ভবঘুরেকথা
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)

ফেব্রুয়ারি মাসের দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
২০২২ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা মাঘ-ফাল্গুন মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু

ফেব্রুয়ারি মাসের তিথিসমূহ –

 

  • ফেব্রুয়ারি মাসের পূর্ণিমা:
    • মাঘী পূর্ণিমা
      • ১৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
      • মঙ্গলবার।

 

  • ফেব্রুয়ারি মাসের অমাবস্যা:
    • মৌনী অমাবস্যা।
      • ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ১৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
      • মঙ্গলবার।

 

  • ফেব্রুয়ারি মাসের একাদশী:
    • জয়া বা ভৈমী একাদশী।
      • ১২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
      • শনিবার।
      • ভোর ৬:৩৩ মিনিট থেকে সকাল ১০:১৯ মিনিট।
    • বিজয়া একাদশী।
      • ২৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ১৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।
      •  রবিবার।
      • ভোর ৬:২১ মিনিট থেকে সকাল ১০:১৫ মিনিট।

 

  • ফেব্রুয়ারি মাসের উপবাস:
    • ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/মঙ্গলবার
      • মৌনী অমাবস্যার উপবাস।
    • ১৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/সোমবারৱ
      • লোকনাথ বাবার উপবাস।
    • ১৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/বুধবার
      • পূর্ণিমার উপবাস।
    • ২৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/রবিবার
      • একাদশীর (বিজয়া) উপবাস।
      • গোস্বামী মতে ও নিম্বার্কমতে অদ্য ত্রিস্পৃশামহাদ্বাদশীব্রতের উপবাস।

 

ফেব্রুয়ারি মাসের পরবসমূহ –

  • ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৮ জামা সানি ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • মৌনী অমাবস্যা।
    • অমাবস্যা ও প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হাফেজ নগরী আল্ মাইভান্ডারী বার্ষিক ওরশ
      • গাউছে জামান শাহ্সূফী হযরত আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা
      • সৈয়দ ফজলুর রহমান শাহ্ (ক)
      • হাফেজ নগর দরবার শরীফ।
      • গাউছিয়া আছাদ মঞ্জিল
      • সাতবাড়ীয়া, চন্দনাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • পবিত্র সুরেশ্বর দরবার শরীফের ওরশ মোবারক।
      • সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শীদুনা সাইয়েদুনা হযরত মাওলানা শাহ্ আহাম্মদ আলী ওরফে বাবা জানশরীফ শাহ্ সুরশ্বরী (রা) এর ওরশ।সপ্তাহব্যাপী ওরশ মোবারক।
      • সকল অলী প্রেমিকদের দাওয়াত রইলোমহতি ওরশ মাহফিলে অংশগ্রহণ করার জন্য।
      • আরজ গুজারঃ শাহ্ সূফী সৈয়দ সেলিম নূরী আল সুরেশ্বরী।
      • সুরেশ্বরী নূরী তাজ মঞ্জিল, শাহ্ সূফী সেলিম নূরীর আস্তান শরীফ, সুরেশ্বর দরবার শরীফ।
      • নাড়িয়া, শরিয়তপুর, বাংলাদেশ।
    • পীরে কামেল হযরত মুনসী মোহাম্মদ আব্দুল রসূল শাহ্ চিশতী (র) ১৮৯তম বার্ষিক ওরশ।
      • চারদিনব্যাপী ওরশ।
      • ফুলকুচি দরবার শরীফ।
      • ফুলকুচি, শ্রীনগর, মুন্সীগঞ্জ (বিক্রমপুর), বাংলাদেশ।
    • রেজভীয়া দরগাহ্ শরীফে মহান আহলে বাইতের স্মরণে ১২তম বার্ষিক ওরশ।
      • সকলে নিমন্ত্রিত।
      • রেজভীয়া দরগাহ্ শরীফ, নেত্রকোণা, বাংলাদেশ।
    • দয়াল বাবা গাউছুল আযম হযরত আক্কেল আলী শাহ্ (র)-এর ৪৬ তম বার্ষিক ওরশ।
      • ১৮ থেকে ২০ মাঘ তিন দিনব্যাপী সাধুসঙ্গ।
      • রাতব্যাপী বাউল গান পরিবেশিত হবে।
      • উক্ত সম্মেলনে আপনি স্ব-বান্ধব আমন্ত্রিত।
      • হাটুভাঙ্গা পবিত্র মাজার শরীফ।
      • রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
      • নরসিংদী আরশিনগর থেকে সিএনজি যোগে হাটুভাঙ্গা দরবার শরীফ।
      • রেলপথে ঢাকা-চট্টগ্রাম লাইনে হাটুভাঙ্গা স্টেশনের সন্নিকটে।
      • সড়কপথে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল-কামারটেক-চৈতন্য-সৃষ্টিগড় যে কোনো জায়গা থেকেই হাটুভাঙ্গা আসা যায় সিএনজি যোগে।
    • দয়াল বাবা আবদুর রব ভূইয়া (র) ৬ষ্ঠ বার্ষিক ওরশ।
      • শাহী পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধ, জিন্দা অলি,
      • শাহ্ সুলতান, হযরত খাজা দয়াল বাবা আবদুর রব ভূইয়া।
      • ১লা ফেব্রুয়ারি এক দিনব্যাপী ওরশ।
      • শাহী পাক দরবার শরীফ।
      • বুড়িচং, কুমিল্লা, বাংলাদেশ।
      • শাসনগাছা/মিরপুর বাস স্ট্যান্ড হইতে বাস বা সিএনজি যোগে বুড়িচং কলেজ গেটে নেমে পশ্চিম দিকে দরবার শরীফ।
    • পীরে কামেল হযরত মুন্সী মোহাম্মদ আব্দুল রসূল শাহ্ চিশতী (রহ) ১৮৫তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৮-২১ মাঘ ৪ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • ফুলকুচি দরবার শরীফ।
      • ফুলকুচি, শ্রনগর, মুন্সীগঞ্জ (বিক্রমপুর), বাংলাদেশ।

 

  • ২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৯ জামা সানি ১৪৪৩ হিজরী/বুধবার
    • মাঘ শুক্লাদি।
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • সৈয়দ লোকমান হাকিম দরবেশ (রহ) এর মাজার শরীফের বাৎসরিক ওরশ।
      • ৫দিন ব্যাপী অনুষ্ঠানমালা।
      • লোকমানিয়া দরবার শরীফ।
      • ঝিটকা শরীফ, হরিরামপুর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • দয়াল বাবা আবদুর রব ভূইয়া (র) ৬ষ্ঠ বার্ষিক ওরশ।
      • শাহী পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধ, জিন্দা অলি, শাহ্ সুলতান, হযরত খাজা দয়াল বাবা আবদুর রব ভূইয়া।
      • ১লা ফেব্রুয়ারি এক দিনব্যাপী ওরশ।
      • শাহী পাক দরবার শরীফ।
      • বুড়িচং, কুমিল্লা, বাংলাদেশ।
      • শাসনগাছা/মিরপুর বাস স্ট্যান্ড হইতে বাস বা সিএনজি যোগে বুড়িচং কলেজ গেটে নেমে পশ্চিম দিকে দরবার শরীফ।

 

  • ৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১ রজব ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী মহামানব গণেশ পাগলের জন্ম উৎসব।
      • ৩ দিনব্যাপী মহোৎসব ও মেলা।
      • উক্ত অনুষ্ঠানে যোগ দিয়ে মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করুন।
      • শ্রীশ্রী মহামানব গণেশ পাগলের জন্মস্থান।
      • পোলসাইর, কোটালীপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ।
      • গোপালগঞ্জ বা কোটালীপাড়া হতে কাজুলিয়া পোলসাইর পাগলের বাড়ি।
      • টুঙ্গিপাড়া হতে গোপালপুর নেমে বরইহাটী দিয়ে পোলসাইর পাগলের বাড়ি।
      • গান্ধিযাশুর হতে দত্তডাঙ্গা নেমে পোলসাইর পাগলের বাড়ি।
    • শিবরাজ গিরি নাগাবাবার ২৯তম তিরোধান উৎসব।
      • ৩-৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
      • মঙ্গলধ্বজা উত্তোলন ও গুণকীর্তন, চণ্ডীযজ্ঞ, মাতৃপূজা, নাগা বাবার বিশেষ পূজা ও অন্নপ্রসাদ, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন, গুরুপূজা, মাতৃপূজা এবং মহাপ্রসাদ বিতরণ।
      • আনন্দময়ী কালী মন্দির ও নাগা বাবার সমাধিপীঠ।
      • সারোয়াতলী, বোয়ালখালী চট্টগ্রাম।
    • হযরত শাহ সূফি মাওলানা হোসেন পাগল চাঁন্দের বার্ষিক ওরশ।
      • হযরত শাহ সূফি মাওলানা ফসি পাগল চাঁন্দের আশেক হযরত শাহ সূফি মাওলানা হোসেন পাগল চাঁন্দ।
      • ২০ মাঘ দিনব্যাপী।
      • বরকতীয়া দরবার শরীফ।
      • চনপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাজা মঈনউদ্দিন চিশতী (র)-এর ৬৭তম বার্ষিক ওরশ।
      • ১-৭ রজব সাত দিনব্যাপী ওরস।
      • প্রতিরাতে পালাগানের আসর।
      • খানকায়ে দারুল ইসক।
      • আজমিরী গলি, ২নং বাবুরাই, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত শাহ্ জাহান শাহ্ (রা) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ জাহান শাহ্ (রা)।
      • প্রতিবছর ২০ মাঘ তাঁর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • চলতি বছর তার ৫১৬তম ওরশ পালিত হয়েছে।
      • হযরত শাহ্ জাহান শাহ্ (রা) এর মাজার শরীফ।
      • কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • শাহসূফী ছৈয়দ মোসাব্বির হোসাইনী চিশতী (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।।
      • শাহসূফী ছৈয়দ মোসাব্বির হোসাইনী চিশতী (রহ) এর মাজার ।
      • শামপুর দায়রা শরীফ, শামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২ রজব ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী গণেশ চতুর্থী ও গণেশ পূজা।
    • বরদা চতুর্থী, সৌভাগ্য কামনায় শ্রীশ্রীগৌরী পূজা।
    • শ্রীশ্রী কমলামতার আবির্ভাব।
    • সিরাজ শাহ্’র ওরশ।
      • দুই দিনব্যাপী অনুষ্ঠান।
      • কাদরিয়া ভান্ডার, সিরাজ শাহ্’র আস্তানা।
      • পুরান বন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, ঢাকা।
    • শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর নারায়ণগঞ্জ শহরে শুভাগমন তিথিতে ১৪তম বার্ষিক মিলনমেলা।
      • বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর নারায়ণগঞ্জ শহরে শুভাগমন তিথিতে সতীর্থ ভাই বোনদের মিলনমেলা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
      • পরমারাধ্য গুরুদেবের আসন গ্রহণ, শ্রমদ্ভগবদ গীতা পাঠ, গুরুপূজা, গুরু মহিমা আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, গায়ত্রী জপ ও গুরু বন্দনা, রাস আরতী কীর্ত্তন ও প্রসাদ বিতরণ।
      • উক্ত মিলন মেলা অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।
      • আয়োজনে: বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ।
      • শ্রীশ্রী রামসীতা জিউর বিগ্রহ মন্দির।
      • দেওভোগ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • মোকাম্মেল নূরুল আহাদ হযরত গাউসুল আযম শাহান শাহ্ সৈয়দ হযরত লোকমান হাকিম দরবেশ (র) শাইয়্যেন আল্লাহ্ এর ৪৩তম ওরশ।
      • ২০-২২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
      • ৩-৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • প্রধান দিবস ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ইং শুক্রবার।
      • দরবার-এ-লোকমানিয়া।
      • ঝিটকা শরীফ, হরিরামপুর, মানিকগঞ্জ।
    • মাইজভান্ডারী দায়রা শরীফের বার্ষিক ওরশ।
      • ১৩৫ বছর আগে প্রতিষ্ঠিত এই দায়রা শরীফে মাইজভান্ডার দরবার শরীফের পীর সাহেব ছৈয়দ শফিউল বসর মাইজভান্ডারী এবং ছৈয়দ মুজিবুল বসর মাইজভান্ডারী বহুবার এসেছেন।
      • প্রতিবছর মাঘ মাসের তৃতীয় শুক্রবার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
      • এছাড়া প্রতি বুধবার দায়রা শরীফে সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হয়।
      • মাইজভান্ডারী দায়রা শরীফ।
      • দরবেশ পুর, সোনাইমুড়ী, রামগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।
      • সোনাইমুড়ী সড়কের পাশে অবস্থিত।
    • তাপসকূল শিরমণি খাজা লাডুমশাহ্ (র) স্মরণে নূরীশাহ্ বাবার উদ্ভব ‘সুফিধারা উৎসব’।
      • প্রতিবছর ২-৩ রজব অনুষ্ঠিত হয়।
      • অনুষ্ঠানের মূল আকর্ষণ পালাগান ‘সুফি তত্ত্ব বনাম বাউল তত্ত্ব।
      • আপনারা সবান্ধব আমন্ত্রিত।
      • হযরত লাডুমশাহ্ (র) আধ্যাত্মিক গবেষণা কেন্দ্র।
      • কালারাইয়া-ধনপতিখোলা, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৩ রজব ১৪৪৩ হিজরী/শনিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী লক্ষ্মী সরস্বতী পূজা।
    • শ্রীশ্রী গৌরাঙ্গ গৃহিণী বিষ্ণুপ্রিয়াদেবীর জন্মোৎসব।
    • শ্রীশ্রী সরস্বতী পূজা প্রসাদের আয়োজন।
      • লোকনাথ বাবার মন্দির।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • শ্রীশ্রী সরস্বতী পূজা মহোৎসব ও বীণাপানি কার্নিভ্যাল।
      • ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ।
    • শেখ ফকির আলী আজম শাহ্ বারপুরী (ক) এর ওরশ।
      • ২২ মাঘ দিনব্যাপী।
      • বারগাঁও দরবার শরীফ।
      • বারগাঁও, ছাতার পাইয়া, সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।
    • হযরত চাঁদপুরী শাহ্ কেবলার ১২৮তম ওরশ।
      • ২২ মাঘ দিনব্যাপী।
      • আশরাফ নগর দরবারে চাদপুরী শাহ্।
      • লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ।
    • টুইন্যার বাড়িতে মাইজভান্ডারী দায়রা শরীফ।
      • প্রতি বছর ২২মাঘ বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
      • খাদেমের ভাষ্যমতে চলতি বছর ১২০তম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
      • জানা যায়, বাবা ভাণ্ডারী কেবলা ও কাবার হুকুমে উক্ত খানকা শরীফ মাহফিল শুরু হয়।
      • পশ্চিম শেখপুরা গ্রাম, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৪ রজব ১৪৪৩ হিজরী/রবিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • স্বামী অখন্ডানন্দের তিরোধান দিবস।
    • শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়াদেবীর জন্মোৎসব।
    • হযরত শাহ মজলিস আমিন (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন‍্যতম
      • মজলিস আমিনের মাজার শরীফ।
      • উচাইল, শংকরপাশা, রাজিউড়া, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত চেরাগী পীর ফতেহ্ আলী শাহ্ (র) সাহেবের বার্ষিক ওরশ।
      • ২৩-২৫ মাঘ তিন দিনব্যাপী ওরশ।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • রাধানগর (পীরপুর মাজার নামে পরিচিত)।
      • সাহেরচর বাজার, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
      • নারায়ণপুর বাসস্ট্যান্ড হতে ৩ কিমি দক্ষিণে।
      • শ্রীনিধি রেলস্টেশন থেকে ১ কিমি উত্তরে।
    • মোক্তার ভান্ডারীর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ছৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী (ক) এর আশেক মোক্তার ভান্ডারী।
      • প্রতিবছর ২৩ মাঘ তার ওফাত বার্ষিকীতে তার ওরশ পালিত হয়।
      • মোক্তার ভান্ডারীর মাজার শরীফ।
      • মোক্তার ভান্ডারীর বাড়ি, গাংচিল, চর এলাহী, কোম্পানিগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৫ রজব ১৪৪৩ হিজরী/সোমবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • খাজা বাবা মাওলানা ফজলুর রহমান চিশতী নিজামপুরীর তিরোধান দিবস।
      • শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর দাদা গুরু হলেন ফজলুর রহমান চিশতী নিজামপুরী।
      • তিনি দেহত্যাগ করেন ৬ রজব সোমবার ১৩৩৭ হিজরি।
      • প্রতিবছর ৫ রজব দিবাগত রাত ৬ রজব একদিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • কে এম হাট নৈরাজপুর, ফাজিলপুর, ফেনী, বাংলাদেশ।
    • হয়রত শাহ শাসছুদ্দিন আউলিয়া সুলতানুল বোখারী (রহ)-এর বার্ষিক ওরশ।
      • হয়রত শাহ শাসছুদ্দিন আউলিয়া সুলতানুল বোখারী (রহ) বোখারী শহর থেকে হযরত শাহ জালাল(রহ)-এর সাথে তথা ৩৬০ জন আউলিয়ার সাথে বাংলায় আগমন করেন।
      • তাঁদের মধ্যে প্রসিদ্ধ ১২ জন আউলিয়ার একজন ছিলেন তিনি।
      • ১০০৩ হিজরী সনে তিনি পর্দা নেন।
      • মাঘ মাসের শেষ সোমবার থেকে ১৫ দিন ব্যাপি তাঁর ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে।
      • হয়রত শাহ শাসছুদ্দিন আউলিয়া সুলতানুল বোখারীর মাজার।
      • কুড়িখাই গ্রাম, ৫নং মুমুরদিয়া ইউনিয়ন, কটিয়াদী, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
    • লহরী হযরত দয়াল বাবা তিতু শাহ্ ও এনায়েত শাহ্ (র)-এর ১৫৭তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৪ থেকে ২৬ মাঘ তিন দিনব্যাপী ওরশ উদযাপিত হয়।
      • লহরী হযরত তিতু শাহ্ মাজার প্রাঙ্গণ।
      • নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • নফেল শাহ্’র বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৪ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • নফেল শাহ্’র মাজার প্রাঙ্গণ।
      • চড়পাড়া, স্বস্তিপুর, বেলঘোরিয়া, ইবি, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৬ রজব ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী বরাহদেবের আবির্ভাব।
    • পীরে কামেল হযরত শাহ সুফী রজ্জব শাহ (র) এর ওফাত দিবসের ওরশ।
      • তিন দিনব্যাপী ওরশ।
      • প্রত্যহ বাদ ফজর কোরান তেলাওয়াত দুরূদ শরীফ পাঠ ওয়াজ নছীহত ও হালকায়ে জিকির। বাদ এশা সামা কাওয়ালী। শেষদিন বাদ যোহর আখেরী মোনাজাত।
      • জোকা দরবার শরীফ।
      • পীরে কামেল হযরত শাহ সুফী রজ্জব শাহ (র) এবং পুত্র হযরত শাহ সুফী মাওলানা নূর মোহাম্মদ (নূরী শাহ) (র) এর মাজার শরীফ।
      • দৈবজ্ঞ হাটী, মোড়লগঞ্জ, বাগেরহাট, বাংলাদেশ।
    • গুরুছায়া আশ্রমে মহামিলন উৎসব।
      • গুরুছায়া আশ্রম, ভারত।
    • লালন সাধক মনোরঞ্জন গোসাঁই স্মরণে সাধুসঙ্গ।
      • পান্টি, কুমারখালি, কুষ্টিয়া, বাংলাদেশ।
      • চেড়াগ সাঁইজির ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • রাজপুর, ফকিরপাড়া, যাদবপুর, মেহেরপুর।
    • মহরম ফকিরের খেলাফত দিবস উপলক্ষ্যে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • লালন সাধক মনোরঞ্জন গোসাঁই স্মরণে সাধুসঙ্গ।
      • আদাবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • চেড়াগ সাঁইজির ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • রাজপুর, ফকিরপাড়া, যাদবপুর, মেহেরপুর।
    • ২৬তম বার্ষিক মহা পবিত্র ওরশ।
      • হযরত শাহ্ সূফী মো. নওয়াব আলী শাহ্ ওরফে ফজলুল হক মজনু কেবলাকাবা কল্যাণপুরীর বার্ষিক ওরশ।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • প্রতিদিন রাতব্যাপী পালাগান অনুষ্ঠিত হয়।
      • কল্যাণপুর বড়বাড়ি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মাণবাড়িয়া, বাংলাদেশ।
      • ঢাকা বা কুমিল্লা হতে হোমনার বাস যোগে হোমনা নেমে কল্যাণপুর যাবার অবস্থা আছে। বা নারায়ণগঞ্জ হতে সরাসরি লঞ্চ যোগে উজানচর।
    • সুরেশ্বর দরবার শরীফের খলীফা জান শরীফ (রহ)-এঁর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ২৫মাঘ ও ২৪চৈত্র মাজার শরীফে বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • ১১০ বছর ধরে মাজারে ওরশ পালিত হয়ে আসছে।
      • প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হয়।
      • সুরেশ্বর দরবার শরীফের খলীফা জান শরীফ (রহ)-এঁর মাজার শরীফ।
      • বাঞ্ছানগর, লক্ষ্মীপুর পৌরসভা, ৫নং ওয়ার্ড, সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • আবদুল ফকির সাহেবের বার্ষিক ওরশ।
      • কালা চাঁন গাজী (রহ) এর খলিফা আবদুল ফকির সাহেব (রহ)।
      • প্রতিবছর ২৫ মাঘ বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • চলতি বছর ৭০তম ওরশ শরীফ পালিত হয়েছে।
      • আবদুল ফকির সাহেবের রওজা শরীফ।
      • রেহানিয়া বুড়িরচর, সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
    • রহিমিয়া রশিদিয়া দরবার শরীফে ৬৯তম ওরশ।
      • প্রতিবছর ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • ৬-৮ রজব ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • ২৭-২৮ রজব ২ দিনব্যাপী উক্ত দরগাহে ওরশ শরীফ পালিত হয়।
      • রহিমিয়া রশিদিয়া দরবার শরীফ।
      • পূর্বসুলতান পুর, ফরহাদ নগর, কৃষ্ণ মজুমদার হাট, ফেনী সদর, বাংলাদেশী।
    • তরীক উদ্দীন চিশতী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • ৬ রজব খাজা বাবার ওফাত বার্ষিকীতে উক্ত মাজারে ওরশ পালিত হয়।
      • এছাড়া প্রতিবছর ২৬ কার্তিক তাঁর বেছাল তারিখে ওরশ পালিত হয়।
      • তরীক উদ্দীন চিশতী (রহ) মাজার
      • আরিফ হাজীর পুল, হাজীপুর, বেগমগঞ্জ, নোয়াখালী।
    • মোল্লাবাড়ী পাক দরবার শরীফ বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৫ মাঘ ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলক গানের আয়োজন।
      • মোল্লাবাড়ী পাক দরবার শরীফ।
      • কেওয়া পশ্চিম খণ্ড, সরকারপাড়া, ৯নং ওয়ার্ড, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
    • শাহ্ সূফী সৈয়দ বাহাউদ্দীন (রহ) এর মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৫ মাঘ তার ওরশ পালিত হয়।
      • শতবছরেরও বেশি সময় ধরে তার ওরশ পালিত হচ্ছে।
      • শাহ্ সূফী সৈয়দ বাহা উদ্দীনের মাজার।
      • দালাল বাাজার সংলগ্ন, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • আবদুল খালেক প্রকাশ বাঘা মামার মাজারের বার্ষিক ওরশ।
      • বাঘা মামা ত্রিপুরার অধিবাসী ছিলেন। দেশ ভাগের পর তার বাবা পরশুরাম এদেশে চলে আসেন। বাঘে নিয়ে যাওয়ার ১২ বছর পর তাকে ত্রিপুরার একটি ভাঙা কবরে কাঁদতে দেখা যায়। এরপর থেকে তিনি বাঘা মামা হিসেবে খ্যাতি পান।
      • প্রতিবছর ৮ ফেব্রুয়ারি তাঁর ওরশ পালিত হয়।
      • আবদুল খালেক প্রকাশ বাঘা মামার মাজার।
      • বাউরখুমা (বিলোনিয়া স্থলবন্দরের পূর্ব পাশে) পরশুরম, ফেনী, বাংলাদেশ।
    • খাজাবাবা মাওলানা ফজলুর রহমান চিশতী নেজামপুরী (রহ)’র বার্ষিক ওরশ।
      • ওফাত ৬ রজব ১৩৩৭ হিজরীতে।
      • তার প্রথম রওজা মোবারক নেজামপুর মীরসরাই, চট্টগ্রাম।
      • ২৮ বছর পর অক্ষত অবস্থায় পুনঃ দাফন ৫ জ্বেলক্বদ ১৩৬৫ হিজরীতে।
      • প্রতিবছর ৬ রজব তার ওফাত বার্ষিকী স্মরণে ওরশ পালিত হয়।
      • এছাড়া ৫ জ্বেলক্বদ তার পুনঃ দাফন উপলক্ষ্যে ওরশ পালিত হয়।
      • খাজাবাবা মাওলানা ফজলুর রহমান চিশতী নেজামপুরী (রহ) এর মাজার শরীফ।
      • কেএম হাট, নেয়াজপুর, ফেনী, বাংলাদেশ।

