ভবঘুরেকথা
স্বামী নিত্যানন্দ গিরি

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চৌদ্দ

প্রেম ভালোবাসা-

আনন্দ করার জন্য করে প্রেমের কামনা
প্রেমে থাকে দুঃখ আছে অনেক যাতনা,
জীবন ছাড়া প্রেম নাই প্রেম ছাড়া জীবন নাই
তাইতো সে প্রেমের জন্য সুন্দর মন চাই।।১

প্রেমের মোহে পড়ে আবার কেউ বলির পাঁঠা হয়
প্রেমের অর্থ ঠিক না বুঝে, থাকে যত মৃত্যু ভয়,
সংসারে যে সম্বন্ধ দেখ ঐ প্রেম হ’ল লৌকিক
কৃষ্ণ, চৈতন্যের প্রেম ছিল জগতে এক অলৌকিক।২

চৈতন্য মার খেয়ে বলে না, তোমরা আর মেরো না
মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না,
চৈতন্যের, রাধাকৃষ্ণের প্রেমলীলা অত্যন্ত মধুর
সে নিষ্কাম প্রেমেতে হয় মনে আনন্দ ভরপুর।।৩

ভাব হয়, ভাব আসে প্রেম করতে, এ মন:দশা
দেহের আকর্ষণে হয় প্রেম, এর নাম ভালোবাসা,
দেখবে কামাতুরা না জানে, না ভয় না লজ্জা
অমঙ্গল যতই হোক, হবে দুজনের এক শয্যা।।৪

ভালোবেসে বলে জীবনে তোমাকে আমি চাই
তুমি ছাড়া জগত শূন্য, আর আমার কিছু নাই,
ভালোর মধ্যে বাস করা, তার নামই ভালোবাসা
ইন্দ্রিয় স্ফূর্তির জন্য যেন না হয়ে যাওয়া আসা।।৫

প্রেমের জন্যই প্রেম, না থাকে পাওয়ার আশা
শুধুই পাব কাছে আসক্তি ভরা, সে নয় ভালোবাসা,
কামের মোহে প্রেম হলে, সে হবেই কামান্ধ
আত্মার প্রতি প্রেমে হয়, অতি সুন্দর দিব্য গন্ধ।।৬

প্রেম হল ‘কর্ম, ‘কর্ম নিজে হয় না, করণ কর্তা চাই
মন হলো করণ, কর্তা ‘প্রেমিক-প্রেমিকা’ হয় তাই,
পরিব্রাজক হয়ে ঘুরে ছিলাম আমি বিশ্ব জুড়ে
প্রশ্ন করে ব্যর্থ কাটালে জীবন, কি পেয়েছ বলো মোরে?৭

যা পেয়েছি বলব কি করে?তার নাম (প্রেম) love!
কপর্দকশূন্য হয়েও জীবিত আমি, এটাই পরম লাভ,
লাভ ইজ গড, গড ইজ লাভ, ইহা শাস্ত্রের সার
হলে মোহ মোহব্বত শূন্য, হবে বৈতরণী পার।।৮

লৌকিক প্রেম নয়, দিব্য প্রেমে দাও পথ পাড়ি
দিব্য প্রেমের কাঙ্গাল কৃষ্ণ, তিনি হবেন তব দ্বারি,
ইন্দ্রিয় পরায়ণতায় দেখায় প্রেম, তাই জ্বালায় মরে
দিব্য প্রেমের হলে অধিকারী পৌঁছায় মোক্ষের ধারে।।৯

মীরা কৃষ্ণ প্রেমে থাকতো ডুবে দিনরাত
রাধা কৃষ্ণ বৃন্দাবনে করেছেন রাস সারারাত,
চৈতন্য কৃষ্ণ নাম বিলিয়েছেন পথে ঘুরে ঘুরে
মহাপ্রভুর প্রেম ভালোবাসা আছে আজ জগৎজুড়ে।।১০

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পনেরো>>

…………………
আরও পড়ুন-
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এক
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দুই
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তিন
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চার
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পাঁচ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ছয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সাত
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আট
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: নয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এগারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চৌদ্দ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পনেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ষোল
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সতেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আঠারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: উনিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: একুশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বাইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চব্বিশ

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: এক
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: দুই
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: তিন
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: চার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!