ভবঘুরেকথা
স্বামী নিত্যানন্দ গিরি

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: একুশ

সাংখ্য যোগ (পরবর্তী অংশ)-

(ইন্দ্রিয় নিগ্রহ ও চরিত্র গঠন)

সকল বস্তু ও ব্যক্তিতে যে আসক্তি রহিত
শুভাশুভতে যে নির্লিপ্ত প্রজ্ঞা তার প্রতিষ্ঠিত,
কূর্ম যেমন অঙ্গসমূহ করে সংহরণ
জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়কে করে নিয়ন্ত্রণ।।১

ইন্দ্রিয়ের দ্বারা করে যে বিষয় উপভোগ
আসক্তিবান পুরুষ সে ভোগে যত দুর্ভোগ,
বিষয় রসে অনাসক্তি যাদের স্বভাব
আসক্তিহীন পুরুষ করে পরমাত্মা লাভ।।২

বিষয়ের আকর্ষণ অত্যন্ত প্রবল
বুদ্ধিমানের মনকেও করে দেয় দুর্বল,
তার হয় বুদ্ধিস্থির যার ইন্দ্রিয় বশীভূত
যোগী হন সমাহিত, করে ইন্দ্রিয় সংযত।।৩

বিষয়-সঙ্গ মানব মনে, আনে হীনাসক্তি
সঙ্গ থেকে কাম, কাম থেকে ক্রোধোৎপত্তি,
বিষয়ের চিন্তা করলে আসক্তি জন্মায়
আসক্তি থেকে কামনা, মরে তার জ্বালায়।৪

ক্রোধ বাড়ে তখনই, কামে বাধা পায়
ক্রোধেতেই সব ধ্বংস, নাই কোন উপায়,
হিতাহিত জ্ঞানশূন্য, ক্রোধ হলে হয়
স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে পতন হয়।।৫

রাগ-অনুরাগ বর্জিত যার অন্তঃকরণ
আত্মপ্রসাদে সন্তুষ্ট, বিষয়ে করেনা বিচরণ,
মনের প্রসন্নতায় সব দুঃখ নাশ হয়
প্রসন্নচিত্ত যোগীর, বুদ্ধি স্থির হয়।‌।৬

মানুষ রাত্রে ঘুমায় দিনে করে জাগরণ
যোগী দিনেতে ঘুমায় রাত্রে করে সাধন,
মন ইন্দ্রিয় যার থাকে না নিজ বশে
অশান্ত হৃদয়ে তাই, শান্তি পাবে কিসে?৭

ইন্দ্রিয় নিগ্রহ করে, করো চরিত্র গঠন
ব্যর্থ সময় যাচ্ছে চলে, করবে মনন,
ইন্দ্রিয় গুলি বিষয়েতে যার হয়না স্থিত
সবেতে নিবৃত্ত হলে, হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত।।৮

নদী গুলি যেমন বেগে, সিন্ধু প্রবেশ করে
কাম সমুহ তেমনি করে, ঢুকে মনের ঘরে,
সাগরের জলে সব নদী, সাগরে মিশে যায়
ঠিক তেমনই যোগীর মনে কামাদি মিলায়।।৯

সমস্ত কামনা করে ত্যাগ, হয়ে মমত্ব শূন্য
অহংকারহীন নিস্পৃহ হয়ে থাকে শান্তিপূর্ণ,
কামাদি ত্যাগ করে সব, নিস্পৃহ যে হয়
আমিত্বহীন নিরহংকারী সে, পরম শান্তি পায়।।১০

পূর্বের সুকৃতি বশে ভোগে থাকে রত
শান্তি সুখ পায় তাই, হেথা অবিরত,
কৃষ্ণ দিলেন অর্জুনে গুঢ় জ্ঞান যত
ব্রহ্মেস্থিতি হবে তব, চলো ঠিক মত।।১১

ব্রহ্মপ্রাপ্ত এরূপ পুরুষ, মোহগ্রস্ত নয়
মানব-দেহ ধারণ করেও, তিনি ব্রহ্মময়,
ব্রহ্মপ্রাপ্ত যোগিগণের এরূপ হয় স্থিতি
অন্তিম ক্ষণে পরমানন্দে, ব্রহ্মময় গতি।।১২

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বাইশ>>

…………………
আরও পড়ুন-
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এক
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দুই
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তিন
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চার
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পাঁচ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ছয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সাত
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আট
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: নয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এগারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চৌদ্দ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পনেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ষোল
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সতেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আঠারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: উনিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: একুশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বাইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চব্বিশ

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: এক
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: দুই
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: তিন
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: চার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!