ভবঘুরেকথা
স্বামী নিত্যানন্দ গিরি

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আঠারো

জীবনের সুর-

প্রত্যেক মানুষ চায় জীবনে সুখ শান্তি ভালোবাসা
বেশি তো নয় এইটুকু করে সবের সামান্য আশা,
সঙ্গীতের আগে যেমন বাঁধে তানপুরার তার
জীবনে শান্তি আনন্দ যে পাবে সংঘ করেছে কার?১

সত্যম্ শিবম্ সুন্দরম্ হোক সবার জীবন
নিশ্চয় ভালো হবে করলে সকারাত্মক চিন্তন,
ভাঙতে পারে সবাই, গড়তে পারে কয়জন
ভাঙ্গা জিনিস যিনি গড়েন তিনিতো সজ্জন।।২

আমরা সবাই একটি যন্ত্র, আছে ভিন্ন ভিন্ন সুর
সঙ্গগুণে কেউবা হয় দেবতা কেউবা অসুর,
যন্ত্র যখন, কখনো ভালো কখনো হবে খারাপ
খারাপ হলে ভালো হবে সে, করে দিলে(ক্ষমা)মাফ।৩

দস্যু রত্নাকর ছিল খারাপ, হলো মুনি সে ভালো
বাল্মিকী হয়ে রামায়ণ লিখে জগত করলো আলো,
অঙ্গুলিমাল দুর্ধর্ষ ক্রুর সে এক ঘাতক ছিল
বুদ্ধের সংস্পর্শে পরিবর্তন হয়ে মহাত্মা হল।।৪

জীবনের সুর বদলায়, রং লাগে সদ্গুরুর সঙ্গে
মানুষ শিব, কৃষ্ণ সাজে যেমন রং লাগায় অঙ্গে,
হারমোনিয়াম থেকে বেরোয় সুর ভৈরবী বিলাবল
সৎশিক্ষা না পেলে মানুষও বলে আবোল তাবোল।।৫

শিল্পীর সংগীতের সাথে তবলজী বাঁধে তবলার সুর
তবেই সংগীত শ্রোতার শুনতে লাগে অতি মধুর,
আমাদেরও টিউন যদি কেউ করত ঠিক ঠিক
আমরাও পরিবর্তন করতে পারি ঠিক চলার দিক।।৬

অভাব-জরা-ব্যধিতে জীবনের হয় অবস্থা করুণ
অর্থ যশ প্রতিপত্তিতে বদলে সুর হয় অতি দারুণ,
মানুষের খাদ্য-সঙ্গ গুনে হয় অহংকারী আর অসুর
অসুরদের স্বভাব ও ভাষা নিশ্চয় হবেই তো বেসুর।।৭

মূলাধার এর বায়ু পৌঁছাবে যখন অনাহতে
শুনবে ওঙ্কারের মিষ্টি সুর ঐ আপন কানেতে,
সপ্তস্বর সাতটি চক্রে সবারই আছে বিদ্যমান
বাগদেবী বীণাপাণির কেউ যদি আশীর্বাদ পান।।৮

পূর্বজন্মের সুকৃতিতেই হয়, ঐ দেবীর আরাধনা
গন্ধর্ব বিদ্যা হলো সব সুরের শ্রেষ্ঠ সাধনা,
সংগীত যেমন গীত হয়, বাদ্য লয় তাল ছন্দে
জীবন চালালে ছন্দে, সব সময় থাকে আনন্দে।।৯

আমরা সবাই এক একটি যন্ত্র, আছে ভিন্ন সুর
অভ্যাস ও সংস্কারের অভাবে আসেনা জীবনে সুর,
বয়স বেড়ে যায় সকলের, ঋতু বদলায় চুপিসারে
মানব জীবন সব কর সার্থক, এসে এই সংসারে।।১০

আমরা সবাই করব ভালো ব্যবহার ও উপকার
জীবন পেয়েছি একবার, পাবো না তো বারবার,
বদলাবো আমরা আমাদের সুর ও ভাষা
সমাজের সবশ্রেণীর নর-নারীর কাছে এই আশা।১১

বদলে যায় ব্যবহার তার জীবনের সব সুর
শান্ত হয় প্রকৃতি, কণ্ঠ হতে বাণী ঝরে মধুর,
চেষ্টা করলে সকলের বদলে যাবে জীবনের সুর
চেষ্টার অভাব তাই হয়ে থাকে অনেকে অসুর।।১২

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: উনিশ>>

…………………
আরও পড়ুন-
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এক
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দুই
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তিন
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চার
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পাঁচ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ছয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সাত
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আট
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: নয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এগারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চৌদ্দ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পনেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ষোল
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সতেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আঠারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: উনিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: একুশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বাইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চব্বিশ

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: এক
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: দুই
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: তিন
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: চার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!