষ্ঠিত হয়।
- সাইফুল ইসলাম ছিদ্দিকীর মাজার শরীফ।
- সাইফিয়া দরবার শরীফ, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
- হযরত শাহান শাহ্ রাহাত আলী শাহ্(রহ)-এর বার্ষিক ওরশ।
- প্রতিবছর ১৫-১৮ শ্রাবণ বাবার ওরশ অনুষ্ঠিত হয়।
- সকলে আমন্ত্রিত।
- হযরত শাহান শাহ্ রাহাত আলী শাহ্’র মাজার।
- মাছিনগর, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
- পবিত্র ফাতেহা এ মহান মূর্শিদে হক লক্ষ্মীপুরী।
- মুজতামিউস সুন্নী শাহসূফী মহান মুর্শিদে হক লক্ষ্মীপুরী (রহ) এর শানে মোবারকে ১ম বার্ষিক পবিত্র বেছাল এ হক দিবস উপলক্ষ্যে। রাহনুমায়ে আশেকানে সাইফি ও খলিফায়ে মহান মূর্শিদে হক লক্ষ্মীপুরী আলা এ দরবার হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী আস্ সাইফি (মা জি আ) এর আহ্বানে এই উৎসব আয়োজিত হয়।
- প্রতিবছর ১৫ শ্রাবণ দিনব্যাপী পালিত হয়।
- সাইফিয়া দরবার শরীফ।
- লক্ষ্মীপুর, বাংলাদেশ।
- দরবার-এ-ওলী হযরত পীরে কামেল মোখলেছ শাহ্ (র) বার্ষিক ওক্ত সম্মেলন ও ওরশ।
- প্রতিবছর ১৫-১৬ শ্রাবণ ২ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
- রাতব্যাপী বাউল গান পরিবেশন করেন দেশের স্বনামধন্য বাউল শিল্পীরা
- দুবাচাইল পাক দরবার শরীফ।
- ফরদাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
- ৩১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/১ মহরম ১৪৪৪ হিজরী/রবিবার
- তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
- মধুশ্রবা তৃতীয়া (তীজ)।
- হিজরী ১৪৪৪ সাল আরম্ভ।
- যোগাচার্য্য শ্রীমৎ ভবানন্দ গিরি মহারাজের তিরোভাব দিবস।
- সৎসঙ্গে শ্রীশ্রীবড়মার ১২৮তম শুভ আবির্ভাব দিবস।
- ১৪ শ্রাবণ ১৩০১ বঙ্গাব্দ আষাঢ় কৃষ্ণ দ্বাদশী।
- শ্রীবিশুদ্ধানন্দ পরমহংসদেবের ৮৫তম প্রয়াণ দিবস।
- ১৪ শ্রাবণ ১৩৪৪ বঙ্গাব্দ।
- মরমী কবি বাউল সাধক জালাল উদ্দীন খাঁর ৫০তম প্রয়াণ দিবস।
- ৩১ জুলাই তিনি দেহত্যাগ করেন।
- হযরত শাহ্ মোহাম্মদ মওলা বকস শাহ্ মখদুমী আল সাবরী (রহ) এর ২৩তম বার্ষিক ওরশ।
- প্রতিবছর ১-৩ মহরম ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
- তার ওরশ তিন জায়গায় একই সময় অনুষ্ঠিত হয়-
- হযরত শাহ মখদুম রূপোশ (রহ) এর দরবার।
- দরগাপাড়া, রাজশাহী, বাংলাদেশ।
- হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) এর দরবার।
- ভদ্রা, জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।
- মওলা চত্বর।
- ফায়ার বিগ্রেড, রাজশাহী, বাংলাদেশ।
এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান
(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)
- কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
- প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
- কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
- বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
- সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
- প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
- সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
- সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
- বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
- প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
- লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
- সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
- হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
- সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
- প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
- সাধুর বাজার।
- লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
- পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
- প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
- কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
- মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
- বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
- পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-
১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।
সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।
সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)>>
…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)
…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।