 

  • ৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৭ রজব ১৪৪৩ হিজরী/বুধবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ফকির গণি (বাদের শাহ্) সাঁইজির ওফাতের সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ছেঁউড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • ফকির মহরম শাহ্-এর সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • আরশিনগর আখড়াবাড়ি।
      • আদাবাড়িয়া, দৌলতপুর কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা।
      • চৌকি বিলপাড়, নবীগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত দুলাই শাহ (রহ)-এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • সিরাজ নগর(কাকিয়া বাজার সংলগ্ন) , শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাংলাদেশ।
    • সাধক কবি রজ্জব আলী দেওয়ানের বার্ষিক ওফাত দিবসের ওরশ।
      • ২৬ মাঘ এক দিনব্যাপী ওরশ।
      • দেওয়ান বাড়ি।
      • খেজুরবাগ, কেরানীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • রজ্জবচাঁন সামছুল আরেফিন হযরত খাজা দেওয়ান শাহ মোঃ রজ্জব আলী চিশতী নিজামী (রা) এর ২৮তম বার্ষিক ওরশ।
      • ২৬ মাঘ এক দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • দেওয়ান বাড়ি।
      • চর খেজুরবাগ দরবার শরীফ।
      • পার গেণ্ডারিয়া, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • শফি ভান্ডার শাহী দরবার শরীফের ৪৩তম ও ১২তম বার্ষিক ওরশ।
      • হাজত রওয়া মুশকিল কোশা শাহ্ সুফি হযরত মৌলানা শফি উদ্দিন (রহ) আল মাইজভাণ্ডারী ও হযরত শাহ্ সুফি আলহাজ্ব মৌলানা ছৈয়দ নূর আল মাইজভাণ্ডারীর ওফাত উপলক্ষ্যে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৬ মাঘ ওরশ অনুষ্ঠিত হয়।
      • শফি ভাণ্ডার শাহী দরবার শরীফ।
      • নোয়াপাড়া (শেখপাড়া), রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • সুলতানুল আউলিয়া হজরত শাহ্ছুফী আলহাজ্ব খানবাহাদুর আহছানউল্লা (র) এর ৫৮তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৬-২৮ মাঘ ৩ দিনব্যাপী ওরশ পালিত হয়।
      • নলতা শরীফ।
      • নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ।
      • নলতা বাস স্ট্যান্ডেই এই মাজার শরীফের অবস্থান।

 

