সাধিষ্ঠান চক্র : পর্ব সাত
-দ্বীনো দাস
সাধিষ্ঠান চক্র
Hera chakra (নফস২) Gonad gland, Sex gland
এই চক্রটি আমাদের নাভির মোটামুটিভাবে তিন ইঞ্চি নিচে স্থিত। একে অহম্ পরিচায়ক ও কাম শক্তির কেন্দ্র বলা হয়। জনন ও উভয় পা- এই চক্রের বা পদ্মের সঙ্গে সম্পর্কযুক্ত। এই চক্র সরাসরি মানুষের মনোভাবকে জ্ঞাত করা সম্ভব হয়।
এই পদ্মের রক্তবর্ণ কর্ণিকা মধ্যে গোলাকার বরুণ মণ্ডল আছে অর্দ্ধচন্দ্রাকৃতি।
এই চক্রের তত্ত্ব জল, এই চক্র শ্বেত বর্ণের ৬টি পাপড়ি (দল) বিশিষ্ট পদ্ম। কখনো বা দেখা যায় একে বিদু্যদ্বর্ণ। এই ৬টা বর্ণে আছে ৬টা বৃত্তি-
১. প্রশ্রয়।
২. অবিশ্বাস।
৩. অবজ্ঞা।
৪. মুর্চ্ছা।
৫. সর্বনাশ।
৬. ক্রূরতা।
পাকিয়ে রাগের সূতা
ছয়তারে করে একতা
ভাবের টোপ গেঁথে দাও সেথা;
নিচে সাড়া পেলে পরে
উঠবে ভেসে উপরে।।
-সাঁইজি ফকির লালন
এর প্রতিকূল প্রভাবে শ্লেষ্মা, কফ, শ্বাস, কাশ এবং মূত্রগ্রন্থি সম্বন্ধীয় রোগ হয়। একে যৌন চক্র বলা হয়। এটি যৌন শক্তির (প্রেরণ, গ্রহণ) এর গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই চক্রের রং কমলা। এই চক্রের সহায়তায় অন্যের মনোভাব সরাসরি অনুভব করা যায় তাই এই কেন্দ্রকে অতিরিক্ত সংবেদন কেন্দ্র বলে।
এই চক্রের উপর আজ্ঞা, বিশুদ্ধ ও মুলাধার চক্রের সরাসরি প্রভাব বিদ্যমান। এই চক্র সুস্থ অবস্থায়- ভাবনাত্মক বিচার, ক্রিয়াশীলতা ও রচনাত্মত্নক কার্যের দিকে মানুষকে উদ্বুদ্ধ করে তোলে। স্থূল রূপের সংকেতিক নাম হল- Hypo gastric plexus.
পুরুষ- অন্ডোগ্রন্থি-২ অন্ডোকোষ- Testosterone নামের হর্মন তৈরি করে যা শুক্রানু বা কীট হয়।
নারী- ডিম্বগ্রন্থি – ২টি Estrogen/progesterone তৈরি করে রজঃস্রাব ও গর্ভধারণে সাহায্য করে। ।
সংক্ষেপ বিবরণ-
১. নাম- সাধিষ্ঠান চক্র(নফস২) Sex gland.
২. স্থান- মুলাধার থেকে দু আঙ্গুল উপরে লিঙ্গমূলে।
৩. আকৃতি- সিদূর রং এর আলোয় দীপ্ত ৬টি দল বিশিষ্ট পদ্ম।
৪. রং- কেশর, কমলা (Orange)
৫. দলের অক্ষর- ৬ পাপড়িতে।
৬. তত্ত্ব- জল, শ্বেত অর্দ্ধ চন্দ্রকার যুক্ত।
৭. সম্পর্ক- গোনাড গ্রন্থি (Gonad gland)
৮. ফল- সৃজন, পালন, নিধন-ঔঁ সৃষ্টি, স্থিতি ও লয়।
৯. শক্তির উৎস- আত্নসর্জন অথবা জগৎ সর্জন।
১০. নিয়ন্ত্রণ- জনন অবয়ব।
এই চক্রের আরো কিছু গোপন শব্দ বা বর্ণ আছে যা কিনা আপন মুর্শিদ কেবলার কাছ হতে সিদ্ধ জ্ঞানী গুরুর কাছ থেকে- জেনে বুঝে দেখে নিয়ে করতে হয়।
(চলবে…)
…………….
আরো পড়ুন:
ধ্যানযোগ : পর্ব এক
সপ্তচক্র লতিফা : পর্ব দুই
প্রবৃত্তি : পর্ব তিন
ধ্যান : পর্ব চার
অন্তস্রাবী গ্রন্থি : পর্ব পাঁচ
চক্র : পর্ব ছয়
সাধিষ্ঠান চক্র : পর্ব সাত
মনিপুর চক্র : পর্ব আট
অনাহত চক্র : পর্ব নয়
বিশুদ্ধ চক্র : পর্ব দশ
আজ্ঞা চক্র : পর্ব এগারো
সহস্রার চক্র : পর্ব বারো
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
…………….
আরো পড়ুন:
অবশ জ্ঞান চৈতন্য বা লোকাল অ্যানেস্থেসিয়া
ঈশ্বর প্রেমিক ও ধৈর্যশীল ভিখারী
সুখ দুঃখের ভব সংসার
কর্ম, কর্মফল তার ভোগ ও মায়া
প্রলয়-পূনঃউত্থান-দ্বীনের বিচার
ভক্তি-সংসার-কর্ম
………..
বি.দ্র.
আমার এই লেখা কিছু ইতিহাস থেকে নেওয়া কিছু সংগৃহীত, কিছু সৎসঙ্গ করে সাধুগুরুদের কাছ থেকে নেওয়া ও আমার মুর্শিদ কেবলা ফকির দুর্লভ সাঁইজি হতে জ্ঞান প্রাপ্ত। কিছু নিজের ছোট ছোট ভাব থেকে লেখা। লেখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।। আলেক সাঁই। জয়গুরু।।