অনাহত চক্র : পর্ব নয়
-দ্বীনো দাস
অনাহত চক্র
(হৃদয় চক্র – heart chakra – Thymus Gland)
সপ্ততলে অন্তপুরী
আলীপুরে তাঁর কাচারি,
দেখলেরে মন সে কারিগরি
হবি মহাশয়।।
রত্ন যে পায় আপন ঘরে
সে কি আর বাইরে খুঁজে মরে,
না বুঝিয়ে লালন ভেড়ে
দেশবিদেশে ধায়।।
-সাঁইজি ফকির লালন
অনাহত চক্রের অবস্থান হলো বক্ষস্থলের মধ্যে হৃদয়ের উপর। এই চক্র নিশ্চল প্রেম, ভক্তি, সাধনা, ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক বিকাশের প্রতীক।
সাধকদের মতে, এটি ১২টি দলযুক্ত রক্তবর্ণ, ধুসর পদ্ম। এই চক্রকে অবশ্যই জাগ্রত করতে আধ্যাত্মিক প্রয়োজন রয়েছে। নিশ্চল প্রেম, ঐকান্তিক সদিচ্ছা ছাড়া আধ্যাত্মিক বিকাশ সম্ভব নয়।
ইহার এক এক দলক্রমে সিন্দূর বর্ণ। দ্বাদশটি বর্ণ। দ্বাদশ দলে আছে- আশা, চিন্তা, চেষ্টা, বিকলতা, দম্ভ, মমতা, বিবেক, কপটতা, অহঙ্কার, লোলতা, বিতর্ক ও অনুতাপ এই ১২টি বৃত্তি ঐ দ্বাদশদলে আছে। এই পদ্মের কণিকা মধ্য বিদ্যুতের ন্যায়।
এই চক্রের বায়ুমণ্ডলের মধ্যে- বীজোপরি ঈশান নামক শিব শক্তি বিদ্যমান রহিয়াছে। মতান্তরে ত্রিনয়নী শক্তি বলে। এই পদ্মের ‘নিন্মেই’ একটি গুপ্ত অষ্টদল পদ্ম মধ্যে জীবাত্মা অবস্থান করে।
এই চক্র জাগ্রত মানুষ কোন ভেদাভেদ জ্ঞান না করে সকলকে সমান ভাবে ভালোবাসার শক্তি অর্জন করে। এই চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত অঙ্গাদি হল- হৃদয়, ফুসফুস, রক্তপ্রবাহ ও যকৃত।
এর প্রধান তত্ত্ব হল- বায়ু এর বিশেষ কার্য প্রেম ও ভাবনার সঙ্গে সম্পৃক্ত। এটির ভারসাম্যের ব্যাঘাত ঘটলে মানুষ পুরোপুরি ভাবে নিরাশায় হতাশাগ্রস্ত ও পীড়িত হয়ে পড়ে। এর রং সবুজ।
এটি বাস্তবিক নিঃস্বার্থ, মায়া মমতা, স্নেহ, প্রেম, ভক্তি, সাধনা, আধ্যাত্মিক বিকাশ, করুণা, শ্রদ্ধার প্রতীক। উপাসনা, সাধনা এবং সিদ্ধির জন্য এই চক্র জাগ্রত করা অতীব জরুরী। এই চক্রের সাথে সম্পকর্যুক্ত – থাইমাস (Thymus Gland) + মনিপুর চক্র একে অন্যের পুরিপুরক।
দশমদল কমলের উপর
মনিপুরের ঘর
তার ঊর্ধ্বে দ্বাদশদলে
ঊনপঞ্চাশ পবনের ঘর
পানঅপান সমানউদানের
ব্যাস হতে গতিকার।।
-সাঁইজি ফকির লালন
সংক্ষেপ বিবরণ-
১. নাম- অনাহত-কলব- Heart Chakra Thymus Gland
২. স্থান- হৃদয়ের কাছে ( বক্ষের মধ্যস্থলে )।
৩. আকৃতি- ১২টি দলযুক্ত পদ্ম সিদূর রঙের আলোয় আলোকিত।
৪. রং- সবুজ ( Green )।
৫. দলের অক্ষর- ক হতে ঠ ১২টি।
৬. তত্ত্ব- বায়ু।
৭. সম্পর্ক- থায়মাস গ্রন্থি- Thymus Gland
৮. ফল- বাক, পণ্ডিত্ম্য, কবিত্ব, ধ্বনি ও ঔঁকার।
৯. শক্তির উৎস- প্রেম অথবা ধিক্কার ও ভয়।
১০. নিয়ন্ত্রণ- হৃদয়, ফুসফুস, লিভার এবং রক্ত সঞ্চালন প্রণালী।
এই চক্রের আরো কিছু গোপন শব্দ বা বর্ণ আছে যা কিনা আপন মুর্শিদ কেবলার কাছ হতে সিদ্ধ জ্ঞানী গুরুর কাছ থেকে- জেনে বুঝে দেখে নিয়ে করতে হয়।
(চলবে…)
…………….
আরো পড়ুন:
ধ্যানযোগ : পর্ব এক
সপ্তচক্র লতিফা : পর্ব দুই
প্রবৃত্তি : পর্ব তিন
ধ্যান : পর্ব চার
অন্তস্রাবী গ্রন্থি : পর্ব পাঁচ
চক্র : পর্ব ছয়
সাধিষ্ঠান চক্র : পর্ব সাত
মনিপুর চক্র : পর্ব আট
অনাহত চক্র : পর্ব নয়
বিশুদ্ধ চক্র : পর্ব দশ
আজ্ঞা চক্র : পর্ব এগারো
সহস্রার চক্র : পর্ব বারো
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
…………….
আরো পড়ুন:
অবশ জ্ঞান চৈতন্য বা লোকাল অ্যানেস্থেসিয়া
ঈশ্বর প্রেমিক ও ধৈর্যশীল ভিখারী
সুখ দুঃখের ভব সংসার
কর্ম, কর্মফল তার ভোগ ও মায়া
প্রলয়-পূনঃউত্থান-দ্বীনের বিচার
ভক্তি-সংসার-কর্ম
………..
বি.দ্র.
আমার এই লেখা কিছু ইতিহাস থেকে নেওয়া কিছু সংগৃহীত, কিছু সৎসঙ্গ করে সাধুগুরুদের কাছ থেকে নেওয়া ও আমার মুর্শিদ কেবলা ফকির দুর্লভ সাঁইজি হতে জ্ঞান প্রাপ্ত। কিছু নিজের ছোট ছোট ভাব থেকে লেখা। লেখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।। আলেক সাঁই। জয়গুরু।।