  • ১০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৮ রজব ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • দশমীয় একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী অনুকূল চন্দ্রের তিরোধান তিথি।
    • অনুকূল ঠাকুরের ৫৪তম তিরোধান দিবসে সৎসঙ্গ।
      • হেমায়েতপুর, পাবনা, বাংলাদেশ।
    • ফকির হযরত শাহ্ লাল শাহ্ চিশতী (র)’র ৪১৪তম বার্ষিক ওরশ।
      • পীরে কামেল দয়াল বাবা ফকির হযরত শাহলাল শাহ্ চিশতী (র)।
      • চিশতিয়া নিজামিয়া সাবেরিয়া, মাদারী তরিকা।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • নূরুল্লাহ্পুর পাক দরবার শরীফ।
      • হযরত শাহ্ সুফি জসিম চিশতীর মাজার প্রাঙ্গনে।
      • দক্ষিণ বাহ্রা, দোহার, ঢাকা, বাংলাদেশ।
    • শ্রীশ্রী কৃষ্ণ চন্দ্র সাধু বাবার ১০০তম বার্ষিক পূজা।
      • প্রতিবছর ২৭ মাঘ থেকে ৭দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয়।
      • মহোৎসব হয় ৩রা ফাল্গুন।
      • গীতা পাঠ, পদাবলী কীর্ত্তণ, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ ও ভক্তিমূলক গান।
      • শ্রীশ্রী কৃষ্ণ চন্দ্র সাধু, সাধু মা আমরীর সমাধি আশ্রম।
      • নূরালাপুর, মাধবদী, নরসিংদী, বাংলাদেশ।
      • যে কোনো জায়গা থেকে বাসে করে মাধবদী বাসস্ট্যান্ড নামতে হবে। সেখান থেকে অটো বা রিকসা যোগে নূরালাপুর কৃষ্ণ সাধুর মন্দির।
    • গোঁসাই সমর সিংহ স্মরণ উৎসব।
      • ১০ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • আরবপুর সদর, যশোর, বাংলাদেশ।
    • হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আলী প্রকাশ নানা শাহ্ (র) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৭ মাঘ তার বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আলী প্রকাশ নানা শাহ্ (র) মাজার।
      • মান্নান নগর, সদর, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/৯ রজব ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • দশমী এবং একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী রামঠাকুরের আবির্ভাব তিথি।
    • হযরত কুতুব শাহ (রহঃ) এর মাজার শরীফের ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • অষ্টোগ্রাম, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
    • শাহেন শাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ মনা ভান্ডারী কেবলা (ক) এর বার্ষিক ওরশ।
      • ১ দিনব্যাপী ওরশ।
      • আহমদিয়া রহমানিয়া মনা ভান্ডার মিরা পাড়া দরবার শরীফ প্রাঙ্গণ।
      • কাপ্তাই রোড, মদুনাঘাটের পূর্বে মিরাপাড়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • পীরে কামেল হযরত এলাহী বক্স ফকিরের খলিফা, সিদ্দিক ফকিরের ওফাত স্মরণে ২৫তম বার্ষিক ওরশ।
      • রাতব্যাপী লালন ভাব সংগীত।
      • সোহেল রানার বাড়ি, রুদ্র বয়ড়া, পুকুরপাড় ঈদগাহ মাঠ সংলগ্ন, তারাকান্দি, বাংলাদেশ।
    • ওস্তাদজী হযরত শাহ্ শামসুদ্দিন তাবরেজী (রহ)-এর বার্ষিক ওরশ।
      • শাহান শাহে তরিকত আউলিয়াকুল শিরমণি জগৎ বরেণ্য সুফী সাধক কিবলাহ কাবা মহান ওস্তাদজী হযরত শাহ্ শামসুদ্দিন তাবরেজী (রহ) ছিলেন হযরত মখদুম শাহোদৌলা শহীদ ইয়ামেনী (রহ) এবং হযরত মাওলানা জালাল উদ্দিন রুমী (রহ)-এর পীর ও মুর্শিদ।
      • ৯ রজব, ২৮ মাঘ এক দিন ব্যাপী ওরশ
      • মখদুমিয়া জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণ।
      • দরগাহপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
    • শাহ্ সুফী হাছেন শাহ্ পাগলের বার্ষিক ওরশ।
      • ২৮ মাঘ একদিন ব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • শাহ্ সুফী হাছেন শাহ্ পাগলের মাজার।
      • কেন্দুয়া, নেত্রকোনা, বাংলাদেশী।
    • দেওয়ান আক্কাস আলী চিশতী নিজামী (র) এর পবিত্র ওফাত শরীফ।
      • সামছুল আরেফিন হযরত খাজা দেওয়ান শাহ্ মো: রজ্জব আলী চিশতী নিজামী (র)-এর রূহানঈ সন্তান (ভক্ত ছেলে) দেওয়ান আক্কাস আলী চিশতী নিজামী (র)।
      • ২৮ মাঘ এক দিনব্যাপী ওরশ আয়োজিত হয়।
      • আক্কাস আলী চিশতীর মাজার।
      • গাউদিয়া, লৌহজং, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত ইলিয়াস শাহ্ ওরফে ছালা পাগলের মাজার ও পাক দারবার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৮ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • এছাড়াও ১৪ ভাদ্র ছালা পাগলের ওফাত দিবসের ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত ইলিয়াস শাহ্ ওরফে ছালা পাগলের মাজার ও পাক দারবার শরীফ।
      • বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১০ রজব ১৪৪৩ হিজরী/শনিবার
    • একাদশী।
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর (জয়া বা ভৈমী) উপবাস।
    • গোস্বামী ও নিম্বার্কমতে অদ্য একাদশীয় উপবাস।
    • গোস্বামী মতে- একাদশ্যরম্ভকল্পে মাঘকৃত্য সমাপন।
    • ৪৮ প্রহরব্যাপী নামযজ্ঞ।
      • মা মনসা বাড়ি।
      • বরকোটা গ্রাম, দাউদকান্দি, বাংলাদেশ।
    • কূলনাশা বাউল সঙ্গ।
      • ১২ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ মি. থেকে শুরু হবে।
      • বাউল শিল্পীদের অন্নসেবা প্রদান।
      • পাবনা জেলা স্কুল মাঠ।
      • গাছপাড়া, পাবনা সদর, পাবনা, বাংলাদেশ।
    • অলি ও ফকির, সুলতানুল আওলিয়া হযরত শাহ সুফী শাহলাল শাহ (র)-এর পাক দরবার শরীফে ঐতিহ্যবাহী ৪১২তম বার্ষিক ওরস।
      • প্রথম রাতে ঐতিহ্যবাহী মাদার বাঁশ ধামাইল অনুষ্ঠিত হয়।
      • নুরুল্লাহপুর, দোহার, ঢাকা, বাংলাদেশ।
    • ৩দিনব্যাপী ২৯তম বার্ষিক ওরশ মোবারক ও সাধুসঙ্গ।
      • ২৯ মাঘ থেকে ১ ফাল্গুন তিন দিনব্যাপী সাধুসঙ্গ।
      • আহ্বানে পাগল এনাম সাই।
      • মাটিকাটা সাধুধাম।
      • সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ।
      • মাটিকাটা স্কুল সংলগ্ন।
    • শাহ্ সূফী ছৈয়দ গোলাম ছারওয়ার হোসাইনী (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৯ মাঘ তার ওফাত বার্ষিকীতে ওরশ শরীফ পালিত হয়।
      • শাহ্ সূফী ছৈয়দ গোলাম ছারওয়ার হোসাইনী (রহ) এর মাজার।
      • সামপুর দায়রা শরীফ, সামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৩০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১১ রজব ১৪৪৩ হিজরী/রবিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী সত্যনারায়ণ ব্রত।
    • মকর সংক্রমণারম্ভকল্পে মাঘকৃত্য সমাপন।
    • পালাকার আরিফ দেওয়ানের জন্মদিন।
    • সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (রহ) এর মাজার শরীফ ওরশ।
      • হযরত সৈয়দ মাওলানা আমিনুল হক মুফতিয়ে আজম (রহ) কতুবুল আফখম গাউছুল আজম সোলতানুল আরেফীন, খাতেমুল আউলিয়া হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী (ক) এর খলিফা-আওলাদে রাসুল, খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কুঃ) এবং একমাত্র পুত্র রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, মুর্শিদে বরহক, গাউছে জামান হযরত শাহছুফি মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (রহ)।
      • ফরহাদাবাদ দরবার শরীফ।
      • ফরহাদাবাদ, নুর আলী মিঞার হাট, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • বাবা আলকিনূরী (রহ) এর বার্ষিক ওরশ।
      • বাবা আলকিনূরীর দরগাহ।
      • মাজার শরীফ জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদে মুস্তাফা, তাযকেরায়ে আওলিয়া (সূফীবাদী আলোচনা), খাস মাহফিল মুনাযাত ও তবারক বিতরণ।
      • রাতব্যাপী সেমা মাহফিল।
      • ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত রইল।
      • চর আলকী, রামদয়াল বাজার, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • কুতুবুল আকতাব শাহেন শাহ্ আরেফিন হযরত খাজা জৈইন উদ্দিন শাহ্ বাবার ওফাত দিবসে ওরশ।
      • ১৩-১৬ ফেব্রুয়ারি ৪দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে নিমন্ত্রিত।
      • শাহজাহানপুর দরবার শরীফ।
      • রূপসদী, দক্ষিণ পাড়া, শাহজাহানপুর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • চর আলকী দরবার শরীফে ফকির মাওলানা বশির আহমদ আলকিনূরী বাবাজান কেবলার (রহ) ১২০তম বার্ষিক ওরশ শরীফ।
      • ৩০ মাঘ থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী ওরশ আয়োজিত হয়।
      • মিলাদ মাহফিল, ছেমা জিকির, খাস মাহফিল, মুনাজাত ও তবারক বিতরণ।
      • চর আলগী, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • বিবির হাট বাঁশতলী দরগাহের আশেক আবদুল কুদ্দুস দরবেশ সাহেবের মুরিদ বেলাল দরবেশ সাহেবের উদ্যোগে ওরশ শরীফ।
      • নিজের সাধ্যের মধ্যে নিজের বাড়িতে পীরের নির্দেশে গড়ে তুলেছেন খানকা শরীফ।
      • প্রতি বছর ৩০ মাঘ খানকা শরীফে ওরশ পালিত হয়।
      • বদুগঞ্জ ৬নং কলোনি, চর বৈশাখী, থানার হাট, সুবর্ণচর, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১২ রজব ১৪৪৩ হিজরী/সোমবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • লোকনাথ বাবার উপবাস।
    • যুগপুরুষ শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর ৫৪৯ তম আবির্ভাব তিথি
    • গোস্বামী মতে- শ্রীশ্রী নিত্যানন্দ ত্রয়োদশীব্রত।
    • শ্রীনিত্যানন্দ প্রভুর আবির্ভাবোপলক্ষ্যে ব্রতোপবাস।
    • হযরত শের আলী গাজী (রহঃ) এর মাজার শরীফ
      • গাজীর দরগাহ।
      • শেরপুর জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে গাজীর খামারের কাছে গাজীর দরগা হিসেবে পরিচিত হযরত শের আলী গাজী রহঃ এর মাজার অবস্থিত। গিদ্দাপাড়া ফকির বাড়ি, গাজীর খামার, শেরপুর, বাংলাদেশ।
      • উপজেলা শেরপুর সদর হাসপাতাল থেকে সিএনজি/ রিক্সা করে আসা যায়।
    • হযরত খাজা শাহ সূফী মুন্সি জৈনুদ্দীন আল চিশতী নিজামী (রহ)-এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ভদ্রকান্দা পাক দরবার শরীফ।
      • মুন্সিবাড়ী, বেড়িবাধ, নবাবগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • উড়িষ্যা বাবার মাজার শরীফের ৩৩তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ ফাল্গুন দিনব্যাপী মহাসমারোহে ওরশ অনুষ্টিত হয়।
      • পীর, মুর্শিদ, ফকির, পাগল, অলি, আওলিয়া, গাউস কুতুবদের জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
      • উড়িষ্যা বাবার মাজার।
      • ন‌ওদাপাড়া, বীজনগর, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • বিশ্ব শাহ্ কলন্দর হাক্কানী ক্বাদেরীয়া, চিশতিয়া পাক দরবার শরীফ সূফি সম্রাট, বিশ্বনন্দিত বূজুর্গ, হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউসপাক (র) এর ছিলসিলা তোমাবেক খেলাফত প্রাপ্ত হযরতুল আল্লামা খাজা পাগল বেলায়েত শাহ্ কলন্দর গউস পাক (মা জি আ) বিশ্ব শাহ্ কলন্দর হাক্কানী, ক্বাদেরীয়া, চিশতিয়া পাক দরবার শরীফ এর আয়োজনে ১৭ তম বার্ষিক ওরশ।
      • ২ দিনব্যাপী ওরশ।
      • ওয়াজ, দোয়া মাহফিল, দুরুদে ছামা ও আখেরী মোনাজাত।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করে দ্বীন দুনিয়ার শান্তি ও মঙ্গল হাসিল করুন।
      • বিশ্ব শাহ্ কলন্দর হাক্কানী, ক্বাদেরীয়া, চিশতিয়া পাক দরবার শরীফ।
      • উত্তর পলাশেরচর, চর্ণগরদী বাজারের সংলগ্ন উত্তর পাশে, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
    • মহান আহলে বাইতের স্মরণে ১২তম বার্ষিক ওরশ আজীম।
      • ১ ফাল্গুন দিনব্যাপী।
      • রেজভীয়া দরগাহ্ শরীফ।
      • সতরশ্রী, মোহনগঞ্জ, নেত্রকোণা, বাংলাদেশ।
      • ঢাকা কমলাপুর ও মহাখালী বাসস্ট্যান্ড হতে বাস যোগে মোহনগঞ্জ সতরশ্রী রেজভীয়া বাজার।
      • অথবা নেত্রকোণা বাসস্ট্যান্ড হতে বাস, টেম্পু যোগে সতরশ্রী রেজভীয়া বাজার সংলগ্ন রেজভীয়া দরগাহ্ শরীফ।
    • ৮ম প্রহরব্যাপী মহতী বৈঠক অনুষ্ঠান’২২।
      • ১-২ ফাল্গুন দুই দিনব্যাপী মহতী বৈঠক অনুষ্ঠিত হবে।
      • ভাবের গীতের আসর।
      • কর্তাভজা সম্প্রদায়।
      • মহেশ্বরীপুর, কয়রা, খুলনা, বাংলাদেশ।
    • মাওলা আলীর আবির্ভাব দিবস উদযাপন।
      • ১৩ রজব এক দিনব্যাপী পালিত হবে।
      • মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর রওজা মোবারকে ভক্তি ও কেককাটা, আলোচনা, সামা মাহফিল ও তবারক বিতরণ। ।
      • ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ (দরবার), সাদরিয়া সোসাইটি।
      • হেরাবন দরবার,পশ্চিম জুরাইন তুলাবাগিচা ঢাকা।
      • চুনকুটিয়া, আমিন পারা, দক্ষিণ কেরাণীগঞ্জ ঢাকা, বাংলাদেশ।
    • বাবা বুচাই চাঁন পাগল (র) এর ৩৫তম বার্ষিক ওরশ।
      • ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ১৬ দিনব্যাপী ওরশ আয়োজিত হবে।
      • প্রতিরাতে বাউল বিচার গান পরিবেশিত হবে।
      • বাটুলিয়া মাজার প্রাঙ্গণ।
      • কালামপুর, ধামরাই, ঢাকা, বাংলাদেশ।
    • আমিন উল্লাহ ফকির সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ ফাল্গুন তাঁর ওরশ শরীফ পালিত হয়।
      • আমিন উল্লাহ ফকির সাহেবের মাজার।
      • পদুয়া, করমবক্স বাজার, কবির হাট, নোয়াখালী, বাংলাদেশ।
    • হামেদুল হক চিশতী (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • মাওলানা জালালুল হক চিশতী সাহেবের বাবা হামেদুল হক চিশতী (রহ)।
      • প্রতিবছর ১ ফাল্গুন তার খানকাতে ওফাত দিবসে ফাতেহা পালিত হয়।
      • হামেদুল হক চিশতী (রহ) মাজার।
      • কল্যাণ নগর চিশতিয়া খানকা, কল্যাণ নগর, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।
    • গাউসুল আজম মাইজভান্ডারীর খলীফা হযরত আবদুল হামিদ শাহ্ (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ ফাল্গুন তাঁর ওফাত দিবসে ওরশ পালিত হতে।
      • হযরত আবদুল হামিদ শাহ্ (রহ) মাজার।
      • কচুয়া বাজার, আলীপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • আজিজুল হক শেরে বাংলা আলকাদেরী (র)-এর ৫৩তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১২ রজব ওরশ অনুষ্ঠিত হয়।
      • হাটহাজারী দরবার শরীফ।
      • হাটহাজারি, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • হযরত মেহের আলী শাহ্ (রহ)’র বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ ফাল্গুন তার ওরশ পালিত হয়।
      • হযরত মেহের আলী শাহ্ (রহ) এর মাজার।
      • কালিপুর, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • সাদেক আলী শাহ্ (র) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ ফাল্গুন বার্ষিক ওরশ পালিত হয়।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • ধলই সাদেকিয়া দরবার শরীফ।
      • পূর্ব ধলই রওজা শরীফ প্রাঙ্গন।
      • মুরাদ তালুকদার বাড়ি সংলগ্ন।
      • পূর্ব ধলই, কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৩ রজব ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • চতুর্দ্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার নিশিপালন।
    • গোস্বামী মতে- শ্রীশ্রীনিত্যানন্দ ত্রয়োদশীর পরাণ।
    • শাহ্ আব্দুল করিমের জন্মবার্ষিকী।
      • ধিরাই উপজেলা, সিলেট।
    • মির্জা গালিবের প্রয়াণ দিবস।
      • ১৮৬৯ সালে মহান কবি গালিব মৃত্যুবরণ করেন।
      • তাকে দিল্লীর নিজামউদ্দিন আউলিয়ার মাজারের কাছে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
    • কোকিল শাহ্ ফকিরের তিরোধান দিবস
      • ১৩৭১ বঙ্গাব্দে ২ ফাল্গুন তিনি দেহত্যাগ করেন।
      • তিনি ফকির লালন সাইজির আখড়ায় সমাহিত আছেন।
      • ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • ৪১৪তম নূরুল্লাহপুর ওরশ শরীফ।
      • তরীকায়ে চিশতীয়া নিজামিয়া সাবেরীয়া ও মাদারী পীরে কামেল দয়াল বাবা ফকির হযরত সালাল শাহ্ চিশতী (র আউলিয়া)।
      • ৫ম পুরুষের গদিনাশিন পীর ও মুর্শীদ ক্বেবলা শাহসূফি ফকির হযরত শাহ্ আলম চিশতী নুরুল্লাহপুরী (র)।
      • নুরুল্লাপুর পাক দরবার শরীফ।
      • দোহার, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত সৈয়দ আব্দুর রহিম আল হোসাইনী চিশতী ওরফে ডুগা মিয়া (রহ)-এর বার্ষিক ওরশ।
      • ২ ফাল্গুন এক দিনব্যাপী ওরশ অয়োজিত হবে।
      • দরবার-এ-রহিম ঐতিহাসিক সুলতানশী হাবিলী দরবার শরীফ।
      • হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
    • শাহ্সূফি খন্দকার লেদু শাহ্ চিশতী (রহ)-এর ওরশ শরীফ।
      • আকায়ে নামদার তাজেদাও মদিনা হুজুরপুর নূর মোহাম্মদ মোস্তফা, আহম্মদ মস্তফা (সা)এর ৪২তম বংশধর চরঘূনি দরবার শরিফের পীর সাহেব কেবলা, মহান ওলি, বেলায়েত এর যুগে মারেফাত এর সম্রাট, আত্নার মহা বিজ্ঞানী, আওলাদে রাসূল, মুর্শিদে বরহক শাহ্সূফি ফকির হযরত হাতেম আলী শাহ্ চিশতী (রহ) এর একানিষ্ঠ ভক্ত শাহ্সূফি খন্দকার লেদু শাহ্ চিশতী (রহ)।
      • ২ ফাল্গুন এক দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • ওরশে সকল আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও সর্বস্তরের ধর্মানুরাগীদের আমন্ত্রন।
      • মঠবাড়িয়া, রসূলপুর,শশিভূষণ, ভোলা, বাংলাদেশ।
    • হযরত খাজা বাবা মঈনুদ্দীন চিশতী (র) এর স্মরণে ৩৯তম ওরশ।
      • ১৩ রজব ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • জাতি, ধর্ম নির্বিশেষে স্ব-বান্ধবে সকলে আমন্ত্রিত।
      • নিবেদক: ফকির খাজা হারুন পাগলা চিশতী’র ভক্তবৃন্দ।
      • খাজা হারুন পাগলার খাজা বাবা আজমেরীর আস্তানা শরীফ।
      • হাটুভাঙ্গা, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
        • মেথিকান্দা রেল স্টেশন হতে ২ মাইল পশ্চিমে হাটুভাঙ্গা রেল স্টেশন হতে একটু পূর্ব দিকে।
        • বা বাসে ঢাকা টু ভৈরব রোডে সৃষ্টিগড় বা বারৈচা নেমে সিএনজি বা অটোতে করে শাহাপুর হয়ে।
        • অথবা নরসিংদী আরশীনগর থেকে সিএনজি করে।
    • হযরত শাহ ইরানী (রহ) ওফাত দিবসের বার্ষিক ওরশ।
      • হযরত শাহজালালের সফরসঙ্গী হিসেবে হযরত শাহ ইরানী (রহ) ধর্ম প্রচারে পূর্বাঞ্চলে এসেছেন।
      • জানা যায়, তিনি ইরান রাজ পরিবারের সদস্য।
      • তিনি যখন এই অঞ্চলে আগমন করেন তখন তার বয়স প্রায় ৪০ উর্ধ্ব ।
      • তার প্রকৃত নাম জানা যায় না। তবে তিনি শাহ ইরানী নামেই পরিচিত।
      • সিলেট বিজয়ের পর হযরত শাহজালালের নির্দেশে লাল মাটি অঞ্চলে (সাবেক দোয়েব অঞ্চল) ধর্ম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন।
      • ১৩৫০ সালের দিকে তিনি দেহত্যাগ করেন বলে অনুমান করা হয়।
      • প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা রজনীতে তার ওফাত দিবসকে কেন্দ্র করে ওরশ পালন হয়ে আসছে।
      • পোড়াদিয়া, বেলাবো, নরসিংদী, বাংলাদেশ।

 

  • ১৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৪ রজব ১৪৪৩ হিজরী/বুধবার
    • মাঘী পূর্ণিমা।
    • মাঘী পূর্ণিমা (বৌদ্ধ পর্ব)।
    • পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার উপবাস।
    • গোস্বামী মতে- পৌণমাস্যারম্ভকল্পে মাঘকৃত্য সমাপন।
    • স্বামী প্রণবানন্দ জীউ মহারাজের আবির্ভাব ও সিদ্ধিলাভ।
      • প্রণবানন্দজির আবির্ভাব ও সিদ্ধিলাভ উপলক্ষ্যে মহোৎসব ও সম্মেলন।
      • বাজিতপুর, ফরিদপুর, বাংলাদেশ।
    • শ্রীমৎ স্বামী মনোহর গোস্বামী (মোনাই পাগল বাবার) আবির্ভাব দিবস।
      • বাবার আবির্ভাব দিবস উপলক্ষ্যে নামকীর্তন ও মহোৎসব।
      • জোবারপাড় সরবাড়ী, আগৈলঝাড়া, বরিশাল, বাংলাদেশ।
    • চারণ কবি পাগল বিজয় সরকারের জন্মতিথি।
      • নড়াইল, বাংলাদেশ।
    • ফকির হযরত সালাল শাহ চিশতীয়া নিজামিয়া সাবেরীয়া মাদারীর মাজারের বার্ষিক ওরশ।
      • নুরুল্লাহপুর পাক দরবার শরীফ।
      • নুরুল্লাহপুর, দোহার, ঢাকা, বাংলাদেশ।
    • গুরুদেব শ্রী শ্রী সুবর্ণ চাঁদ নরোত্তম সেবাশ্রমে গুরুদেবের আগমন উপলক্ষে উৎসব।
      • তিন দিন ব্যাপিউৎসব।
      • গুরুদেব শ্রী শ্রী সুবর্ণ চাঁদ নরোত্তম সেবাশ্রম।
      • বহরবুনিয়া, মোড়েলগঞ্জ, বাগেরহাট, বাংলাদেশ।
    • মাতা সাহেবানি (জানু মা)এর বেছাল দিবস উপলক্ষে ওরশ।
      • দয়াল শাফিয়া শরীফি বাবা মাহ্তাব শাহ্’র মাতা সাহেবানি (জানু মা)এর বেছাল দিবস
      • দরবারে আউলিয়া শাফিয়া শরীফ।
      • রাজৈর, মাদারীপুর, বাংলাদেশ।
    • শ্রীশ্রী শচী অঙ্গন ধাম মন্দিরের ৪২তম বার্ষিক উৎসব।
      • চারদিন ব্যাপী বার্ষিক উৎসব।
      • শ্রীচৈতন্য মহাপ্রভুর মামাবাড়ি হিসেবে খ্যাত শ্রীশ্রী শচী অঙ্গন ধাম মন্দির হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত।
      • প্রতি বাংলা বছরের মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী শচীঅঙ্গন মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন করা হয়।
      • হবিগঞ্জ, বাংলাদেশ।
    • মরমী গীতিকবি ও বাউলসাধক দুর্বিন শাহ্’র প্রয়াণ দিবস।
      • তিনি ১৩২৭ বঙ্গাব্দের ছাতকের সুরমা নদীর উত্তর পারে নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন।
      • তার পিতা সফাত আলি শাহ ছিলেন একজন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পিরানী।
      • তিনি ৫৭ বছর বয়সে ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
    • ৭০০ বছরের ঐতিহ্যবাহী বাউল ঠাকুরের মেলা।
      • বাউল ঠাকুরের আখড়া।
      • মেঘনা নদীর পাড়, কাউরিয়া পাড়া।
      • পুরাতন ফেরীঘাট, নরসিংদী সদর, নরসিংদী, বাংলাদেশ।
    • ১২তম মতুয়া মহা সম্মেলন ২০২২ খ্রিস্টাব্দ।
      • পতিত পাবন মুক্তি-বারিধি শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের সহধর্মিনী অদ্যাশক্তি মহামায় সত্যভামা দেবীর আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষ্যে মতুয়া মহা সম্মেলন।
      • ৩-৪ ফাল্গুন দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
      • আবির্ভাব পীঠস্থান সাতবাড়িয়া।
      • সাতবাড়িয়া, সাজাইল, কাশিয়ানী, গোপালগঞ্জ, বাংলাদেশ।
    • বাক্যসিদ্ধ্যা মহাপুরুষ শ্রীশ্রী সুঁধারাম বাউলের ২৯১তম জন্মতিথি মহোৎসব।
      • ২ দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে।
      • ৪ ফাল্গুন শ্রীশ্রী সুঁধারাম বাউলের জন্মতিথি।
      • গীতা, চণ্ডী পাঠ, শ্রীশ্রী চণ্ডী পুজা, বাউল কীর্তনম ভোগারাগান্তে প্রসাদ বিতরণ।
      • শ্রীশ্রী সুঁধারাম বাউল সেবাশ্রম।
      • বাউলের বাজার, কায়েতপাড়া, ডেমরা, ঢাকা, বাংলাদেশ।
    • যামিনী সাধুর আখড়ার বার্ষিক উৎসব।
      • দুই দিনব্যাপী উৎসব।
      • প্রতিরাতে বাউল পালাগানের আসর।
      • যামিনী সাধুর তপোবন আশ্রম।
      • উত্তর বাখরনগর, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • পাগলনাথ বাবার মাঘি পূর্ণিমার উৎসব।
      • পাগলনাথের আখড়া।
      • হাশিমপুর, মেঘনার পাড়, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • বাবা আলকিনূরী (ক) এর আশেক সামছল মুন্সী সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর বাবা আলকিনূরীর বার্ষিক ওরশ শরীফের ৩দিন পর তাঁর দরবারে পবিত্র ওরশ শরীফ পালিত হয়।
      • বাবা আলকিনূরী (ক) এর আশেক সামছল মুন্সী সাহেবের মাজার।
      • রামদয়াল বাজার, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশী।
    • সামছল মুন্সী সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • বাবা আলকিনূরী (ক) এঁর আশেক সামছল মুন্সী।
      • প্রতিবছর ৩ ফাল্গুন দরবারে ওরশ পালিত হয়।
      • সামছল মুন্সী সাহেবের মাজার।
      • রামদয়াল বাজার, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ১৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৫ রজব ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্যের তিরোধান তিথি।
    • কবি জীবনানন্দ দাসের জন্মদিন।
    • মরমি কবি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের স্মরণে ‘ফাল্গুনী বাউল মেলা’।
      • মাতাল কবি আ: রাজ্জাক দেওয়ান স্মরণোৎসব ও বাৎসরিক ওরশ মোবারক।
      • রাতব্যাপী বাউল গান।
      • কবির বাস ভবন।
      • দেওয়ান বাড়ি।
      • মধ্যেরচর, আটি, কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • পাগলা মিয়ার মাজারের বার্ষিক ওরশ।
      • কুতুবুল আকতাব শাহ্ সূফী সৈয়দ আমির উদ্দীন প্রকাশ পাগলা মিয়া।
      • প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার তার মাজারে ওরশ পালিত হয়।
      • পাগলা মিয়ার মাজার।
      • ট্রাঙ্ক রোড, ফেনী, বাংলাদেশ।

 

  • ১৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৬ রজব ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব দিবস।
      • রামকৃষ্ণ মিশন।
      • গোপীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত শেখ শরফুদ্দীন বু-আলী শাহ কালন্দর (রহ) এর দরগাহ মাজার শরীফের ওরশ।
      • বু-আলী শাহ নামেই অধিক পরিচিত হলেও তাঁর আসল নাম শেখ শরফুদ্দিন।
      • ১৯০০ সাল থেকে এ ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।
      • শরফুদ্দীন বু-আলী শাহ কালন্দর (রহ) এর দরগাহ মাজার।
      • আহলা, কড়লডেঙ্গা, বোয়ালখালী, চট্রগ্রাম, বাংলাদেশ।
      • ট্টগ্রাম শহর থেকে বহদ্দারহাট-বাসর্টামিনাল এসে কানুনগোপাড়া অথবা দাশের দিঘীরপার টেম্পু যোগে মধ্যম করলডেঙ্গা মাজার গেইট হয়ে যাওয়া যায়।
    • পীরে মুকাম্মেল হযরত ক্বেবলা শাহ্ আহ্সানুল্লাহ (র) প্রতিষ্ঠিত ১৫২তম ওরশ।
      • মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ত্রয়োদশ শতাব্দীর মহান মুজ্জাদ্দেদ, ওয়ীলে কামেল পীরে মুকাম্মেল হযরত ক্বেবলা শাহ্ আহ্সানুল্লাহ (র)।
      • মশুরীখোলা দরবার শরীফ।
      • ৪৭ শাহ্ সাহেব লেনস্থ হযরত ক্বেবলা (র) নিজ বাড়ী নারিন্দা, ঢাকা, বাংলাদেশ।
    • পীরে কামেল শাহ্ সুফি খন্দকার আব্দুল হামিদ চিশতী (র)-এর ৬৭তম বার্ষিক ওরশ।
      • খাজা গরীবে নেওয়াজ পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা খন্দকার আরফান আলী চিশতী (র)-এর সুযোগ্য খলিফা পীরে
      • কামেল শাহ্ সুফি খন্দকার আব্দুল হামিদ চিশতী।
      • ৫-৭ ফাল্গুন তিন দিনব্যাপী ওরশ মোবারক।
      • ভূড়াখালী, চন্দ্রপুর, বারহাট্টা, নেত্রকোণা, বাংলাদেশ।
    • একতারা ভাবাশ্রমে সাধুসঙ্গ।
      • ৫ ফাল্গুন অধিবাসের মধ্য দিয়ে চব্বিশ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • আয়োজনে: টুটুল ভেঁড়ো সহচরবৃন্দ।
      • লাহিনীপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
      • মীর মোশাররফ হোসেন বাস্তুভিটা অন্তর্গত।
    • পবিত্র খোশরোজ শরীফ।
      • ৫ ফাল্গুন দিনব্যাপী আয়োজিত হবে।
      • আলহাজ্ব শাহসূফী ছৈয়দ ফিরোজ উল হক চৌধুরী প্রকাশ- ফিরোজ শাহ্ মাইজভাণ্ডারী বাবাজান (ক) এর পবিত্র খোশরোজ শরীফে আপনারা আমন্ত্রিত।
      • গাউছিয়া আহমদিয়অ রহমানিয়া আল-হক দরবার শরীফের শাহী ময়দান।
      • সেট্রাল রোড, পূর্ব লক্ষ্মীনারায়ণপুর, দরবার মার্কেট, মাইজদী কোর্ট, নোয়াখালী, বাংলাদেশ।
    • মীরসরাইয়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রী মহামায়া মন্দির প্রাঙ্গণে ৩৭তম বার্ষিক তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসবের।
      • দুই দিনব্যাপী মহোৎসব।
      • মায়ের বিশেষ পূজা, গীতা পাঠ ও অধিবাস কীর্তন, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও নাম সংকীর্ত্তণ। দুপুরে মহাপ্রসাদ আস্বাদন।
      • শ্রী শ্রী মহামায়া মন্দির।
      • উক্ত মহোৎসবে সবাইকে স্ব-পরিবারে স্বাস্থ্যবিধি মেনে আমন্ত্রণ জানানো হলো।
      • মিঠাছরা বাজার, মীরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • হযরত মাওলানা মোর্শেদেনা শাহ্ সূফী সৈয়দ আবু আহমদ (রহ) বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি দরবার প্রধান ওরশ পালিত হয়।
      • ২০০ বছরের ঐতিহ্যবাহী এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা মোর্শেদেনা শাহ্ সূফী সৈয়দ সামছুজ্জামান (রহ) এঁর ওরশ পালিত হয় ১৩ নভেম্বর।
      • মাওলানা মোর্শেদেনা শাহ্ সূফী সৈয়দ গোলাম জিলানী (রহ) এঁর ওরশ শরীফ পালিত হয় ৬ ডিসেম্বর।
      • এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা), শোহাদায়ে কারবালা স্মরণে ১০ মহররম আশুরা, শবে মেরাজ, শবে বরাত, ইসলামের ৪ খলিফার ওফাত বার্ষিকী, ১১ রবিউসসানী বড়পীর আবদুল কাদের জিলানী (রা) এর স্মরণে ফাতেহা ইয়াজদাহুম শরীফ, উম্মুল খায়ের মা ফাতেমাতুজ জোহরা (আ) স্মরণে ওরশ মাহফিল পালিত হয়।
      • পানুয়া দরবার শরীফ।
      • নিজপানুয়া, ছাগলনাইয়া, ফেনী, বাংলাদেশ।
    • হযরত শাহ্ ছুফি মতিউল্লাহ্ খাঁন (রহ) প্রকাশ বড়ঠাকুরের ১২তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি বার্ষিক ওরশ পালিত হয়।
      • ওরশে সকলে আমন্ত্রিত।
      • বড়ঠাকুরপাড়া কোরআনীয়া দরবার শরীফ।
      • পূর্ব গুজরা, বড়ঠাকুরপাড়া, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • জিন্দাপীর খ্যাত হযরত পীর শাহবাজ (রা) এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৫-৭ ফাল্গুন ৩দিন ব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।
      • জানা যায়, পীর শাহবাজ মাজার স্থলে জিন্দা গায়েব হয়েছেন। এ জন্যই তিনি জিন্দাপীর হিসেবে খ্যাত।
      • পীর শাহবাজ হযরত শাহজালাল (রা) এর একজন অনুসারী ও ভক্ত সহচর ছিলেন। হযরত শাহজালালের নির্দেশক্রমেই তিনি এ এলাকায় ধর্ম প্রচারের উদ্দেশে এসেছিলেন।
      • জিন্দাপীর খ্যাত হযরত পীর শাহবাজ (রা) এর মাজার।
      • গাজীপুর খাঁন হাইস্কুল এন্ড কলেজ মাঠ।
      • গাজীপুর, তিতাস, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ১৯ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৭ রজব ১৪৪৩ হিজরী/শনিবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • রাণী রাসমণির প্রয়াণ দিবস।
    • ঠাকুর শ্রীশ্রী সীতারাম দাস ওঁঙ্কারনাথদেবের জন্মদিবস।
    • দিব্যধাম আখড়ায় ৩৩তম গুরুবার্ষিকী তথা লালন স্মরণোৎসবে সাধুসঙ্গ।
      • রওশরের ফকিরের সাধুসঙ্গ।
      • লালন ঘরের ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • দিব্যধাম আশ্রম।
      • ভেড়ামাড়া, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • মাইন উদ্দীন মাইজভান্ডারীর মাজারের বার্ষিক ওরশ।
      • আল হক দরবার শরীফের আশেক ও খাদেম মাইন উদ্দীন।
      • পূর্ব নাম হরি বণিক প্রকাশ দাদা ভান্ডারী।
      • সংসার বিমুখ এই সাধু পুরুষের ওরশ পালিত হয় ১৯ ফেব্রুয়ারি।
      • মাইনউদ্দীন মাইজভান্ডারীর মাজার।
      • চর ক্লার্ক, জনতা বজার, সুবর্ণচর, নোয়াখালী, বাংলাদেশী।

 

  • ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৮ রজব ১৪৪৩ হিজরী/রবিবার
    • সঙ্কটচতুর্থীব্রত।
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী সঙ্কটনাশিনী দুর্গাপূজা।
    • সুফি সাধক ক্বারী আমীর উদ্দিন আহমেদের ৭৯তম জন্মদিন।
      • ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ মোতাবেক ১৩৪৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন তিনি জন্মগ্রহণ করেন।
      • বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর-খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে তার জন্ম।
    • উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল হাদিউজ্জামান শাহ্ সুফি হযরত আল্লামা আলহাজ্ব মাওলানা শাইখ গাজী আলাউদ্দীন বিন নুরী আল ক্বাদেরী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।
      • রাসুল নোমা দরবার শরীফ।
      • মির্জারচর, শিবচর, মাদারীপুর, বাংলাদেশ।
    • আবদুল মালেক মহিউদ্দীন আজমী আল-কুতুবী (রাহ) এর মাজার শরীফে বার্ষিক ওরশ।
      • কুতুব শরীফ দরবার।
      • কুতুবদিয়া, কক্সবাজার, বাংলাদেশ।
    • বিথঙ্গল আখড়ায় দোল উৎসব।
      • ৬০০ বা ৪০০ বছর পূর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য বিথঙ্গলে এসে এই আখড়া প্রতিষ্ঠা করেন।
      • বিথঙ্গল আখড়া ।
      • বানিয়াচং, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • মোহাম্মদ আলী খাঁন চিশতী’র ১৩তম ওফাত দিবসে শুভ সাধুসঙ্গ।
      • বারিক পাগলের পিতা মোহাম্মদ আলী খাঁন চিশতী।
      • ৭-৮ ফাল্গুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
      • বল্লভপুর, বড়আইলচারা, পোড়াদহ, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত আইয়ুব আলী দরবেশ সাহেবের মাজারে বার্ষিক ওরশ।
      • মাইজভান্ডার দরবার শরীফের আশেক হযরত আইয়ুব আলী দরবেশ সাহেব।
      • প্রতি বছর ২০-২২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত আইয়ুব আলী দরবেশ সাহেবের মাজার শরীফ।
      • নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ২নং ওয়ার্ড, মুন্সী তালুক।
      • নোয়াখালী, বাংলাদেশ।
    • ফকির আবদুল মান্নান পাটোয়ারী সাহেবের ওরশ।
      • রাজাপুরী হযরতের আশেক ফকির আবদুল মান্নান পাটোয়ারী।
      • প্রতিবছর ২০ ফেব্রুয়ারি বার্ষিক ওরশ পালিত হয়।
      • ফকির আবদুল মান্নান পাটোয়ারী সাহেবের মাজার।
      • পীতাম্বরপুর, সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।
    • রাম পাগলের গুরুমায়ের ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৭ ফাল্গুন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • বিশ্বশান্তি আশ্রম।
      • শান্তিতলা, গাবাড়িয়া, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
    • হযরত খাজা আলাউদ্দীন বীন নূরী আল কাদেরী (রা) প্রকাশ নূরী বাবার বার্ষিক ওরশ।
      • রাসূল নোমা দরবার শরীফ।
      • প্রতিবছর ৭-৯ ফাল্গুনে বার্ষিক ওরশ পালিত হয়।
      • পূর্ব-মির্জারচর, শিবচর, মাদারীপুর, বাংলাদেশ।

 

  • ২১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/১৯ রজব ১৪৪৩ হিজরী/সোমবার
    • ওঙ্কারপঞ্চমী।
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পরমপুরুষ শ্রীশ্রী সীতারাম দাস ওঁঙ্কারনাথ ঠাকুরের ১৩০তম জন্মতিথি মহোৎসব ও পূজা।
    • গুরু মহারাজ স্বামী বিশ্বভূষণ দত্তের ৭৯তম শুভ আবির্ভাব দিবস।
      • আনন্দ আশ্রম
      • সাতমোড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • গুরুমাতা সাধ্বী শঙ্করিদেবীর ৬৪তম শুভ আবির্ভাব দিবস।
      • আনন্দ আশ্রম
      • সাতমোড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি।
      • বৈষ্ণব গগণের সিংহগুরু ৬৪টি মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি ২১ ফেব্রুয়ারি।
    • শ্রীশ্রী চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ও বিষ্ণুপ্রসাদ শ্রী ১০৮ মদ্ সরস্বতী গোস্বামী ঠাকুর।
    • শ্রীধাম মায়াপুরস্থ চৈতনমঠে ও শাখাসমূহে ব্যাসপূজা ও মহোৎসব।
    • ৩১তম বার্ষিক পবিত্র ওরশ।
      • সারা দিনব্যাপী কোরান খানী, নিশান উত্তোলন, শরিয়ত-তরিকত-হকিকত ও মারিফতের বয়ান, মোনাজাত।
      • নূরবন্দী দরবারে আলী গোলডা শরীফ) দরবার শরীফ বয়ড়া নামাপাড়া ছালাকান্দি)
      • (কৃষি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে এক মাইল ভিতরে, ঢাকা রোডের বিলতলী পুলের পূর্ব দিকে ২ মাইল ভিতরে), ময়মনসিংহ, বাংলাদেশ।
    • বাউল সাধক পালাকার আব্দুর রশিদ সরকারের ১৩তম মৃত্যু বার্ষিকীতে বাউল মেলা।
      • ২১-২২ দুই দিন ব্যাপী সাধুর মেলা অনুষ্ঠিত হবে।
      • তিনি ২০০৯ সাথে দেহত্যাগ করেন।
      • রশিদ সরকারের মাজার প্রাঙ্গণ।
      • আজিমপুর, সিঙ্গাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • শাহ্ সূফী খাজা মুজিবল হক শাহ্ চিশতী (রহ) মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৩-১৫ জ্যৈষ্ঠ এবং ৮-১০ ফাল্গুন তিন দিনব্যাপী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
      • প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক জলসা আয়োজিত হয়।
      • আজমিরি মহল দরবার শরীফ।
      • গোলকাচারী, বংশী রোড, দালালবাজার, সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হযরত অলিউল্লাহ্ মাইজভাণ্ডারীর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • হযরত মওলানা আফজল শাহ্ মাইজভাণ্ডারীর আশেক হযরত অলিউল্লাহ্ মাইজভাণ্ডারী।
      • তিনি ২১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর তার ওফাত দিবস উপলক্ষ্যে ৮ ফাল্গুন দিনব্যাপী ওরশ পালিত হয়।
      • হযরত অলিউল্লাহ্ মাইজভাণ্ডারীর রওজা শরীফ।
      • সাইচা, কাজীর দীঘির পাড়, রায়পুর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • নূরী বাবা আলাউদ্দীন বীন নূরী আল কাদেরী (রাহ) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৮ ফাল্গুন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাসূল নোমা দরবার শরীফ।
      • মির্জারচর, শিবচর, মাদারীপুর, বাংলাদেশ।

 

  • ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৯ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২০ রজব ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • নিরাপদ গোস্বামীর মতুয়া মহোৎসব।
      • মতুয়া সম্প্রদায়ের উৎসব।
      • কালেখার বেড়, মোংলা, বাংলাদেশ।
    • ফকির দৌলৎ শাহ্ ফকিরের মাতার ওফাত দিবস উপলক্ষে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • দৌলৎ ফকিরের আখড়া।
      • ফতেইপুর, মেহেরপুর, বাংলাদেশ।
    • শাহ্ সূফী সেকান্দর আলী ফকিরের ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • শাহ্ সূফী সেকান্দর আলী ফকির ভান্ডার শরীফের ভক্ত।
      • রাতব্যাপী ভাব গানের আসর।
      • বড় শালঘর পূর্বপাড়া, দেবিদ্বার, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত সৈয়দ শাহ্সুফী বাগদাদী দয়াল বাবা পাগল শাহ্ (র)-এর বার্ষিক ওরশ।
      • ৯ ফাল্গুন থেকে ১১ ফাল্গুন তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • প্রতিরাতে বাউল পালাগান অয়োজিত হবে।
      • ওরশে আশেকানদের স্ব-বান্ধব আমন্ত্রণ।
      • বালাপুর দরগাবাড়ি।
      • চীন বালাপুর, নরসিংদী, বাংলাদেশ।
    • জয়পুরী আল মাইজভাণ্ডারী কাদ্দাছাছিররুহুল আজীজের বার্ষিক ওরশ।
      • ইমামুত তরীকত, খলিফায়ে গাউছুল আজম (ক), মাহিয়্যূষ সুন্নাহ,হাজীউল হারামাইন, শায়খুল হাদীস, শাহসুফী, হযরত আল্লামা ছলিমদ্দি শাহ্ জয়পুরী আল মাইজভান্ডারী কাদ্দাছাছিররুহুল আজীজ।
      • সকলে স্ব-বান্ধব আমন্ত্রিত
      • প্রতিবছরের ন্যায় ৯ ফাগুন ওরশ পালিত হবে।
      • আলম মঞ্জিল জয়পুর দরবার শরীফ।
      • হোমনা, কুমিল্লা, বাংলাদেশ।
    • হযরত সৈয়দ শাহ্সুফী বাগদাদী দয়াল বাবা পাগল শাহ্ (র) বার্ষিক ওরশ।
      • ৯-১১ ফাল্গুন তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • দ্বিতীয় ও তৃতীয় রজনীতে বাউল গানের আসর হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • বালাপুর দরগাবাড়ি।
      • চীন বালাপুর, নরসিংদী, বাংলাদেশ।
    • খাজা শরফুদ্দীন চিশতী (রহ) পবিত্র মাজারে বার্ষিক ওরশ।
      • ২০ ও ২১ রজব ১৪৪৩ হিজরী মোতাবেক ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • রোজ মঙ্গলবার ও বুধবার বাদ মাগরিব বাউল গানের আসর।
      • হযরত খাজা মঈনউদ্দীন চিশতী আজমেরী সঞ্জরী (রহ)-এর মেজো শাহাজাদা হযরত খাজা শরফুদ্দীন চিশতী (রহ) মাজার শরীফ।
      • বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      • শাহবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • বেগম গওহর আরার ১১তম তিরোভাব দিবস।
      • বেগম গওহর আরা মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতীর সহধর্মিণী।
      • প্রতিবছর ২২ মে পালিত হয়।
      • ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ দরবার।
      • চুনকুটিয়া, আমিন পাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • হেরেং ফকিরের মাতা কুলসুম নেছা স্মরণে বার্ষিক সাধুসঙ্গ।
      • কুলসুম নেছা ২০১০ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর ৯ ফাল্গুন অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • হেরেং ফকির সাধু আশ্রম।
      • কাথুলী উত্তরপাড়া, কাথুলী, গাংনী, মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২১ রজব ১৪৪৩ হিজরী/বুধবার
    • সপ্তমির একোদ্দিষ্ট ও সপিগুন।
    • আলী রেজভী সুন্নী আল ক্বাদেরী মাদ্দা জিল্লুহুল আলী (রহ) এর মাজার শরীফের ওরশ।
      • দুই দিনব্যাপী অনুষ্ঠান।
      • রেজভীয়া দরবার শরীফ।
      • সতরশ্রী, নেত্রকোনা, বাংলাদেশ।
    • ৯৫তম বার্ষিক পবিত্র ওরশ।
      • হযরত লস্কর শাহ্ দরবেশের নির্দেশক্রমে হযরত শাহ্ সুফী দরবেশ আলেগ চান শাহ্ ওরফে আলফু দেওয়ান (র) এবং হযরত শাহ্ সুফী দেওয়ান আব্দুল মালেক চান শাহ্ আল চিশতি (র) এর পবিত্র ওরশ।
      • প্রতি বছরের ন্যায় এবারো ১০-১২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • ১১-১২ ফাল্গুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পরিবেশনায় আধ্যাত্মিক গানের অনুষ্ঠান।
      • দেওয়ান বাড়ি।
      • কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • জানু বাবা সুরেশ্বরীর খলীফা হায়দার আলী (রহ) এবং হযরত মাওলানা ফয়েজ উদ্দীন মুন্সী (রহ) মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ১০ ফাল্গুন ওরশ অনুষ্ঠিত হয়।
      • টুমচর ফয়জীয়া দরবার শরীফে ওরশ শরীফ।
      • শিমুলতলী বাজার, টুমচর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা আব্দুল কাদির চাঁন আল চিশতী নিজামী (র) ১২৭তম বার্ষিক ওরশ।
      • ৯-১০ ফাল্গুন দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • সাধক কবি রজ্জব আলী দেওয়ানের দয়াল বাড়ি।
      • বাড়ৈখালী, শ্রীনগর, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত ছৈয়দ আহমদ উল্লাহ (ক) খলীফা গাজী ইয়াকুব আলী (রহ) এঁর শাহজাদা ইসহাক গাজী সাহেবের মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ১০ ফাল্গুন বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
      • এ বছর তাঁর ৬৪তম ওরশ শরীফ পালিত হয়েছে।
      • হযরত ছৈয়দ আহমদ উল্লাহ (ক) খলীফা গাজী ইয়াকুব আলী (রহ) এঁর শাহজাদা ইসহাক গাজী সাহেবের মাজার।
      • দরবেশের হাট, দাগনভূইয়াঁ, ফেনী, বাংলাদেশ।
    • হযরত ওমর আলী হাজী (রহ) সাহেবের মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ১০ ফাল্গুন তাঁর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • হযরত ওমর আলী হাজী (রহ) সাহেবের মাজার শরীফ।
      • রামদয়াল বাজার, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হযরত ইয়াকুব নুরী (র) মাজারের বার্ষিক ওরশ।
      • কমরউদ্দীন ইয়েমেনী (রহ) এর পুত্র এবং গাউসুল আযম হযরত আহমদ উল্লাহ্ (ক) এর আশেক ও খলিফা হযরত ইয়াকুব নুরী (র)।
      • প্রতিবছর ১০ ফাল্গুন তাঁর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • হযরত ইয়াকুব নুরী (র) মাজার।
      • নূরী মহল(কালিতারা বাজার সংলগ্ন) সদর, নোয়াখালী, বাংলাদেশ।
    • শ্রীমৎ স্বামী সুধীরচন্দ্র দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত জগৎপুর মহর্ষি মনোমোহন আশ্রমের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিক উৎসব।
      • ১০ ফাল্গুন এক দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

 

  • ২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২২ রজব ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • অষ্টমী ও নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • রামগোপাল স্মৃতিরত্নের তিরোভাব তিথি।
    • হযরত সৈয়দ গোলাম মোস্তফা ওরফে পাগলা শাহ বোগদাদীর মাজার শরীফে ওরশ।
      • পদুয়া দরবার শরীফ।
      • পদুয়া, শ্রীরায়েরচর, দাউদকান্দি, কুমিল্লা।
    • শাহ সুফি শেখ মোহাম্মদ নজু মিয়া শাহ্ আল মাইজভান্ডারী (ক) (নজু ফকির) এর মাজার শরীফের ওরশ।
      • নজু ভাণ্ডার দরবার শরীফ।
      • ডিটি রোড, পশ্চিম মাদারবাড়ি, সদরঘাট, চট্রগ্রাম, বাংলাদেশ।
    • শাহেন শাহ্ হযরত শাহ্ ছুফি সৈয়দ মনা ভাণ্ডারী কেবলা (ক) এর বার্ষিক ওরশ।
      • ১১ ফাল্গুন এক দিন ব্যাপী ওরশ।
      • আহমদিয়া রহমানিয়া মনা ভাণ্ডার।
      • মিরা পাড়া দরবার শরীফ প্রাঙ্গণ।
      • মদুনাঘাটের পূর্বে মিরাপাড়া, কাপ্তাই রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • নজুভাণ্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • ১১ ফাল্গুন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • নজুভাণ্ডার দরবার শরীফ।
      • পশ্চিম মাদারবাড়ী, ডিটি রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মদীনার জামায়াতের প্রতিষ্ঠাতা ডা বদিউজ্জামান (রহ) ও তাঁর সহধর্মিনীর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১১-১৩ ফাল্গুন দরবারে ওরশ পালিত হয়।
      • ডা বদিউজ্জামান (রহ)’র মাজার।
      • মীরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ২৫ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২৩ রজব ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ১২ ফাল্গুন ভবা পাগলার মৃত‍্যু বার্ষিকী।
    • শ্রীশ্রী লোকনাথ বাবার পাদুকা উৎসব।
      • লোকনাথ বাবার আশ্রম।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফ-এর বার্ষিক ওরশ।
      • বড়পীর আব্দুল কাদের জিলানী স্মরণে প্রতি বছরের ন্যায় ১২ ফাল্গুন থেকে ৩ দিনব্যাপী ওরশ।
      • আবুল হোসেন পীর সাহেবের বাড়ি।
      • বরিয়াবহ, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ।
    • ফকির লুৎফর শাহ্-এর ১৮তম সাধুসঙ্গ।
      • ১২-১৩ ফাল্গুন ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে।
      • ধাম অচিন পাখি।
      • তৈলটুপি, জোড়াদহ, হরিণাকুণ্ড, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • শাঁখারীবাজার রক্ষাকালী মাতার মন্দির হতে শেখরনগর রক্ষাকারী মাতার মন্দিরের উদ্দেশ্যে পদব্রজে শুভযাত্রা।
      • ৮ম বছর পূর্তি।
      • ১২ই ফাল্গুন বৃহস্পতিবার দিবাগত রাত্রি।
      • যাত্রার সময়: ভোর ৫:০১ মিনিটে।
      • মায়ের সকল ভক্তবৃন্দদের অংশগ্রহণের আমন্ত্রণ।
      • শ্রীশ্রী রক্ষাকালী মাতা মন্দির প্রাঙ্গণ।
      • শাঁখারীবাজার, ঢাকা, বাংলাদেশ।
      • পদব্রজে শুভযাত্রা আগত সকল ভক্তদের বৃহস্পতিবার রাত্রিতে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে ।
    • হাজী গাজী মোল্লা কাজীমুদ্দিন (র) এর মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৫-২৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • হাজী গাজী মোল্লা কাজীমুদ্দিন (র) এর মাজার।
      • কালিয়াপুর, লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ।
    • হযরত মাওলানা কাবুল শাহ্ (র) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর বার্ষিক ওরশ পালিত হয় ১২ ফাল্গুন।
      • এছাড়া ২ আষাঢ় থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী বার্ষিক ফল ফাতেহা অনুষ্ঠিত হয়।
      • হযরত মাওলানা কাবুল শাহ্ (র) মাজার।
      • তরোয়া, ভেলানগর, নরসিংদী, বাংলাদেশ।
    • হযরত খাজা মঈনউদ্দীন চিশতী (রহ)’র ৯ম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১২ ফাল্গুন বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।
      • রাতব্যাপী কাউয়ালী পরিবেশ।
      • পশ্চিম সুয়াবিল, টেকের দোকান সংলগ্ন ময়দান।
      • ৩নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২৪ রজব ১৪৪৩ হিজরী/শনিবার
    • দশমী ও একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • আর্য্য সমাজ প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি।
    • দরবেশ হযরত মুন্সী মেহেরুল্লাহ শাহ ওরফে শাহভালা (রহ) মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • শাহভালা দরগাহ শরীফ।
      • শাহভালা, মেহেরপুর, বাংলাদেশ।
    • দ্বাদশ লালন স্মরণোৎসব।
      • ১৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ অনুষ্ঠিত হবে।
      • আলেকশহর।
      • লালন চর্চা ও গবেষণা কেন্দ্র।
      • নয়াচালা, কামারখন্দ, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
    • ফকির হুমায়ুন সাধু গুরু মাতামহ’র ওফাত দিবস উপলক্ষ্যে সাধুসঙ্গ।
      • ২৬ শে ফেব্রুয়ারি ঘরোয়া পরিবেশে সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে।
      • ফকির হুমায়ুন সাধুর আখড়া।
      • খানাবাড়ি, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমির লালন স্মরণোৎসব ও সাধুমেলা।
      • ১৩ ও ১৪ফাল্গুন দুই দিনব্যাপী লালন স্মরণোৎসব ও সাধুমেলা অনুষ্ঠিত হবে।
      • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমি।
      • সাইলো গেইট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত শাহ্ বদরউদ্দিন আউলিয়ার বার্ষিক ওরশ।
      • আউলিয়াকূলের শিরোমণি হযরত শাহ্জালাল (রহ) এর ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ বদরউদ্দিন আউলিয়া।
      • প্রতিবছর ১৩-১৫ ফাল্গুন ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • জাতি, ধর্ম, নির্বিশেষে সকলে যোগদান করুন।
      • হযরত শাহ্ বদরউদ্দিন আউলিয়ার মাজার।
      • খাদিম নগর, খাদিম চা বাগান, সিলেট, বাংলাদেশ।
    • হযরত শাহ্ সুলতান গিয়াস উদ্দিন ইয়ামেনী (র) ওরফে হযরত কালা শাহ্’র বার্ষিক ওরশ।
      • তিনি ৭১৯ হিজরীতে এই অঞ্চলে আগমন করেন।
      • ৭৬৯ হিজরীতে ওফাতপ্রাপ্ত হন।
      • ৩৬০ আওলিয়ার মধ্যে তিনি ১জন।
      • হযরত কালা বাবার প্রথম ভক্ত হযরত মখদুম শাহ্ (র)।
      • প্রতিবছর ১৩ ফাল্গুন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত শাহ্ সুলতান গিয়াস উদ্দিন ইয়ামেনী (র) এর মাজার।
      • নিউ ডিওএইচএস মহাখালী, ক্যান্টনমেন্ট, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা মোহাম্মদ তৈয়ব আলী শাহ্’র বার্ষিক ওরশ।
      • প্রতি বাংলা মাসের ১৪ তারিখ মাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • প্রতিবছর ফাল্গুন মাসের ১৩-১৪ তারিতে ২ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • তৈয়ব আলী শাহ্’র মাজার।
      • দেওয়ানের চর, বেলাব, নরসিংদী, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা মোহাম্মদ তৈয়ব আলী শাহ্’র বার্ষিক ওরশ।
      • প্রতি বাংলা মাসের ১৪ তারিখ মাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • প্রতিবছর ফাল্গুন মাসের ১৩-১৪ তারিখে ২ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • তৈয়ব আলী শাহ্’র মাজার।
      • দেওয়ানের চর, বেলাব, নরসিংদী, বাংলাদেশ।

 

  • ২৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২৫ রজব ১৪৪৩ হিজরী/রবিবার
    • একাদশী।
    • একাদশী ও দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর (বিজয়া) উপবাস।
    • গোস্বামী মতে ও নিম্বার্কমতে অদ্য ত্রিস্পৃশামহাদ্বাদশীব্রতের উপবাস।
    • হযরত শাহ্ সূফী পীর জঙ্গী বাবার মাজার শরীফ বার্ষিক ওরশ।
      • সুলতানুল আউলিয়া মাহবুবে সোবহানী নূরে রাব্বানী হযরত শাহ্ সূফী পীর জঙ্গী (রাহ)।
      • ২৭-২৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী।
      • কমলাপুর, ঢাকা, বাংলাদেশ।
      • কমলাপুর রেলস্টেশনের পাশে।
    • হযরত কালাচাঁন শাহ্ (রহ) এর বার্ষিক ওরশ।
      • জানা যায়, কালাচাঁন বাবা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এই স্থানে অবস্থান নিয়েছিলেন।
      • প্রতিবছর রজ্জব মাসের ২৫ তারিখ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত কালাচাঁন শাহ্ (রহ) মাজার শরীফ।
      • ৩৩ আলমগঞ্জ রোড, মিলব্যারাক, ঢাকা, বাংলাদেশ।

 

  • ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ/২৬ রজব ১৪৪৩ হিজরী/সোমবার
    • ত্রয়োদশীরও দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর পরাণ ও ত্রিস্পৃশা মহাদ্বাদশীব্রতের পারণ।
    • পবিত্র শবে মেরাজ
    • হযরত শাহ মুশকিল আহসান (রহ) এর মাজার শরীফ বার্ষিক ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • সাতাইহাল, দেওপাড়া, নবীগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত মুর্শিদ জামাই পাগল (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ইন্দ্রনারায়ণপুর, আলীপুর, রাজবাড়ী, বাংলাদেশ।
    • হযরত হামিদ আলী দরবেশ সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • হামিদ আলী দরবেশ কাদেরিয়া সিলসিলার সাধক।
      • ১৫ ফাল্গুন মাজারে এক দিনব্যাপী ওরশ পালিত হয়।
      • দরবেশের হাট, দাগনভূঁইয়া, ফেনী, বাংলাদেশ।
    • হযরত আলী মুন্সী ইয়েমেনী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • ইয়েমেন থেকে আগত ধর্ম প্রচারক।
      • প্রতিবছর ১৫ ফাল্গুন উক্ত মাজারে ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত আলী মুন্সী ইয়েমেনী (রহ) মাজার।
      • চরচামিতা বাজার, চন্দ্রগঞ্জ সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • ঐতিহ্যবাহী ৩নং আন্তর্জাতিক পীঠস্থানে শ্রীশ্রী শিব চতুর্দ্দশীর ব্রত উদযাপন।
      • ১৫-১৭ ফেব্রুয়ারি ৩দিন ব্যাপী ব্রত উদযাপন।
      • ব্রত উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • আগত ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে।
      • শিববাড়ি, পোনাবালিয়া, ঝালকাঠি, বাংলাদেশ।
      • ঝালকাঠি পৌরসভা খেয়া বা লঞ্চঘাট থেকে খেয়া পার হয়ে। মটর সাইকেল বা রিক্সা যোগে শিববাড়ি মেলা প্রাঙ্গণ।
    • শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের ৩৩তম বার্ষিক উৎসব।
      • ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ৫ দিনব্যাপী।
      • শ্রীশ্রী বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং ২০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান।
      • মহোৎসব ৪ মার্চ।
      • শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দির।
      • শ্রীশ্রী লক্ষ্মী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণ।
      • কালিনাথ রায়ের বাজার, ভোলা, বাংলাদেশ।
    • শিবরাত্রি ব্রত ও পূজা।
      • ১৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
      • লাগবে- ১৫ ফাল্গুন সোমবার রাত্রি ২:৫৩ মিনিট।
      • ছাড়বে- ১৬ ফাল্গুন মঙ্গলবার রাত্রি ১:০৯ মিনিট।
      • পারন- ১৭ ফাল্গুন বুধবার সকার ১০:২৫ মিনিট।
      • শ্রীশ্রী রঁক্ষাকালী মাতা মন্দির।
      • ৫৮ শাঁখারী বাজার, ঢাকা, বাংলাদেশ।
    • জামাই পাগলের ১২২তম বার্ষিক ওরশ।
      • উপমহাদেশের খ্যাতনামা অন্যতম অলীয়ে কামেল মুর্শিদে জামান আধ্যাত্মিক মহান জ্ঞানসাধক বাবা মুর্শিদ জামাই পাগল।
      • প্রতিবছর ১৫ ফাল্গুন তার ওরশ অনুষ্ঠিত হয়।
      • জামাই পাগলের মাজার।
      • আলাদীপুর, রাজবাড়ী, বাংলাদেশ।
    • বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ও বাবা হযরত শাহ্ জালাল স্মরণে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি ওরশ পালিত হয়।
      • এই বছর ১২৩তম ওরশ অনুষ্ঠিত হয়।
      • সারা রাতব্যাপী ছামা কাওয়ালী পরিবেশন করে দেশের স্বনামধন্য শিল্পীরা।
      • চর আজিমপুর, জনাব মোহাম্মদ আলী খাঁন সাহেবের বসতবাড়ি, সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত শাহ্ মুশকিল আহসান (র) এর মাজারের বার্ষিক ওরশ।
      • হযরত শাহ্ জালাল (র) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • প্রতিবছর ১৫ ফাল্গুন বার্ষিক তার ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত শাহ্ মুশকিল আহসান (র) এর মাজার।
      • সাতাইহাল, দেওপাড়া, নবীগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • আজহার ফকিরের খেলাফত দিবসের সাধুসঙ্গ।
      • দেলবার শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১৫ ফাল্গুন ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ঘোড়ামারা, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • পীরজাদা পীর সৈয়দ শাহ্ জানে আলম চিশতী আল-নারনূলী সাহেবের ৩৪৮তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৫ ফাল্গুন থেকে সপ্তাহব্যাপী ওরশ পালিত হয়।
      • কুশুরা টোপেরবাড়ি দরবার শরীফ।
      • অলিকুল শিরোমণি পীর হযরত শাহ্ শাহজাহান চিশতী আল-নারনূলী সাহেবের বাড়ি।
      • কুশুরা টোপেরবাড়ি, ধামরাই, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত খাজা মঈনুদ্দীন হাসান চিশতি ছানজরী ছুম্মা আজমিরী (রহ) এর স্মরণে শান্তি সমাবেশ।
      • সুলতানুল আউলিয়া আলহাজ্ব হযরত শাহ্ কলন্দর সূফী খাজা আনোয়ারুল হক রওশন জমির মাদ্দা জিল্লাহুল আলী হুজুর কেবলার হুকুমে আঁতায়ে রাসূল ওয়ালীউল হিন্দ গরীব নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন হাসান চিশতি ছানজরী ছুম্মা আজমিরী (রহ)।
      • প্রতিবছর ২৬-২৮ রজব সমাবেশ অনুষ্ঠিত হয়।
      • বাদ ফজর খতমে কোরআন পাক, বাদ মাগরিব হাক্কানী ওজায়েফ পাঠ, মিলাদ মাহফিল, জিকির আসকার, দুরূদে সামা, মোনাজাত ও তাবারুক বিতরণ।
      • অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত।
      • হাক্কানী খানকা শরীফ।
      • হালিশহর এ ব্লক, বাসস্ট্যান্ড সংলগ্ন, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মোহাম্মদ মতিউর রহমান ওরফে মতি ফকিরের বার্ষিক ওরশ।
      • হাযতে রওয়া মুশকিল কোশা ফানীফিল্লাহ, বাকীবিল্লাহ, হযরত শাহ্ ছুফি ছৈয়্যদ মোহাম্মদ মতিউর রহমান ওরফে মতি ফকির আল কাদেরী আল্ আশরাফী (ক) এবং হযরত শাহ্ ছুফি মওলানা ছৈয়্যদ মোহাম্মদ আবদুল জব্বার আল্ মতিয়া (রহ)।
      • প্রতিবছর ১৫ ফাল্গুন বার্ষিক ওরশ পালিত হয়।
      • বাদ এশা ছেমা মাহফিল।
      • জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।
      • গশ্চি শাহী দরবার শরীফ।
      • গশ্চি, দেওয়ানপুর, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চট্টগ্রাম-কাপ্তাই বাস যোগে ধরের টেক সংলগ্ন মাজার গেইট দিয়ে অল্প দক্ষিণে।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)>>

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!